বাংলা সাহিত্যের ইতিহাস

বাংলা সাহিত্যের ইতিহাস :

আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে?উঃ ১৮০১ সাল থেকে।
(প্রস্তুতিপর্বঃ ১৮০০-১৮৬০, বিকাশপর্বঃ ১৮৬০-১৯০০,
রবীন্দ্রপর্বঃ ১৯০০-১৯৩০, রবীন্দ্রোত্তরঃ ১৯৩০-১৯৪৭ ও
বাংলাদেশঃ ১৯৪৭-বর্তমান পর্যন্তু)



বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে?উঃ সপ্তম শতাব্দী।
পানিনি রচিত গ্রন্থের নাম কি?উঃ ব্যাকরণ অষ্টাধয়ী।
পানিণি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন?উঃ সংস্কৃত ভাষা।
বাংলা ভাষার মূল উৎস কোনটি?উঃ বৈদিক। বাংলা সাহিত্যের ইতিহাস
বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি?উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত?উঃ ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী।
বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে?উঃ খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।
ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়?উঃ প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রগুলোতে।


কখন থেকে বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয়?উঃ আধুনিক যুগে। বাংলা সাহিত্যের ইতিহাস
ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রীষ্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল?উঃ পাঁচ হাজার বছর।
আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যের ভাষার নাম কি?উঃ বৈদিক ও সংস্কৃত ভাষা।
বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা?উঃ বৈদিক ভাষা।
বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা কি কি?উঃ প্রচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য।
কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত?উঃ আর্যগণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন।
কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?উঃ ব্যাকরণবিদ পানিনি। বাংলা সাহিত্যের ইতিহাস
সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?উঃ খ্রিষ্টপূর্ব ৪০০ সময়ে।
কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে?উঃ খ্রিষ্টপূর্ব ৮০০ খ্রীঃ দিকে বৈদিক ভাষা বির্বতনকালীণ সময়ে
জনসাধারন যে ভাষায় নিত্য নতুন কথা বলত।



প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয়, তার নাম কি?উঃ অপভ্রংশ। বাংলা সাহিত্যের ইতিহাস
সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভর কোন অপভ্রংশ থেকে?উঃ পূর্ব ভারতে প্রচলিত মাগবী অপভ্রংশ।
কখন মাগবী অপভ্রংশ থেকে বাংলা ভাষার উদ্ভব হয়?উঃ খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।
ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে?উঃ গৌড় অপভ্রংশ থেকে।
কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?উঃ মাগধী প্রাকৃত।
প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি?উঃ তিনটি।
বৈদিক ভাষা হতে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি?উঃ তিনটি। বাংলা সাহিত্যের ইতিহাস
বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর?উঃ ইন্দো-ইউরোপীয় গোষ্ঠীর।

আরো পড়ুন:

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!