বিখ্যাত জলপ্রপাত সমূহ

বিখ্যাত জলপ্রপাত সমূহ:

জলপ্রপাতের নামঅবস্থানউচ্চতা (মিটার)
অ্যাঞ্জেলভেনিজুয়েলা৮০৭
মঙ্গেফসেননরওয়ে ৭৭৪
কিউকুয়েনানভেনিজুয়েলা৬১০
উটিগার্ডনরওয়ে৬০০
সাদারল্যান্ডনিউজিল্যান্ড৫৮০
টাকাকোব্রিটিশ কলাম্বিয়া৫৬৫
রিবন ইয়োসিমাইটক্যালিফোনিয়া৪৯১
আপার ইয়োসিমাইটক্যালিফোনিয়া৪৩৫
কিং জর্জগায়ানা৪৩৫
গ্যাভার্নিফ্রান্স৪২১
তুগেলাদক্ষিণ আফ্রিকা৪১০
ভিটিসফোসনরওয়ে৩৬৬
স্টবাকসুইজারল্যান্ড৩০০
মিডল কাসকেডক্যালিফোনিয়া২৭৭
গারসোপাভারত২৫৩
নায়াগ্রাযুক্তরাষ্ট্র১৬৭

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।
জলপ্রপাত সম্পর্কিত প্রশ্নোত্তরঃ
বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি?অ্যাঞ্জেল।
আয়তনে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত কোনটি?নায়াগ্রা।
বিশ্বের গভীরতম খাল কোনটি?পানামা খাল।
ভিক্টোরিয়া জলপ্রপাতটি কোন দেশে?জাম্বিয়া ও জিম্বাবুয়ে।
অ্যাঞ্জেল কোন নদীর  জলপ্রপাত?রিও কেরনি।
পানি পতনের দিক থেকে বিশ্বের প্রধান জলপ্রপাত কোনটি?গুয়রাইয়া, উচ্চতাঃ ১৩০ ফুট।
গুয়রাইয়া জলপ্রপাত থেকে গড়ে কি পরিমান পানি পতিত হয়?৪,৭০,০০০ কিউসেক।

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!