বাংলা ব্যাকরণ-৭৪

বাগধারা ও প্রবাদ:

প্রশ্নঃ ‘তেলও কম ভাজাও মুচমচে’ বাগধারার বিশিষ্ট অর্থ-
ক. অভাবে সান্ত্বনা
খ. অল্প উপকরণে ভাল ব্যবস্থা
গ. অল্পে সন্তুষ্ট
ঘ. তেলে ভাজা
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোনটি বাগধারা বোঝায়?
ক. চৈত্র সংক্রান্তি
খ. পৌষ সংক্রান্তি
গ. শিরে সংক্রান্তি
ঘ. শিব-সংক্রান্তি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘গোয়ার গোবিন্দ’ অর্থ কি?
ক. নিত্তান্ত অলস
খ. চাটুকার
গ. নির্বোধ
ঘ. নির্বোধ অথবা হটকারী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘দস্ত-ব-দস্ত’ কথার অর্থ কি?
ক. বন্ধু বনাম বন্ধু
খ. হাতে-হাতে
গ. খেতে-খেতে
ঘ. আস্তে-আস্তে
উত্তরঃ খ

প্রশ্নঃ “কল্কে পাওয়া” বাগধারার অর্থ কোনটি?
ক. পাত্তা পাওয়া
খ. নেশায় পাওয়া
গ. কিনারা পাওয়া
ঘ. কল্কির স্বভাব পাওয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পটল তোলা’ এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক. পটল গাছ হতে পটল তোলা
খ. পটল খাওয়া
গ. পরীক্ষায় ফেল করা
ঘ. মারা যাওয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ-
ক. সাহায্যকারী
খ. তোষামুদে
গ. বাদক
ঘ. স্বাস্থ্যহীন লোক
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি ভিন্নার্থক?
ক. আকাশ পাতাল
খ. আদায় কাঁচকলায়
গ. অহিনকুল
ঘ. দা-কুমড়া
উত্তরঃ ক

প্রশ্নঃ অন্ধকার দেখা—
ক. দুর্লোভ বস্তু
খ. হতবুদ্ধি
গ. দৃষ্টি শক্তিহীন
ঘ. স্বার্থে আঘাত লাগা
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি ‘পরিপাটি’ অর্থব্যাপক?
ক. কেতা দুরস্ত
খ. গড্ডলিকা প্রবাহ
গ. গদাই লস্করী চাল
ঘ. গোবর গনেশ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘হায়রে আমড়া কেবলে আঁটি আর চামড়া’ প্রবাদটির অর্থ কি?
ক. অন্তসারশূন্য অবস্থা
খ. সামান্য ব্যাপারে বৃহৎ আয়োজন
গ. বরের ঘরের মাসী, কনের ঘরের পিসী
ঘ. বাইরে ফিটফাট ভেতরে সদর ঘাট
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বিড়াল তপস্বী’ কথাটির অর্থ কি?
ক. দেখতে সাধু হলেও ভণ্ড
খ. অপদার্থ
গ. অজানা থাকা
ঘ. কাল্পনিক কাহিনী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ-
ক. কপট ব্যাক্তি
খ. ঘনিষ্ট সম্পর্ক
গ. হতভাগ্য
ঘ. মোসাহেব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কাকনিদ্রা’ শব্দটির অর্থ কি?
ক. কাকের নিদ্রার ন্যায়
খ. অগভীর সতর্ক নিদ্রা
গ. অনিষ্ট চিন্তা
ঘ. কপট নিদ্রা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অল্প বিদ্যা ভয়ঙ্কর’- কোন শ্রেণীর অন্তর্গত?
ক. বাগধারা
খ. প্রবাদ
গ. বিশিষ্টার্থক শব্দ
ঘ. বাগবিচিত্রা
উত্তরঃ খ

প্রশ্নঃ অমিতব্যয়ী অর্থে কোন বাগধারাটি সঠিক
ক. ইতর বিশেষ
খ. ইচড়ে পাকা
গ. আক্কেল গুড়ুম
ঘ. উড়নচণ্ডী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘গোবর গণেশ’ দিয়ে কি বুঝানো হয়েছে?
ক. চাটুকার
খ. মূর্খ
গ. নির্বোধ
ঘ. অপদার্থ
উত্তরঃ খ

প্রশ্নঃ নিম্নের বাক্যসমূহরে মধ্যে কোনটি বিশিষ্টার্থক বাক্যযুক্ত নির্দেশ করুন-
ক. বুড়ীর নাতিটা ছিল অন্ধের ষষ্ঠি, সেও মারা গেল
খ. বাংলাদেশীরা আলস বলে পরিচিত
গ. সমুদ্রে লোনাপানির ঢেউ উঠেছে
ঘ. ঘাড়ে কিলিয়েও ওকে দিয়ে কাজ করাতে পারবে না
উত্তরঃ ক

প্রশ্নঃ শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কী?
ক. সুসময়ের বন্ধু
খ. সুসময়ের বন্ধু
গ. শরতের শোভা
ঘ. শরতের শিউলি ফুল
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ভাবনা চিন্তাহীন’ কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে?
ক. সুখের পায়রা
খ. খোদার খাসি
গ. যক্ষের ধন
ঘ. বসন্তের কোকিল
উত্তরঃ খ

প্রশ্নঃ “দু কান কাটা” বাগধারাটির অর্থ-
ক. বেহায়া
খ. দাগী আসামী
গ. নিরিহ ব্যাক্তি
ঘ. অসুস্থ ব্যাক্তি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নিচের কোন বাগধারাটি চুরি করা’ অর্থে ব্যবহৃত হয়?
ক. চোখের বালি
খ. চক্ষুদান করা
গ. চোখের পর্দা
ঘ. তাল কানা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অশীতিপর’ শব্দের অর্থ কি?
ক. শীত সহ্য করতে অক্ষম ব্যক্তি
খ. আশি বছরের বেশি বয়সের ব্যক্তি
গ. শীতে কাতর নয় এমন ব্যক্তি
ঘ. প্রাচীন ধ্যান ধারণায় বিশ্বাসী ব্যক্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি ‘সোনায় সোহাগার’র সমার্থক
ক. চাঁদের হাট
খ. মণিকাঞ্চন যোগ
গ. একাদশে বৃহস্পতি
ঘ. এলাহি কাণ্ড
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘চোখের বালি’ অর্থ কি?
ক. চোখের অসুখ
খ. চোখের যত্ন
গ. শত্রু
ঘ. কৃতঘ্ন
উত্তরঃ গ

প্রশ্নঃ বাগধারা ভাষা বিশেষের কি?
ক. অংশ
খ. ঐতিহ্য
গ. বিশেষ অংশ
ঘ. সংযুক্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ভূষণ্ডির কাক’ অর্থ কি?
ক. ষড়যন্ত্রকারী
খ. বাক সর্বস্ত
গ. দীর্ঘ প্রত্যক্ষমাণ
ঘ. দীর্ঘায়ু ব্যক্তি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘যদি হয় সুজন, তেঁতুল পাতায় ন্ জন’- প্রবচনটির অর্থ কি?
ক. সৃজনেরা তেঁতুল পছন্দ করে
খ. আসলে মোঘল নেই, ঢেকি করে চাদোয়া
গ. মিলে মিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়
ঘ. সজনে ডাটায় নুন জোটেনা, মশুর ডালে ঘি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অন্ধের যষ্ঠি’ কথাটির অর্থ কি?
ক. একমাত্র সহায় সম্বল
খ. বিপদে পড়া
গ. কানা লোকের বুদ্ধি
ঘ. অন্ধ ব্যক্তির লাঠি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ভিক্ষার চাল কাঁড়া আর আঁকাড়া’-এর মানে হল-
ক. মূল্যবান দ্রব্য ফলান উচিত নয়
খ. ভিক্ষুকের চাল কাঁড়া থাকে না
গ. বিনা পয়সার পাওয়া জিনিসের গুণাগুণ বিচার করা যায় না
ঘ. যাতে প্রচুর ফল লাভ হয়
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!