বাংলা ব্যাকরণ-৯৭

প্রশ্নঃ নিচের কোনটি অর্ধতৎসম শব্দ?
ক. গিন্নী
খ. হস্ত
গ. গঞ্জ
ঘ. তসবি
উত্তরঃ ক

প্রশ্নঃ খিদে কোন ধরনের শব্দ?
ক. তৎসম
খ. অর্ধ-তৎসম
গ. দেশী
ঘ. তদ্ভব
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘কুরসী’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক. ইংরেজি
খ. সাঁওতাল
গ. পর্তুগীজ
ঘ. আরবি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিম্বের কোনটি আরবি শব্দ নয়?
ক. আল্লাহ
খ. ঈমান
গ. বেহেস্ত
ঘ. হালাল
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ‘ঔ’ ধ্বনি সৃষ্টি হয় ?
ক. ও এবং উ
খ. অ এবং ই
গ. ও এবং ও
ঘ. অ এবং ঐ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনগুলো দেশী শব্দ?
ক. হস্ত, মস্তক
খ. খোকা, চাঁপা
গ. গিন্নী, গতর
ঘ. চাঁদ ভাত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ?
ক. অর্ধ-তৎসম
খ. তৎসম
গ. দেশি
ঘ. বিদেশি
উত্তরঃ ক

প্রশ্নঃ উৎপত্তিগতভাবে বাংলা ভাষার শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
ক. চারটি
খ. দুইটি
গ. পাঁচটি
ঘ. তিনটি
উত্তরঃ গ

প্রশ্নঃ ফরাসী শব্দ কোনটি?
ক. চিনি
খ. আনারস
গ. হরতন
ঘ. রেস্তোঁরা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘রূঢ়ি’ শব্দ হিসেবে ‘পাঞ্জাবি’ কোন অর্থ প্রকাশ করে?
ক. পাঞ্জাবের অধিবাসী
খ. জামা বিশেষ
গ. মৌলভীদের পিরাণ
ঘ. অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ অর্থগতভাবে বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয় ভাগে ভাগ করা যায় ?
ক. তিন
খ. দুই
গ. চার
ঘ. পাঁচ
উত্তরঃ ক

প্রশ্নঃ যে শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাকে কি বলে ?
ক. মৌলিক শব্দ
খ. যৌগিক শব্দ
গ. রূঢি শব্দ
ঘ. তদ্ভব শব্দ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি সংস্কৃত তৎসম শব্দ?
ক. তখন
খ. বামুন
গ. যাতনা
ঘ. অগ্রহায়ণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পানি’ শব্দটি কোন ভাষা থেকো বাংলায় এসেছে?
ক. সংস্কৃত
খ. ফারসী
গ. হিন্দি
ঘ. আরবী
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি আরবি শব্দ?
ক. শরিফ
খ. সুপারিশ
গ. কেরাণী
ঘ. মিটিং
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি যোগরূঢ় শব্দ
ক. পঙ্কজ
খ. সন্দেশ
গ. প্রবীণ
ঘ. গায়ক
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ রয়েছে –
ক. ১১ টি
খ. ৪৯ টি
গ. ৫০ টি
ঘ. ৩৯ টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অনেকে য, র, ল এর পরে আরো একটি ব্যঞ্জনবর্ণের উল্লেখ করে থাকেন। এ বর্ণটি কি ?
ক. ম
খ. ব
গ. প
ঘ. ড
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যবহৃত ‘লিচু’ কোন বিদেশী ভাষা থেকে নেয়া হয়েছে?
ক. চৈনিক
খ. আরবি
গ. ইংরেজি
ঘ. ফারসি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘প্রবীণ’ শব্দের বুৎপত্তি অর্থ কি ?
ক. বৃদ্ধ
খ. অভিজ্ঞতা সম্পন্ন লোক
গ. অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক লোক
ঘ. প্রকৃষ্টরূপে বীণা বাজাতে পারেন যিনি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইংরেজ কোন ভাষার শব্দ?
ক. পর্তুগীজ
খ. ইংরেজি
গ. ইতালীয়
ঘ. জার্মান
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন শব্দটির ‘প্রতিশব্দ’ দেয়া কঠিন?
ক. গোলাপ
খ. গোলাপী
গ. গোলাপ জল
ঘ. গোলাপ ফুল
উত্তরঃ ক

প্রশ্নঃ “গিন্নী’ কোন শ্রেণীর শব্দ ?
ক. খাঁটি বাংলা
খ. দেশী
গ. বিদেশী
ঘ. অর্ধতৎসম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি ওলন্দাজ শব্দ?
ক. হরতন
খ. রুইতন
গ. তুরুপ
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘গোলাপ’ একটি মৌলিক শব্দ কেন?
ক. শব্দটিকে ভাঙা যায় না বলে
খ. গোলাপের গন্ধ আছে বলে
গ. তিন অক্ষরের শব্দ বলে
ঘ. এর প্রতিশব্দ নেই বলে
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি সাধিত শব্দ নয়?
ক. পানসা
খ. ফুলেল
গ. গোলাপ
ঘ. হাতল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কাঁচি’ কোন ধরনের শব্দ?
ক. আরবি
খ. ফারসি
গ. হিন্দি
ঘ. তুর্কি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি ‘রূঢ়’ বা ‘রূঢ়ি’ শব্দের উদাহরণ নয়?
ক. প্রবীণ
খ. সন্দেশ
গ. জলধি
ঘ. পাঞ্জাবি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘তৎসম’ শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী হয়?
ক. চলিত রীতি
খ. সাধু রীতি
গ. মিশ্র রীতি
ঘ. আঞ্চলিক রীতি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘জিন্দাবাদ’ কোন ভাষার শব্দ?
ক. ফারসী
খ. উর্দু
গ. সংস্কৃত
ঘ. হিন্দি
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!