বাংলা ব্যাকরণ-৯৫

প্রশ্নঃ ‘অরণ্য’ এর লিংগান্তর কি?
ক. আরণ্য
খ. অরণী
গ. অরণ্য
ঘ. অরণ্যানী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করা হয় ?
ক. চাকর
খ. বোন
গ. মামা
ঘ. চাচা
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘বকনা’ শব্দের অর্থ-
ক. গাভী
খ. বাছুর
গ. গাই-বাছুর
ঘ. ষাঁড়-বাছুর
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ ?
ক. মায়াবিনী
খ. দুঃখিনী
গ. শূদ্রা
ঘ. সম্রাজ্ঞী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘গীতিকা’ শব্দ কোন প্রত্যয় যোগে গঠিত?
ক. আ প্রত্যয় যোগে
খ. কা প্রত্যয় যোগে
গ. ইকা প্রত্যয় যোগে
ঘ. তিকা প্রত্যয় যোগে
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দের উদাহরণ ?
ক. সধবা
খ. প্রথমা
গ. নবীনা
ঘ. পাঠিকা
উত্তরঃ ক

প্রশ্নঃ নিত্য স্ত্রীবাচক শব্দ কাকে বলে ?
ক. যে স্ত্রীবাচক শব্দে শুধু স্ত্রী বোঝায়
খ. যে স্ত্রীবাচক শব্দের একাধিক পুরুষবাচক শব্দ রয়েছে
গ. যে স্ত্রীবাচক শব্দের দ্বারা অবিবাহিতা মহিলাকে বোঝায়
ঘ. যে শব্দের কোনো পুংলিঙ্গ নেই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি স্ত্রীবাচক বিদেশী শব্দ ?
ক. জেনানা
খ. বালিকা
গ. পুস্তিকা
ঘ. অরণ্যানী
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গে নিয়ম মানে না?
ক. বিশেষণ
খ. অব্যয়
গ. সর্বনাম
ঘ. বিশেষ্য
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শুক-সারী’ শব্দ কিভাবে গঠিত হয়েছে?
ক. আলাদা আলাদা শব্দে
খ. প্রত্যয় যোগে
গ. ঈ-যোগে
ঘ. রী-যোগে
উত্তরঃ ক

প্রশ্নঃ “দালান” শব্দটি কোন লিঙ্গ?
ক. উভয় লিঙ্গ
খ. পুংলিঙ্গ
গ. ক্লীব লিঙ্গ
ঘ. কোনটিই না
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বেগম’ শব্দের বিপরীত লিঙ্গ কি?
ক. মিয়া
খ. কর্তা
গ. রাজা
ঘ. বাদশাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি ‘নী’ প্রত্যায়ান্ত স্ত্রীলিঙ্গ শব্দ?
ক. বেগুনী
খ. কাঙালিনী
গ. কামানী
ঘ. চাকরানী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ভূত’ শব্দের স্ত্রীলিংগ কোনটি?
ক. ভূতনী
খ. পেত্নী
গ. মেয়ে ভূত
ঘ. ভূতিনী
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ ?
ক. বকনা, গাই
খ. গয়লা, ঠাকুর মা
গ. সতীন, সৎমা
ঘ. চতুরা, সরলা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?
ক. সতীন
খ. বিধাতা
গ. সপত্নী
ঘ. বিপত্নী
উত্তরঃ ক

প্রশ্নঃ শিশু ও মানুষ কোন লিঙ্গের উদাহরণ?
ক. পুংলিঙ্গ
খ. স্ত্রীলিঙ্গ
গ. ক্লীবলিঙ্গ
ঘ. উভয়লিঙ্গ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি ‘নী’ প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ ?
ক. জেলেনী
খ. চাচী
গ. কাঙালিনী
ঘ. অভাগী
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ ?
ক. সপত্নী
খ. দিদি
গ. কুহকিনী
ঘ. দুঃখিনী
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি ঈ -প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ ?
ক. ব্যঙ্গমী
খ. কাঙ্গাল
গ. ঠাকুর
ঘ. মজুর
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মানুষ’ কোন লিঙ্গ?
ক. পুংলিঙ্গ
খ. নিত্যপুংলিঙ্গ
গ. উভয়লিঙ্গ
ঘ. ক্লীবলিঙ্গ
উত্তরঃ গ

প্রশ্নঃ অবজ্ঞার ভাব প্রকাশ পায় কোন স্ত্রীবাচক শব্দটিতে?
ক. ডাক্তারনী
খ. গোয়ালিনী
গ. গোপিনী
ঘ. অভাগিনী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পুস্তিকা’ কি অর্থে ব্যবহৃত হয় ?
ক. স্ত্রীলিঙ্গ
খ. উভয় লিঙ্গ
গ. বৃহদার্থে
ঘ. ক্ষুদ্রার্থে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মালিকা’-শব্দটিতে ইকা প্রত্যয় কি অর্থে যুক্ত হয়েছে?
ক. বৃহৎ অর্থে
খ. সাধারণ অর্থে
গ. ক্ষুদ্র অর্থে
ঘ. জাতি বা শ্রেণী বুঝাতে
উত্তরঃ গ

প্রশ্নঃ নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
ক. সমার্থে
খ. বৃহদার্থে
গ. ক্ষুদ্রার্থে
ঘ. বিপরীতার্থে
উত্তরঃ গ

প্রশ্নঃ রাষ্ট্রপতি কোন লিঙ্গ?
ক. পুংলিঙ্গ
খ. স্ত্রীলিঙ্গ
গ. উভয়লিঙ্গ
ঘ. কোনটিই না
উত্তরঃ গ

প্রশ্নঃ “ঠাকুরপো” এর স্ত্রীবাচক শব্দ কী?
ক. ঠাকুর মা
খ. ঠাকুর ঝি
গ. ঠাকুর বঊ
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ঘোষজা’ কোন অর্থে স্ত্রীবাচক ?
ক. পত্নী অর্থে
খ. কন্যা অর্থে
গ. স্ত্রী অর্থে
ঘ. নারী অর্থে
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি স্ত্রীলিঙ্গ শব্দ ?
ক. মহাশয়া
খ. হতভাগা
গ. রচয়িতা
ঘ. হরকরা
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি নিত্য পুংলিঙ্গ শব্দ ?
ক. সম্রাট
খ. ভাশুর
গ. যামিনী
ঘ. বিপত্নীক
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!