প্রশ্নঃ কোনটি একবচন বুঝাচ্ছে ?
ক. লাঠিগুলো
খ. লাঠিমারা
গ. লাঠিগাছ
ঘ. লাঠিগুচ্ছ
উত্তরঃ গ
প্রশ্নঃ সংস্কৃত ব্যাকরণে বচন কয় প্রকার ?
ক. দুই প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সাহেব’ শব্দের বহু বচন কোনটি?
ক. সাহেবান
খ. সাহেবকুল
গ. সাহেবমণ্ডলী
ঘ. সাহেবগণ
উত্তরঃ ক
প্রশ্নঃ অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয় –
ক. কুল, সকল, সব, সমূহ
খ. আবলী, গুচ্ছ, দাম, নিকর
গ. পুঞ্জ, মনো, বাজি, রাশি
ঘ. গণ, বৃন্দ,মন্ডলী
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বহুবচনবাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় ?
ক. কুল
খ. দাম
গ. গুচ্ছ
ঘ. বৃন্দ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় ?
ক. মণ্ডলী
খ. পাল
গ. সব
ঘ. কুল
উত্তরঃ ক
প্রশ্নঃ কুল, নিচয়, নিকর, সব, সমুহ কোন বহুবচনবোধক শব্দে যুক্ত হয় ?
ক. প্রাণিবাচক শব্দে
খ. অপ্রাণিবাচক শব্দে
গ. উন্নত প্রাণিবাচক শব্দে
ঘ. প্রাণী ও প্রাণিবাচক শব্দে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সাহেব শব্দের বহুবচন কোনটি ?
ক. সাহেবান
খ. সাহেবকুল
গ. সাহেবমণ্ডলী
ঘ. সাহেবসমূহ
উত্তরঃ ক
প্রশ্নঃ মেয়েটির মাথায় এক গাছি চুল নেই – এখানে ‘গাছি’ কি অর্থে প্রকাশ করছে ?
ক. পরিমান
খ. সংখ্যা
গ. সরু
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোনটিতে বহুবচন শব্দের সঠিক প্রয়োগ হয়েছে?
ক. জনগণ
খ. ফুলনিকর
গ. ছেলেনিচয়
ঘ. গুরুরাজি
উত্তরঃ ক
প্রশ্নঃ গুলা, গুলি সমষ্টিবাচক শব্দ কোন শব্দ থেকে জাত?
ক. কুল
খ. আবলী
গ. সমূহ
ঘ. রাজি
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন দুটি পদের বচনভেদ হয়?
ক. বিশেষ্য ও সর্বনাম
খ. বিশেষ্য ও বিশেষণ
গ. সর্বনাম ও অব্যয়
ঘ. ক্রিয়া ও অব্যয়
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি একবচনের উদাহরণ?
ক. বনে বাঘ থাকে
খ. শিক্ষক ছাত্র পড়াচ্ছেন
গ. লোকে বলে
ঘ. মানুষ মরণশীল
উত্তরঃ খ
প্রশ্নঃ বচন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
ক. ধ্বনিতত্ত্বে
খ. রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. অর্থতত্ত্বে
উত্তরঃ খ
প্রশ্নঃ বচক নির্দেশক বর্ণ বা শব্দ শব্দের কোথায় বসে ?
ক. শব্দের শুরুতে
খ. শব্দের শেষে
গ. শব্দের মাঝে
ঘ. শব্দের পূর্বে
উত্তরঃ খ
প্রশ্নঃ রা, এরা প্রভৃতি বহুবচন নির্দেশক কোন কারকে যুক্ত হয় ?
ক. সম্প্রদান কারকে
খ. কর্মকারকে
গ. কর্তৃকারকে
ঘ. অধিকরণ কারকে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘সব’এর সঠিক প্রযোগ হবে কোন শব্দের সাথে?
ক. ভাই
খ. ব্যাঙ
গ. তারকা
ঘ. পিতা
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রাণিবাচক ও অপ্রাণিবাচক উভয় শব্দে কি ব্যবহৃত হয় ?
ক. গণ, বৃন্দ, মন্ডলী, বর্গ
খ. নিচয়, রাশি, বৃন্দ, কুল
গ. কুল, সকল, সব, সমূহ
ঘ. সব, বর্গ, বৃন্দ, মন্ডলী
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সব মানুষেরাই মরণশীল’-এখানে কিভাবে বহুবচন হয়েছে?
ক. ভুল প্রয়োগে
খ. একবচনে
গ. বহুবচনের নিয়মে
ঘ. কোনটাই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রাণিবাচক ও অপ্রাণিবাচক উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনটি ?
ক. গণ
খ. রা
গ. কুল
ঘ. বৃন্দ
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি প্রাণী এবং অপ্রাণিবাচক উভয় শব্দেই ব্যবহৃত হয় ?
ক. গুলি
খ. নিচয়
গ. মাল
ঘ. রাজি
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি বহুবচনবোধক শব্দ ?
ক. পুলিশ (চোর) ধরেছে
খ. (মানুষ) মরণশীল
গ. ডাক্তার ডাক
ঘ. পাখি উড়েছে
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি রীতিবিরুদ্ধ প্রয়োগ?
ক. মাতৃ সকল
খ. ভাল সকল
গ. মানুষ সকল
ঘ. লোক সকল
উত্তরঃ ক
প্রশ্নঃ কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে কি ব্যবহৃত হয় ?
ক. গণ, বৃন্দ, রা, গুলো
খ. নিচয়, বৃন্দ, রাশি, গণ
গ. দাম, কুল, নিচয়
ঘ. গণ, বৃন্দ,মন্ডলী, বর্গ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোবল উন্নত প্রাণিবাচক শব্দের সঙ্গে কোন বিভক্তির ব্যবহার ?
ক. রা
খ. ইতি
গ. এর
ঘ. য়
উত্তরঃ ক
প্রশ্নঃ নির্দিষ্টতা বুঝাতে সংখ্যাবাচক শব্দের সাথে কোনটি যুক্ত হয়?
ক. এক
খ. দুই
গ. টি
ঘ. টাকা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ঢের খরচ’ -এখানে ‘ঢের’ কোন বচনে ব্যবহৃত হয়েছে?
ক. একবচনে
খ. বহুবচনে
গ. উভয় বচনে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি ক্রমবাচক সংখ্যা?
ক. পাঁচই
খ. সপ্তম
গ. এগারো
ঘ. একুশে
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সিংহ বনে থাকে’। এখানে ‘সিংহ’ কোন বচনে ব্যবহৃত?
ক. বহুবচনে
খ. একবচনে
গ. দ্বিবচনে
ঘ. ত্রিবচনে
উত্তরঃ ক
প্রশ্নঃ রচনা শব্দটির সঠিক বহুবচন কোনটি?
ক. রচনাবৃন্দ
খ. রচনা রাজি
গ. রচনাবলি
ঘ. রচনা সকল
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)