প্রশ্নঃ পরাশ্রয়ী ধ্বনি হল-
ক. ং, ঃ
খ. ৎ, ঁ
গ. অ
ঘ. য়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘এ’ ধ্বনি বিকৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায় ?
ক. শেষে
খ. মধ্যে
গ. আদিতে
ঘ. আদি – অন্তে
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি ঘোষ বর্ণ?
ক. চ
খ. ছ
গ. জ
ঘ. প
উত্তরঃ গ
প্রশ্নঃ হ্ম – কে ভাঙলে কোনটি হবে ?
ক. হ
ষ
খ. ষ
হ
গ. ম
হ
ঘ. হ
ম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি ঘোষ-মহাপ্রাণ ধ্বনি?
ক. খ
খ. চ
গ. ঘ
ঘ. গ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘হ্ম’ যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
ক. ক্
ষ
খ. ষ্
ম
গ. হ্
ম
ঘ. ম্
হ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা উচ্চারণের নিয়ম ও রীতির আলোচনায় কোন পন্ডিতের নাম বিশেষভাবে স্বরণীয় ?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. কাজী নজরুল ইসলাম
গ. ড.মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ অন্তঃস্থ বর্ণ ব -এর উচারণ ইংরেজি কোন বর্ণের মতো ?
ক. W
খ. Y
গ. Z
ঘ. X
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন দুটি মূল স্বরধ্বনি নয়?
ক. ঐ, অ
খ. আ, ঔ
গ. ই, ঔ
ঘ. ঐ,ঔ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ অর্থবোধক ধ্বনিকে বলা হয়-
ক. বাক্য
খ. উপসর্গ
গ. শব্দ
ঘ. প্রত্যয়
উত্তরঃ গ
প্রশ্নঃ সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় ‘ঋ’ কোন বর্ণের মধ্যে রক্ষিত ?
ক. ব্যঞ্জনবর্ণের
খ. বিবৃতবর্ণের
গ. শীর্ষবর্ণের
ঘ. স্বরবর্ণের
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
ক. ৪ টি
খ. ৫ টি
গ. ৭ টি
ঘ. ৬ টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ই-ধ্বনির পরের অ বিবৃত হওয়ার উদাহরণ কোনটি ?
ক. তৃণ
খ. দৈব
গ. গঠিত
ঘ. কলম
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘রক্ষা’ শব্দের সংযুক্ত বর্ণ কোন্ কোন্ বর্ণ নিয়ে গঠিত?
ক. ষ
ঞ
খ. ষ
ন
গ. য
ক
ঘ. ক
ষ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ঔ’ কোন স্বরধ্বনির প্রতীক?
ক. ওষ্ঠ্য স্বরধ্বনি
খ. মৌলিক স্বরধ্বনি
গ. যৌগিক স্বরধ্বনি
ঘ. মিলিত স্বরধ্বনি
উত্তরঃ গ
প্রশ্নঃ অন্তঃস্থ বর্ণ কোন দুটো?
ক. শ এবং হ
খ. ন এবং ম
গ. য এবং র
ঘ. ষ এবং স
উত্তরঃ গ
প্রশ্নঃ স্বরবর্ণগুলোকে উচ্চারণের কাল ও প্রয়াস অনুযায়ী কয় শ্রেণীতে ভাগ করা হয় ?
ক. ২ শ্রেণী
খ. ৪ শ্রেণী
গ. ৫ শ্রেণী
ঘ. ৩ শ্রেণী
উত্তরঃ ক
প্রশ্নঃ অ -এর বিবৃত বা স্বভাবিক উচ্চারণ আছে কোন শব্দে ?
ক. অনেক, কত
খ. অনেক, মন
গ. অমল, অতুল
ঘ. অনেক, অধীর
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘রক্ষা’ শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
ক. ক
ষ
খ. ক
খ
গ. ক
স
ঘ. খ
খ
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয়?
ক. ক, চ, ট, ত
খ. খ, ছ, ঠ, থ
গ. শ, ষ, স, হ
ঘ. গ, য, ঙ, চ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় কোন দুটি ধ্বনি উচ্চারণে কোনো পার্থক্য নেই ?
ক. ঙ, ম
খ. ঙ, ং
গ. ং, ঃ
ঘ. গ, ঙ
উত্তরঃ খ
প্রশ্নঃ ধ্বনিতত্ত্ব ভেদে নিম্নের কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা?
ক. জিহ্বা
খ. হাত
গ. তালু
ঘ. ঠোঁট
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন বর্ণটিকে স্বরধ্বনি বলা চলে না?
ক. উ
খ. ঋ
গ. এ
ঘ. ঔ
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা বর্ণমালা কোন লিপির বিবর্তিত রূপ ?
ক. খরোষ্ঠী
খ. সংস্কৃত
গ. ব্রাহ্মী
ঘ. অস্ট্রলীয়
উত্তরঃ গ
প্রশ্নঃ মূল স্বরধ্বনি নয় কোন গুলো?
ক. এ, ও
খ. ঐ, ঔ
গ. উ, ঊ
ঘ. অ, আ
উত্তরঃ খ
প্রশ্নঃ যুক্ত ব্যঞ্জনধ্বনির দ্যেতনার জন্য দুটি বা তার অধিক ব্যাঞ্জনবর্ণ একত্র হয়ে কোন বর্ণ গঠিত হয় ?
ক. স্পর্শবর্ণ
খ. ব্যাঞ্জনবর্ণ
গ. সংযুক্তবর্ণ
ঘ. উষ্মবর্ণ
উত্তরঃ গ
প্রশ্নঃ একাক্ষরবিশিষ্ট শব্দ সব সময় কি হয় ?
ক. হ্রস্ব
খ. দীর্ঘ
গ. হ্রস্ব ও দীর্ঘ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ অন্তঃস্থ বর্ণ -এর উচ্চারন ইংরেজি কম র
ক. W
খ. Y
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)