বাংলা ব্যাকরণ-৭২

প্রশ্নঃ যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে-
ক. লব্দপ্রতিষ্ঠ
খ. জাতিস্মর
গ. ভজঙ্গম
ঘ. প্রত্যুৎপন্নমতি
উত্তরঃ খ

প্রশ্নঃ যা চিরস্থায়ী নয়-
ক. অস্থায়ী
খ. ক্ষণিক
গ. ক্ষণস্থায়ী
ঘ. নশ্বর
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাঘের চামড়া-
ক. ডোরাকাটা
খ. চিত্তি
গ. কৃত্তি
ঘ. লেদার
উত্তরঃ গ

প্রশ্নঃ “যে জীবিত থেকেও মৃত”-বাক্য সংকোচন কোনটি?
ক. জীবমৃত
খ. জীবন্মৃত
গ. জীবনন্যাস
ঘ. জীবন মুক্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ একই সময়ে- এর বাক্য সংকোচন কি?
ক. সমসাময়িক
খ. যুগপৎ
গ. যুগৎপত
ঘ. বর্তমান
উত্তরঃ খ

প্রশ্নঃ দেখিবার ইচ্ছা—
ক. দিদৃক্ষা
খ. দিদিক্ষা
গ. দীক্ষা
ঘ. দৌবারিক
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি অশ্বের ডাক?
ক. বৃংহতি
খ. হ্রেষা
গ. ক্রেকার
ঘ. বুক্কন
উত্তরঃ খ

প্রশ্নঃ যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, তাকে এক কথায় কি বলে?
ক. পরগাছা
খ. আগাছা
গ. বর্ণচোরা
ঘ. বনস্পতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে গাছ কোন কাজে লাগে না- এক কথায় কি হবে?
ক. পরগাছা
খ. সতীর্থ
গ. আগাছা
ঘ. দুর্বা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কূজন’ শব্দের অর্থ কি?
ক. খারাপ লোক
খ. ছোট লোক
গ. পাখির ডাক
ঘ. ইতর বিশেষ
উত্তরঃ গ

প্রশ্নঃ একবার ফল দিয়ে যে গাছ মারা যায়-
ক. ঔষধি
খ. ওষধি
গ. ওষধী
ঘ. ঔষধী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘যা বলা উচিত নয়’- কোন শব্দে বিধৃত?
ক. কুকথ্য
খ. অকথ্য
গ. অসত্য
ঘ. অযোগ্য
উত্তরঃ খ

প্রশ্নঃ যে নারী পূর্বে অপরের ‘বাগদত্তা’ ছিল-
ক. অন্যপূর্বা
খ. প্রোষিতভর্তৃকা
গ. অভিসারিণী
ঘ. মনসিজ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘যার কোন উপায় নেই’- এক কথায় কি হয়?
ক. অন্যোপায়
খ. অনুপায়
গ. নিরূপায়
ঘ. অনন্যোপায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পানের অযোগ্য- এক কথায়
ক. দুষ্পাচ্য
খ. অপেয়
গ. পানীয়
ঘ. সুপাচ্য
উত্তরঃ খ

প্রশ্নঃ যিনি স্মৃতিশাস্ত্র জানেন-
ক. স্বয়ুক
খ. উপ্ত
গ. স্মার্ত
ঘ. নৈয়ায়িক
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রতিকার করিবার ইচ্ছা–
ক. প্রতিচিকীর্ষু
খ. প্রতিচিকীর্ষা
গ. অপচিকীর্ষা
ঘ. প্রতিহিংসা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘শত্রুকে হনন করে যে’-
ক. শত্রুহনক
খ. বীর
গ. শত্রুঘ্ন
ঘ. শত্রুতা
উত্তরঃ গ

প্রশ্নঃ বীণার ঝঙ্কার-
ক. শন্শন্
খ. শোঁ শোঁ
গ. মরমর
ঘ. নিক্কন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে ভূমিতে ফসল জন্মায় না-
ক. পতিত
খ. অনুর্বর
গ. ঊষর
ঘ. বন্ধ্যা
উত্তরঃ গ

প্রশ্নঃ মনে যাহার জন্ম–
ক. মৃন্ময়
খ. মনসিজ
গ. মসলিজ
ঘ. মনাহুত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘স্থায়ী ঠিকানা নেই যার’ এক কথায় প্রকাশ কোনটি শুদ্ধ?
ক. বস্তিবাসী
খ. টোকাই
গ. ঠিকানাবিহীন
ঘ. উদ্বাস্তু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘যে সকল অত্যাচারই সয়ে যায়’- এক কথায় কী হবে?
ক. সর্বংসহা
খ. সর্বসহ্যকারী
গ. সহ্যকারী
ঘ. অত্যাচারী
উত্তরঃ ক

প্রশ্নঃ যা দমন করা যায় না– এক কথায় হবে
ক. দুর্দমনীয়
খ. দুর্দন
গ. অদম্য
ঘ. অসম্ভব
উত্তরঃ গ

প্রশ্নঃ উপকারীর উপকার স্বীকার করে যে তাকে এক কথায় কি বলে?
ক. অকৃতজ্ঞ
খ. কৃতজ্ঞ
গ. কৃতঘ্ন
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ সঠিক বাক্য সংকোচন ‘বাচাল’ এর পুরো বাক্য কোনটি?
ক. যেখানে বেশি বলা হয়েছে
খ. যে বেশি কথা বলে
গ. বেশি গল্প বলে
ঘ. যেখানে বেশি লোক আছেন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অন্যবার’ এর এক কথায় প্রকাশ কি?
ক. বারবার
খ. বারান্তর
গ. বারেক
ঘ. অনুবার
উত্তরঃ খ

প্রশ্নঃ হরিণের চামড়া-
ক. কৃত্তি
খ. অজিন
গ. অর্জিত
ঘ. অধীত
উত্তরঃ খ

প্রশ্নঃ সয়ং যে হইয়াছে–
ক. স্বীয়
খ. স্বয়ম্ভূ
গ. স্বয়ংভূ
ঘ. স্বীয়োত্ব
উত্তরঃ খ

প্রশ্নঃ অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে-
ক. অদ্যন্ত
খ. মুর্খ্য
গ. অনভিজ্ঞ
ঘ. অবিমৃষ্যকারী
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!