প্রশ্নঃ বাংলায় নাসিক্য ধ্বনি ক’টি?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোনগুলো নাসিক্য ধ্বনি অন্তর্ভুক্ত ?
ক. ণ, ন, ম
খ. ছ, ঝ, ধ
গ. জ, ঝ, চ
ঘ. শ, স, ষ
উত্তরঃ ক
প্রশ্নঃ চ-বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?
ক. ঙ
খ. ঞ
গ. ন
ঘ. ণ
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি যুক্তবর্ণ নয়, চিহ্নিত কর।
ক. কৃ
খ. স্ট
গ. ক্ত
ঘ. এ
উত্তরঃ ক
প্রশ্নঃ বর্ণ হচ্ছে-
ক. শব্দের ক্ষুদ্রতম অংশ
খ. একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
গ. ধ্বনি নির্দেশক প্রতীক
ঘ. ধ্বনির শ্র“তিগ্রাহ্য রূপ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা ভাষায় ঞ-হরফটির উচ্চারণরণ কত প্রকারের হয়?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা ভাষায় হ্রস্ব স্বররর্ণের সংখ্যা কয়টি ?
ক. ২ টি
খ. ১ টি
গ. ৬ টি
ঘ. ৪ টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর আছে?
ক. ৭টি
খ. ৯টি
গ. ৬টি
ঘ. ৫টি
উত্তরঃ ক
প্রশ্নঃ যৌগিক স্বরধ্বনি কয়টি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ ক
প্রশ্নঃ ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
ক. বর্ণ
খ. শব্দ
গ. অক্ষর
ঘ. ধ্বনি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন উদাহরণটি অ > ও এর ?
ক. অমল
খ. মন
গ. অনেক
ঘ. অমর
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি?
ক. এগারটি
খ. নয়টি
গ. দশটি
ঘ. আটটি
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় যৌগিক স্বজ্ঞাপক দুটো বর্ণ কি কি?
ক. ই এবং উ
খ. অ এবং এ
গ. ঐ এবং ঔ
ঘ. আ এবং ও
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?
ক. ভ
খ. ঠ
গ. ফ
ঘ. চ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোন বর্ণগুলো অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ?
ক. খ, ছ, ঝ
খ. ঠ থ ফ
গ. ঢ ধ ঙ
ঘ. গ, চ জ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘খন্ডত’ (ৎ) প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের খন্ড রূপ?
ক. ‘খ’ বর্ণের
খ. ‘ত’ বর্ণের
গ. ‘দ’ বর্ণের
ঘ. ‘ধ’ বর্ণের
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি সঠিক ?
ক. বর্গীয় ব এবং অন্তঃস্থ ব বর্তমানে ও বাংলায় আছে
খ. বর্গীয় ব এবং অন্তঃস্থ ব -এর আকৃতিতে পার্থক্য বিদ্যমান
গ. সংস্কৃতে এ দুটি পার্থক্য ছিল
ঘ. বর্তমানে এ দুটি বর্ণমালা থেকে বাদ দেওয়া হয়েছে
উত্তরঃ গ
প্রশ্নঃ যথাক্রমে ষ্ণ এবং হ্ন-এর বিশিষ্ট রূপ দেখান।
ক. ষ
ঞ, হ
ণ
খ. ষ
ন,হ
ণ
গ. ষ
ণ,হ
ন
ঘ. ষ
ন,হ
ন
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন শব্দে অন্তঃস্থ ব -এর উচ্চারণ রক্ষিত হয়েছে ?
ক. নেয়া
খ. হওয়া
গ. খেয়া
ঘ. গেয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি?
ক. ৪৭টি
খ. ৪৮টি
গ. ৪৯টি
ঘ. ৫০টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ক্ষ’ বর্ণটির বিশ্লেষণ হল-
ক. খ
ম
খ. ক
ষ
গ. খ
খ
ঘ. হ
ম
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন পাঁচটি বর্ণ উচ্চারণকালে জিহ্বার অগ্রভাগ উল্টে গিয়ে মূর্ধাকে স্পর্শ করে?
ক. ত থ দ ধ ন
খ. চ ছ জ ঝ ঞ
গ. ট ঠ ড ঢ ণ
ঘ. ক খ গ ঘ ঙ
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোন বর্ণগুলো মহাপ্রাণ ধ্বনির উদাহরণ?
ক. খ ঘ ছ
খ. ণ ন ম
গ. ড দ ব
ঘ. ট ত প
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অ এবং আ’ -এর উচ্চারণ স্থান কোনটি?
ক. তালু
খ. ওষ্ঠ
গ. মূর্ধা
ঘ. কণ্ঠ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
ক. শব্দ
খ. ধ্বনি
গ. বর্ণ
ঘ. চিহ্ন
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘হ্ন’ যুক্তবর্ণটি বাঙলে কোন দুট বর্ণ পাওয়া যায়?
ক. হ্
ম
খ. হ্
ন
গ. হ্
ষ
ঘ. হ্
ণ
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলায় কয়টা মৌলিক স্বরধ্বনি আছে?
ক. ছয়টা
খ. সাতটা
গ. নয়টা
ঘ. দশটা
উত্তরঃ খ
প্রশ্নঃ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?
ক. ফলা
খ. ধ্বনি
গ. কার
ঘ. স্বর
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)