বাংলা ব্যাকরণ-৯৪

প্রশ্নঃ লিঙ্গান্তর করতে নায়ক শব্দের শেষে কোন প্রত্যয় যুক্ত হয় ?
ক. আ
খ. ঈ
গ. ইকা
ঘ. ইনী
উত্তরঃ গ

প্রশ্নঃ সেবক শব্দের শুদ্ধ স্ত্রীলিঙ্গ কোনটি?
ক. সেবকা
খ. সেবোকি
গ. সেবিকি
ঘ. সেবিকা
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ নিত্য পুংলিঙ্গ শব্দ কোনটি?
ক. নলিনী
খ. যামিনী
গ. দামিনী
ঘ. বিপত্মীক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয়েছে ‘ইনী’ প্রত্যয়যোগে ?
ক. গোয়ালিনী
খ. ঠাকুরানী
গ. মাস্টারনী
ঘ. ডাইনী
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে?
ক. কবিরাজ
খ. কুলটা
গ. ননদ
ঘ. নবীন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘গরীয়ান’ স্ত্রীলিঙ্গে কি হবে ?
ক. গরিয়সী
খ. গরিয়নী
গ. গরিয়ানী
ঘ. গরীয়মী
উত্তরঃ ক

প্রশ্নঃ স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করার সময় কোনটি ব্যবহার করতে হবে?
ক. সুজনেষু
খ. সুজনেসু
গ. সুজনীয়াসু
ঘ. সুজনিয়াষু
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অরণ্যানী’ শব্দটিতে ‘আনী’ প্রত্যয় কি অর্থে যুক্ত হয়েছে?
ক. বৃহৎ অর্থে
খ. সাধারণ অর্থে
গ. জাতি বা শ্রেণী বুঝাতে
ঘ. বৃহৎ অরণ্য বুঝাতে
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি বৃহদার্থক স্ত্রীবাচক শব্দ?
ক. মাতুলানী
খ. অরণ্যানী
গ. ভিখারিনী
ঘ. কাঙালিনী
উত্তরঃ খ

প্রশ্নঃ খানসামা-এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. আয়া
খ. পাচিকা
গ. বাঁদী
ঘ. গণিকা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ধাত্রী’ শব্দটি কোন লিঙ্গ ?
ক. পুংলিঙ্গ
খ. স্ত্রীলিঙ্গ
গ. ক্লীবলিঙ্গ
ঘ. উভয়লিঙ্গ
উত্তরঃ খ

প্রশ্নঃ পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলা হয়?
ক. বচন
খ. লিঙ্গ
গ. পুরুষ
ঘ. বাচ্য
উত্তরঃ খ

প্রশ্নঃ স্ত্রীবাচক শব্দের পরে আবার স্ত্রীবাচক প্রত্যয় ব্যবহৃত হয়েছে এমন উদাহারণ কোনটি?
ক. ঠাকুরন
খ. ননদিনী
গ. হুজুরাইন
ঘ. কাঙালিনী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ঈয়ান’ -এর স্ত্রীবাচক প্রত্যয় কোনটি?
ক. ঈয়সী
খ. ঈয়ানী
গ. আনী
ঘ. ইনী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘গণক’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
ক. গণকী
খ. গণকিনী
গ. গণকা
ঘ. গণিকা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি নিত্য পুংলিঙ্গ?
ক. গরু
খ. ঢাকী
গ. দাতা
ঘ. সাধু
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি ক্লীবলিঙ্গের উদাহরণ ?
ক. শিশু
খ. ছাত্র
গ. কলম
ঘ. সতীন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ভার্যা’ শব্দের পুংলিঙ্গ কোনটি ?
ক. ভাব
খ. স্বামী
গ. ভার্য
ঘ. স্ত্রী
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি ভিন্নার্থক স্ত্রীবাচক শব্দ?
ক. নাটিকা
খ. পুস্তিকা
গ. বনানী
ঘ. কাঠি
উত্তরঃ গ

প্রশ্নঃ সাধারণ স্ত্রীজাতীয় অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. খালা
খ. মামী
গ. জা
ঘ. পাগলী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সাধরণত অর্থে স্ত্রীবাচক
ক. নানী
খ. দাদী
গ. শিক্ষিকা
ঘ. মামী
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি স্ত্রীবাচক বিদেশী শব্দ?
ক. জননী
খ. বালিকা
গ. পুস্তিকা
ঘ. অরণ্যানী
উত্তরঃ ক

প্রশ্নঃ খাঁটি বাংলায় পুরুষবাচক শব্দ কোনটি ?
ক. মিত্র
খ. ডাক্তার
গ. বামন
ঘ. মানব
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শ্বশ্রু’ -এর শব্দার্থ কি?
ক. দাড়িগোঁফ
খ. শাশুড়ী
গ. শত্রু
ঘ. অশ্রু
উত্তরঃ খ

প্রশ্নঃ শেষে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করা যায় কোনটিতে ?
ক. অজ
খ. খোকা
গ. শিল্পী
ঘ. বোন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিত্য স্ত্রীবাচক শব্দ কাকে বলে?
ক. স্বাভাবিক স্ত্রীবাচক শব্দ
খ. ‘আ’-প্রত্যয়ান্ত শব্দ
গ. ‘ঈ’-প্রত্যয়ান্ত শব্দ
ঘ. যে শব্দের পুরুষবাচক শব্দনেই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ইকা’ কোন অর্থে ব্যবহৃত হয়?
ক. ক্ষুদ্রার্থে
খ. অস্থলে
গ. বৃহৎ অর্থে
ঘ. মধ্যম অর্থে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘গুরু’ শব্দের স্ত্রীলিঙ্গ কি ?
ক. গুরী
খ. গুরুমা
গ. গুরুনী
ঘ. গুর্বী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি বিদেশী স্ত্রীবাচক শব্দ ?
ক. শিক্ষয়িত্রী
খ. নর্তকী
গ. মালেকা
ঘ. গীতিকা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা ভাষায় কোন পদ দ্বারা পুরুষ ও স্ত্রীবাচক শব্দ বুঝায় ?
ক. বিশ্লেষণ
খ. বিশেষ্য
গ. ক্রিয়া
ঘ. অব্যয়
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!