বাংলা ব্যাকরণ-৯৬

প্রশ্নঃ জায়া শব্দের পুলিঙ্গ কী?
ক. পুত্র
খ. স্বামী
গ. পতি
ঘ. কোনটিই না
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন লিঙ্গান্তরিক শব্দটি স্ত্রীলিঙ্গ না বুঝিয়ে অন্য অর্থ বোঝাচ্ছে?
ক. ভবানী
খ. ইন্দ্রানী
গ. হিমানী
ঘ. রুদ্রানী
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘অতী’ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. তপতী
খ. বেতী
গ. মহতী
ঘ. কপোতী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘গোরু’ কোন লিঙ্গ?
ক. পুংলিঙ্গ
খ. উভয়লিঙ্গ
গ. স্ত্রীলিঙ্গ
ঘ. কোন লিঙ্গই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি পেশা অর্থে স্ত্রীবাচক শব্দ ?
ক. শিক্ষয়িত্রী
খ. বান্ধবী
গ. শিক্ষিকা
ঘ. আধুনিকা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ ?
ক. ছাত্রী
খ. দাদী
গ. আয়া
ঘ. সৎমা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘গুণধর’ এর স্ত্রীলিঙ্গ কোনটি ?
ক. গুণধরী
খ. গুণধারি
গ. গুণধারিনী
ঘ. গুণধরা
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি জাতি বা শ্রেণী অর্থে স্ত্রীবাচক ?
ক. অজা
খ. চপলা
গ. নবীনা
ঘ. কনিষ্ঠা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি স্ত্রীবাচক শব্দ আ -প্রত্যয় যোগে গঠিত হয় ?
ক. ঘর
খ. নবীন
গ. নবাব
ঘ. সিংহ
উত্তরঃ খ

প্রশ্নঃ লিঙ্গান্তর করতে গায়ক শব্দের শেষে কোন প্রত্যয় যুক্ত হয়?
ক. অব-প্রত্যয়
খ. আ-প্রত্যয়
গ. ঈ-প্রতয়
ঘ. ইকা-প্রত্যয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নীচের কোন শব্দটি ক্লীব লিঙ্গ?
ক. ফুল
খ. মানুষ
গ. মৃগী
ঘ. পিতা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সাধু’ এর স্ত্রীলিঙ্গ কোনটি ?
ক. সাধী
খ. সাধিনী
গ. সাধ্বী
ঘ. সাধুনী
উত্তরঃ গ

প্রশ্নঃ হুজুর শব্দের স্ত্রীবাচক কোনটি ?
ক. হুজুরিনী
খ. হুজুরাইন
গ. হুজুরানী
ঘ. হুজুরুঈন
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই ?
ক. বেগম
খ. সারী
গ. খানম
ঘ. এয়ো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পুরুষবাচক শব্দে তা থাকলে স্ত্রীবাচক শব্দে কি হয় ?
ক. ত্রী
খ. তৃ
গ. তিরি
ঘ. বিন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ঈ’ -প্রত্যয় যোগে কোনটি স্ত্রীলিঙ্গ শব্দ গঠিত হয়েছে?
ক. জেলেনী
খ. ভাগনী
গ. মালিনী
ঘ. নাপিতানী
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে ?
ক. কুমার
খ. দেবর
গ. পাগলা
ঘ. গোয়ালা
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ হয়েছে?
ক. সতী
খ. কর্ত্রী
গ. সম্রাজ্ঞী
ঘ. কুহকিনী
উত্তরঃ গ

শব্দ:

প্রশ্নঃ কোন শব্দটির ব্যবহারিক অর্থ বুৎপত্তিগত অর্থ থেকে আলাদা ?
ক. বাঁশি
খ. কর্তব্য
গ. মানব
ঘ. দৌহিত্র
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘চন্দ্র’ কোন শব্দের উদাহরণ ?
ক. তৎসম
খ. তদ্ভব
গ. দেশী
ঘ. বিদেশী
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ ?
ক. রাজপুত
খ. বাঁশি
গ. গায়ক
ঘ. মধুর
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি তৎসম শব্দ?
ক. হাত
খ. লতা
গ. ডিম
ঘ. বাড়ি
উত্তরঃ খ

প্রশ্নঃ কৃষ্ণ-এর অর্ধ-তৎসম শব্দ কোনটি?
ক. পুত্র
খ. কেষ্ট
গ. পুত্তর
ঘ. বিষ্ট
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষার কোন প্রকার শব্দ বিচার বিশ্লেষণ সাপেক্ষ নয়?
ক. মৌলিক শব্দ
খ. সমাসবদ্ধ শব্দ
গ. সাধিত শব্দ
ঘ. যৌগিক শব্দ
উত্তরঃ ক

প্রশ্নঃ মানুষের বাক্যপ্রত্যঙ্গজাত ধ্বনি সমন্বয়ে গঠিত শব্দসহযোগে সৃষ্ট পূর্ণ অর্থবোধক বাকপ্রবাহের বিশেষ বিশেষ অংশকে বলা হয় –
ক. রূপমূল
খ. শব্দ
গ. বাক্য
ঘ. পদক্রম
উত্তরঃ গ

প্রশ্নঃ গায়ক = গৈ
অক, কর্তব্য = ক
তব্য-এগুলোকে কোন শব্দ?
ক. যৌগিক শব্দ
খ. রূঢ় শব্দ
গ. রূঢ়ি শব্দ
ঘ. যোগরূঢ় শব্দ
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ রয়েছে –
ক. ৮ টি
খ. ৯ টি
গ. ১০টি
ঘ. ৭ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ বিদেশী শব্দ নয়-
ক. সাদা
খ. পানি
গ. রুমাল
ঘ. গঞ্জ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি দেশী শব্দ?
ক. আনারস
খ. চন্দ্র
গ. কণ্ঠ
ঘ. কুলা
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!