বাংলা ব্যাকরণ-৯৩

প্রশ্নঃ নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি
ক. মজুরানী
খ. ঠাকুরানী
গ. মলিনা
ঘ. সৎমা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দের অন্তর্গত ?
ক. মানব-মানবী
খ. বিদ্বান -বিদ্বান -বিদূষী
গ. ঠাকুর – ঠাকুরানী
ঘ. রজক – রজকীনি
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ খাঁটি বাংলায় পুরুষবাচক শব্দ কোনটি?
ক. মিত্র
খ. ডাক্তার
গ. বামন
ঘ. মানব
উত্তরঃ গ

প্রশ্নঃ বিধবা কোন লিঙ্গবাচক শব্দ?
ক. পুংলিঙ্গ
খ. স্ত্রী লিঙ্গ
গ. ক্লীব লিঙ্গ
ঘ. উভয় লিঙ্গ
উত্তরঃ খ

প্রশ্নঃ পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগে লিঙ্গান্তর করা যায় কোনটি?
ক. অজ
খ. কোকা
গ. শিল্পী
ঘ. বোন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘হিমানী’ কোন লিঙ্গ?
ক. স্ত্রীলিঙ্গ
খ. পুংলিঙ্গ
গ. ক্লীবলিঙ্গ
ঘ. উভয় লিঙ্গ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি স্ত্রীলিঙ্গ হতে পুংলিঙ্গ?
ক. নন্দাই
খ. স্বামী
গ. জামাই
ঘ. বর
উত্তরঃ ক

প্রশ্নঃ সাধারণত ‘ইকা’ কোন অর্থে ব্যবহৃত হয় ?
ক. বৃহৎ অর্থে
খ. ক্ষুদ্রার্থে
গ. অবজ্ঞার্থে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন স্ত্রীবাচক শব্দের পরে আবার স্ত্রীবাচক প্রত্যয় ব্যবহৃত হয় ?
ক. অভাগিনী
খ. ভিখারিনী
গ. মামী
ঘ. নায়িকা
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন শব্দটির কোনো লিঙ্গান্তর হয় না ?
ক. কৃতদার
খ. কবি
গ. শিক্ষক
ঘ. ব্রাহ্মণ
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা পুরুষ ও স্ত্রীবাচক শব্দ মূলত কয় ভাগে বিভক্ত ?
ক. তিন
খ. চার
গ. দুই
ঘ. পাঁচ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বিদূষী’ -এর পুংলিঙ্গ কোনটি ?
ক. বিদ্যান
খ. বিদ্‌দান
গ. বিদ্ধান
ঘ. বিদ্বান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি ‘অতী’ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ ?
ক. বুদ্ধিমতী
খ. কপোতী
গ. মহতী
ঘ. তপোতী
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটির স্ত্রীবাচক শব্দ বিশিষ্টার্থক ?
ক. চাতক
খ. অধ্যাপক
গ. বালক
ঘ. সম্রাট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটিতে শব্দের শেষে পুরুষবাচক শব্দযোগে পুরুষবাচক শব্দ হয়েছে?
ক. বোন পো
খ. বেটা ছেলে
গ. বলদ গরু
ঘ. কাপুরুষ লোক
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি দ্বারা স্ত্রী ও পুরুষ উভয়ই বোঝায় ?
ক. সন্তান
খ. রজক
গ. শ্রীমান
ঘ. মায়াবী
উত্তরঃ ক

প্রশ্নঃ ” আমি” শব্দটি কোন লিঙ্গ?
ক. পুংলিঙ্গ
খ. স্ত্রীলিঙ্গ
গ. ক্লীবলিঙ্গ
ঘ. উভয়লিঙ্গ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটির দুটি স্ত্রীবাচক শব্দ আছে?
ক. শুক
খ. বর
গ. খোকা
ঘ. গায়ক
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক ?
ক. খালা
খ. ফুফু
গ. ননদ
ঘ. মামী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘তন্বী’ শব্দটি কোন লিঙ্গ?
ক. ক্লীবলিঙ্গ
খ. উভয় লিঙ্গ
গ. পুং লিঙ্গ
ঘ. স্ত্রী লিঙ্গ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পক্ষী’ শব্দটি কোন লিঙ্গের অন্তর্ভুক্ত ?
ক. স্ত্রীলিঙ্গ
খ. পুংলিঙ্গ
গ. ক্লীব লিঙ্গ
ঘ. উভয় লিঙ্গ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ লিঙ্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?
ক. শব্দতত্ত্ব
খ. ধ্বনিতত্ত্বে
গ. অর্থতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্বে
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন শব্দটির দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে ?
ক. কবি
খ. শিক্ষক
গ. খোকা
ঘ. মানব
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি ক্লীবলিঙ্গের উদাহরণ ?
ক. শিশু
খ. এয়ো
গ. কবি
ঘ. ফুল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন স্ত্রীবাচক শব্দটি অবজ্ঞা ভাব প্রকাশ করে ?
ক. ধোপানী
খ. চাকরানী
গ. মালিনী
ঘ. মাস্টারনী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিত্য পুরুষবাচক শব্দ কোনটি ?
ক. রাষ্ট্রপতি
খ. ধনবান
গ. পৃথিবী
ঘ. শ্রীমান
উত্তরঃ ক

প্রশ্নঃ ভিন্ন শব্দে কোনটি স্ত্রীলিঙ্গের উদাহরণ?
ক. পাচিকা
খ. সেবিকা
গ. কপোতী
ঘ. বকনা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বৃহদার্থে স্ত্রীবাচক শব্দ কোনগুলো ?
ক. গীতিকা, পুস্তিকা
খ. অরণ্যানী, হিমানী
গ. সিংহী, গায়িকা
ঘ. মামী, খালা
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বিশেষণের স্ত্রীবাচকতা হয় না ?
ক. বিশেষ্যের বিশেষণ
খ. বিশেষণের বিশেষণ
গ. বিধেয় বিশেষণ
ঘ. ক্রিয়া বিশেষণ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি পত্মী অর্থে স্ত্রীবাচক শব্দ?
ক. ছাত্রী
খ. দাদী
গ. আয়া
ঘ. সৎমা
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!