বাংলা ব্যাকরণ-৭৩

প্রশ্নঃ ইহলোকে যা সামান্য নয়–
ক. অনন্য সাধারণ
খ. অন্য সাধারণ
গ. আলোকসামান্য
ঘ. অলোকসামান্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে উদ্ভিদ একবার মাত্র ফল দিয়ে মরে যায়-
ক. ঔষধি
খ. ওষধি
গ. ওষুধি
ঘ. ঔষুধি
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘কুলের সমীপে’-এর সংক্ষেপ কি?
ক. অনুকূল
খ. প্রতিকূল
গ. সমকূল
ঘ. উপকূল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আপনার রঙ যে লুকায়- এর বাক্য সংকোচন-
ক. আধ্যাত্মিক
খ. লুকায়ু
গ. বর্ণচোরা
ঘ. বর্ণালী
উত্তরঃ গ

প্রশ্নঃ হাতির বাসস্থান–
ক. গজ গৃহ
খ. হস্তিগৃহ
গ. পিলখানা
ঘ. গজনীড়
উত্তরঃ ক

প্রশ্নঃ ঘৃণার যোগ্য- এর বাক্য সংকোচন–
ক. ঘৃণা
খ. ঘৃণাপ্রার্থী
গ. ঘৃণার্হ
ঘ. ঘৃনার্থ
উত্তরঃ গ

প্রশ্নঃ যা লাফিয়ে চলে-
ক. লাফুরে
খ. প্লেবগ
গ. প্লবগ
ঘ. উপরের কোনটিই না
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘যা নিন্দার যোগ্য নয়’-
ক. নিন্দনীয়
খ. প্রশংসনীয়
গ. প্রশংসাযোগ্য
ঘ. অনিন্দ্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যা বলা হবে- এর বাক্য সংকোচন কোনটি?
ক. উক্ত
খ. বক্তব্য
গ. ভবিতব্য
ঘ. অনুমিত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘যা পূর্বে ছিল এখন নেই’ এক কথায় কি হবে?
ক. অপূর্ব
খ. অদৃষ্টপূর্ব
গ. অভূতপূর্ব
ঘ. ভূতপূর্ব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যা ভাষায় প্রকাশ করা যায় না—
ক. অনুক্ত
খ. ভাষাহীন
গ. অব্যক্ত
ঘ. অপ্রকাশ্য
উত্তরঃ গ

প্রশ্নঃ ঈষৎ পাংশুবর্ণ-এর বাক্য সংকোচন-
ক. কয়রা
খ. ধূসর
গ. আরক্ত
ঘ. পীত
উত্তরঃ ক

প্রশ্নঃ এ পর্যন্ত যাহার শত্রু জন্মে নাই–
ক. অজাতোশত্রু
খ. অজাতশ্মত্রু
গ. অজাতশত্রু
ঘ. অলোকসামান্য
উত্তরঃ গ

প্রশ্নঃ উপকারীর উপকার স্বীকার করে না যে–
ক. কৃতজ্ঞ
খ. অকৃতজ্ঞ
গ. কৃতঘ্ন
ঘ. অকৃতঘ্ন
উত্তরঃ খ

প্রশ্নঃ মৃতের মত অবস্থা যার তাকে এক কথায় কি বল হয়?
ক. মুমুর্ষূ
খ. মুমূর্ষু
গ. মুমুর্ষু
ঘ. মূমুর্ষূ
উত্তরঃ খ

প্রশ্নঃ চৈত্র মাসের ফসল-
ক. চিত্রী
খ. চৈতা
গ. চৈতালি
ঘ. চৈত্র ফসলী
উত্তরঃ গ

প্রশ্নঃ কর্মসম্পাদনে পরিশ্রমী। বাক্যের সংক্ষিপ্ত রূপ-
ক. কর্মী
খ. কর্মনিষ্ঠ
গ. কর্মোদ্যমী
ঘ. কর্মঠ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাক্য সংকোচন কি?
ক. অসম্পূর্ণ বাক্য
খ. একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা
গ. ক্ষুদ্রতম বাক্য
ঘ. ইঙ্গিতময় শব্দ ব্যবহার করে বাক্য তৈরি
উত্তরঃ খ

প্রশ্নঃ সাপের খোলসকে এক কথায় বলা হয়-
ক. অজিন
খ. নির্মোক
গ. আঁইস
ঘ. ছলম
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘শহীদ’ শব্দের অর্থ কি?
ক. বলি
খ. খুন
গ. মৃত
ঘ. আল্লাহ প্রদত্ত দ্বীন তথা ইসলাম কায়েম এবং রক্ষার জন্য যিদি যুদ্ধে নিহত হন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে ভরণপোষণ করে- এর বাক্য সংকোচন-
ক. ভর্তা
খ. পোষক
গ. ভর্ণা
ঘ. ভোরণ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অকালে যে বোধন’ -এর সঠিক বাক্য সংকোচন কোনটি?
ক. অকালোধন
খ. অকাল পক্ব
গ. অকাল বোধন
ঘ. অকাল রোধন
উত্তরঃ গ

প্রশ্নঃ আত্ম সম্বন্ধে অতি চেতনার ভাব–
ক. অহংকারী
খ. অহমিকা
গ. অভ্রংলেহি
ঘ. অনন্যমনা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘যাহারা এক মাতার গর্ভে জন্মিয়াছে’ কথাটি সংকোচন করা হলে কি হবে?
ক. ভাইবোন
খ. আপনভাই
গ. মাতৃসন্তান
ঘ. সহোদর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অনুসন্ধান করিবার ইচ্ছা–
ক. অনুসন্ধিৎসু
খ. অনুচিকির্ষা
গ. অনুসন্ধিৎসা
ঘ. জিঘীষা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ধূলার মত রঙ যার’র সংক্ষেপ হল-
ক. পাংশুল
খ. পীত
গ. ধূসর
ঘ. আরক্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ যিনি বিদ্যা লাভ করিয়াছেন- এর সংক্ষিপ্ত রূপ কি?
ক. বিদ্বান
খ. বিদ্যাপতি
গ. লদ্ধজ্ঞান
ঘ. কৃতবিদ্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ-এর বাক্য সংকোচন কোনটি?
ক. শ্বাপদসঙ্কুল
খ. জান্তব
গ. জন্তুসর্বস্ব
ঘ. হিংসজন্তু
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!