বাংলা ব্যাকরণ-৩২

প্রশ্নঃ কোন দুটি স্বররের মিলিত ধ্বনিতে ‘ঐ’ সৃষ্টি হয়?
ক. ও

খ. এ

গ. ক

ঘ. অ

উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ক্ষ’ যুক্ত বর্ণটি ভাঙলে কোন বর্ণ পাওয়া যায় ?
ক. ক

খ. ক

গ. ক

ঘ. ক

উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোনগুলি ওষ্ঠ্যধ্বনি?
ক. চ ছ জ ঝ
খ. ত থ দ ধ
গ. প ফ ব ভ
ঘ. য র ল ব
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৮টি
খ. ৬টি
গ. ৭টি
ঘ. ১১টি
উত্তরঃ গ

প্রশ্নঃ জ্ঞ-যুক্তবর্ণটি কোন কোন বর্ণের মিলনে গটিত হয়?
ক. গ

খ. ঞ

গ. ঞ

ঘ. জ

উত্তরঃ ঘ

প্রশ্নঃ উষ্মবর্ণের উচ্চারণ স্থান কোনটি ?
ক. দন্তমূল
খ. অগ্রতালু
গ. পশ্চাৎ দন্তমূল
ঘ. পশ্চাৎ তালু
উত্তরঃ গ

প্রশ্নঃ ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রার বর্ণ কয়টি?
ক. ২২ টি
খ. ২৪ টি
গ. ২৬ টি
ঘ. ২৮ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘খ’ সংযুক্ত বর্ণটিতে কোন কোন বর্ণ রযেছে?
ক. ল

খ. ল

গ. ত

ঘ. থ

উত্তরঃ গ

প্রশ্নঃ মুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষর এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
ক. মাত্রাবৃত্ত
খ. অক্ষরবৃত্ত
গ. মুক্তক
ঘ. স্বরবৃত্ত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঞ্চ – কে ভাঙলে কোনটি হয় ?
ক. ঞ

খ. ছ

গ. চ

ঘ. ঞ

উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ষ্ণ’ যুক্ত বর্ণটি ভাঙলে কোন দুটি বর্ণ পাওয়া যায়?
ক. ‏ষ্

খ. ষ্

গ. ষ্

ঘ. ষ্

উত্তরঃ গ

প্রশ্নঃ দুটি মৌলিক স্বরবর্ণ যোগে যে অক্ষর সৃষ্টি হয় তাকে কি বলে?
ক. মৌলিক স্বর
খ. যৌগিক স্বর
গ. একাক্ষর স্বর
ঘ. অনাবৃত স্বর
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটির ক্ষেত্রে সংবৃত ও বিবৃত উভয় উচ্চারণই হবে ?
ক. ঔ
খ. ই
গ. ঐ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনগুলো নাসিক্য ধ্বনির অন্তর্ভূক্ত?
ক. ণ ন ম
খ. ছ ঝ ধ
গ. জ ঝ চ
ঘ. শ স ষ
উত্তরঃ ক

প্রশ্নঃ মুহাম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?
ক. বাংলা ধ্বনিবিজ্ঞান
খ. আধুনিক বাংলা ধ্বনিবিজ্ঞান
গ. ধ্বনি বিজ্ঞানের কথা
ঘ. ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যৌগিক স্বরধ্বনিকে বলা হয়–
ক. দ্বিস্বর
খ. সন্ধিস্বর
গ. যৌগিকস্বর
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হ্ম’ এর বিশষ্ট রূপ-
ক. ক

খ. ক


গ. ক


ঘ. হ

উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?
ক. তৃতীয় বর্ণ
খ. দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
গ. প্রথম ও দ্বিতীয় বর্ণ
ঘ. দ্বিতীয় ও তৃতীয় বর্ণ
উত্তরঃ খ

প্রশ্নঃ উচ্চারণস্থান অনুযায়ী কোন ব্যঞ্জন ধ্বনির বর্ণসমূহ তালব্য বর্ণ?
ক. প ফ ব ভ ম
খ. ক খ গ ঘ ঙ
গ. চ ছ জ ঝ ঞ
ঘ. ট ঠ ড ঢ ণ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনগুলো দন্ত্য ধ্বনি?
ক. ত,থ,দ,ধ,ন
খ. প,ফ,ব,ভ,ম
গ. ক,খ,গ,ঘ,ঙ
ঘ. চ,ছ,জ,ঝ,ঞ
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন দুটি বর্ণের সমষ্টি ‘হ্ম’ যুক্ত বর্ণটি ?
ক. হ

খ. হ

গ. ক

ঘ. হ

উত্তরঃ খ

প্রশ্নঃ কোন স্বরবর্ণের কোন সংক্ষিপ্ত রূপ নেই ?
ক. আ
খ. ই
গ. অ
ঘ. উ
উত্তরঃ গ

প্রশ্নঃ জ্ঞ – কে ভাঙলে কোনটি হবে ?
ক. জ

খ. ঞ

গ. চ

ঘ. চ

উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বিশ্ব’ শব্দটিতে কয়টি বদ্ধাক্ষর রয়েছে ?
ক. একটি
খ. দুটি
গ. তিনটি
ঘ. একটিও নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ট বর্গীয় ধ্বনির অপর নাম কি?
ক. দন্ত্য ধ্বনি
খ. ওষ্ঠ্য ধ্বনি
গ. তালব্য স্পর্শ ধ্বনি
ঘ. মূর্ধন্য ধ্বনি
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!