বাংলা ব্যাকরণ-৩৪

প্রশ্নঃ পাশাপাশি দু’টো স্বরধ্বনি একাক্ষর হিসেবেউচ্চারণরিত হলে তাকে কী বলে?
ক. মৌলিক স্বরধ্বনি
খ. যৌগিক স্বরধ্বনি
গ. মূলধ্বনি
ঘ. সমধ্বনি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি?
ক. ৩৫টি
খ. ৩৭টি
গ. ৩৯টি
ঘ. ৪১টি
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘ড়’ এবং ‘ঢ়’ ধ্বনিগুলোকে বলে-
ক. তাড়নজাত
খ. কম্পন জাত
গ. নাসিক্য
ঘ. উষ্ম
উত্তরঃ ক

প্রশ্নঃ বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে?
ক. ক-বর্গের
খ. ট-বর্গের
গ. ত-বর্গের
ঘ. প-বর্গের
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শব্দের মধ্যে কোনো কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনিতে পরিণত হওয়াকে বলে–
ক. স্বরবিকৃতি
খ. ব্যঞ্জনবিকৃতি
গ. স্বরসঙ্গতি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ পূর্ব স্বরের সঙ্গে মিল রেখে স্বরসঙ্গতির কারণে অ হয়। উদাহরণ কোনটি ?
ক. মৌণ
খ. কলম
গ. জনিত
ঘ. মিত
উত্তরঃ খ

প্রশ্নঃ একই সংগে উচ্চারিত দুইটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?
ক. স্বর-সঙ্গতি
খ. যৌগিক স্বর
গ. অভিশ্রতি
ঘ. মধ্যস্বর
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক কয়টি বর্ণ রয়েছে ?
ক. তিনটি
খ. দুটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ খ

প্রশ্নঃ সংস্কৃতে শ, ষ, স -এর –
ক. পৃথক উচ্চারণ ছিল না
খ. স্বতন্ত্র উচ্চারণ ছিল
গ. উচ্চারণ ছিল না
ঘ. উচ্চারণ এক ও অভিন্ন ছিল
উত্তরঃ খ

প্রশ্নঃ আরবি, ফারসি শব্দে ও এর উচ্চারন কেমন হয় ?
ক. দীর্ঘ
খ. হ্রস্ব
গ. বিবৃত
ঘ. সংবৃত
উত্তরঃ ক

প্রশ্নঃ আধুনিক বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি ?
ক. ২০ টি
খ. ২৫ টি
গ. ৩০ টি
ঘ. ১১ টি
উত্তরঃ খ

প্রশ্নঃ উচ্চারণরণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে আ-কে কি ধ্বনি বলে?
ক. স্বরধ্বনি
খ. বিবৃত স্বরধনি
গ. সম্মুখ স্বরধ্বনি
ঘ. পশ্চাৎ স্বরধ্বনি
উত্তরঃ খ

প্রশ্নঃ স্বরবর্ণে অর্ধমাত্রার বর্ণ কয়টি?
ক. ২ টি
খ. ৫ টি
গ. ৩ টি
ঘ. ১ টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রতিটি বর্গের ধ্বনিকে কয় ভাগে বিভক্ত করা যায় ?
ক. দু ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন বর্ণগুলো কখনো শব্দের প্রথমে আসে না ?
ক. ঙ, ং, ঞ, ণ
খ. ন, ঝ, ধ, ঙ
গ. থ, ন, ধ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনগুলো জিহ্বামূলীয় ধ্বনি?
ক. ট ঠ ড ঢ ণ
খ. ত থ দ ধ ন
গ. ক খ গ ঘ ঙ
ঘ. চ,ছ,জ,ঝ,ঞ
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন ধ্বনিকে পার্শ্বিক ধ্বনি বলা হয়?
ক. ব
খ. র
গ. ল
ঘ. য
উত্তরঃ গ

প্রশ্নঃ উচ্চারণরণ স্থানের দিক দিয়ে স্পর্শ্বধ্বনিকে কয়টি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয়?
ক. ৬টি
খ. ৮টি
গ. ৫টি
ঘ. ৩টি
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন ধ্বনিটি ঘোষ?
ক. চ
খ. খ
গ. প
ঘ. দ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আধুনিক বাংলা যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
ক. ২০টি
খ. ২৫টি
গ. ৩০টি
ঘ. ১১টি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলায় ক’টা স্বরধনি আছে?
ক. ছটা
খ. সাতটা
গ. নটা
ঘ. এগারটি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা একাক্ষর শব্দে ও -এর উচ্চারণ কেমন হয় ?
ক. হ্রস্ব
খ. হ্রস্ব দীর্ঘ
গ. দীর্ঘ
ঘ. হ্রস্ব ও দীর্ঘ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা ব্যবহৃত হয় কয়টি বর্ণে?
ক. ৩০টি
খ. ৩১টি
গ. ২৯টি
ঘ. ৩২টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঘোষ ধ্বনি নয়-
ক. গ
খ. ঘ
গ. ঝ
ঘ. শ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা ভাষায় কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয় ?
ক. য ও য়
খ. য ও ব
গ. য় ও হ
ঘ. য ও ঝ
উত্তরঃ খ

প্রশ্নঃ শব্দে ‘অ’ ধ্বনির কোন কোন দুরকম উচ্চারণ পাওয়া যায় ?
ক. নিম্ন ও মধ্যে উচ্চারণ
খ. উচ্চ ও নিম্ন উচ্চারণ
গ. বিবৃত ও সংবৃত উচ্চারণ
ঘ. ওষ্ঠ্যাধর প্রসূত ও ওষ্ঠ্যাধর বিবৃত উচ্চারন
উত্তরঃ গ

প্রশ্নঃ ঞ্জ – কে ভাঙলে কোনটি হবে ?
ক. জ

খ. চ

গ. ঞ

ঘ. ঞ

উত্তরঃ ঘ

প্রশ্নঃ সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি?
ক. হ্ন=হ্‌

খ. হ্ন=হ্‌

গ. ঞ্জ=জ্‌

ঘ. জ্ঞ=জ্‌

উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!