প্রশ্নঃ ঘটনাটি শুনে রাখ – বাক্যের যৌগিক ক্রিয়াটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. নিরন্ততা অর্থে
খ. তাগিদ অর্থে
গ. অনুমোদন অর্থে
ঘ. আকাঙ্ক্ষা অর্থে
উত্তরঃ খ
প্রশ্নঃ কর্মপদ ক্রিয়াই –
ক. অকর্মক ক্রিয়া
খ. সকর্মক ক্রিয়া
গ. সমাপিকা ক্রিয়া
ঘ. অসমাপিকা ক্রিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন বাক্যে ক্রিয়াপদ উহ্য রয়েছে ?
ক. ইনি আমার ভাই
খ. কবির বই পড়েছে
গ. আমি লিখছি
ঘ. তিনি সাতাঁর কাটছেন
উত্তরঃ ক
প্রশ্নঃ ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে ?
ক. ক্রিয়া
খ. কর্তা
গ. কর্ম পদ
ঘ. অব্যয়
উত্তরঃ গ
প্রশ্নঃ “আমার এ দরখাস্তটা পড়ুন” বর্তমারেন ‘এ’ অনুজ্ঞা দ্বারা কি বুঝায়?
ক. অনুরোধ
খ. প্রার্থনা
গ. বিধান
ঘ. আদেশ
উত্তরঃ খ
ছন্দ প্রকরণ:
প্রশ্নঃ ধ্বনিপ্রধান ছন্দ বলা হয় কোন ছন্দকে?
ক. স্বরবৃত্ত
খ. মাত্রাবৃত্ত
গ. অক্ষরবৃত্ত
ঘ. লৌকিক
উত্তরঃ খ
প্রশ্নঃ রবীন্দ্রনাথ কোন ছন্দকে চূড়ার ছন্দ বলেছেন?
ক. স্বরবৃত্ত
খ. মাত্রাবৃত্ত
গ. অক্ষরবৃত্ত
ঘ. মুক্তক ছন্দ
উত্তরঃ ক
প্রশ্নঃ স্বরবৃত্ত ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা কত?
ক. চার
খ. পাঁচ
গ. ছয়
ঘ. সাত
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন ছন্দে যুগ্মধ্বনি সব জায়গাতেই দুই মাত্রা হবে?
ক. স্বরবৃত্ত
খ. মাত্রাবৃত্ত
গ. অক্ষরবৃত্ত
ঘ. মুক্তক ছন্দ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সনেট’ শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন?
ক. জার্মানি
খ. ইংরেজি
গ. ইটালিয়ান
ঘ. ফ্রেঞ্চ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘লৌকিক ছন্দ’ কাকে বলে?
ক. অক্ষরবৃত্তকে
খ. মাত্রাবৃত্তকে
গ. স্বরবৃত্তকে
ঘ. গদ্য ছন্দকে
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ছন্দের যাদুকর’ কে ছিলেন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. দ্বিজেন্দ্রলাল রায়
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা ছন্দ কত রকমের?
ক. এক রকমের
খ. দু রকমের
গ. তিন রকমের
ঘ. চার রকমের
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন কবি বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন?
ক. মোহিতলাল মজুমদার
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. জসীমউদ্দীন
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে দান’ -কোন ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত
খ. মাত্রাবৃত্ত
গ. অমিত্রাক্ষর
ঘ. অক্ষরবৃত্ত
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ’ কোন ছন্দ?
ক. পয়ার
খ. একপদী
গ. মুক্তক
ঘ. গৈরিশ
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন কবি বাংল কাব্য অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককরেন?/অমিত্রাকষর ছন্দের প্রবর্তক হলেন
ক. মোহিত লাল মজুমদার
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. জসীম উদ্দীন
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘পয়ার’ কোন ছন্দের অন্তর্ভুক্ত?
ক. মাত্রাবৃত্ত
খ. স্বরবৃত্ত
গ. অক্ষরবৃত্ত
ঘ. অমিত্রাক্ষর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা কবিতায় ‘ছন্দের জাদুকর’ কে?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. ঈশ্বরগুপ্ত
উত্তরঃ ক
প্রশ্নঃ “খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে” কোন ছন্দে রচিত?
ক. অক্ষরবৃত্ত
খ. মাত্রাবৃত্ত
গ. স্বরবৃত্ত
ঘ. অমিত্রাক্ষর
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা ছন্দ প্রধানত কত প্রকার?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তরঃ খ
প্রশ্নঃ হৃদয়ের মাঝে মেঘ উদয় করি। নয়নের মাঝে ঝরিল বারি। -এখানে কি ধরনের অলঙ্কার এর প্রয়োগ হয়েছে?
ক. অসঙ্গতি
খ. বিভাবনা
গ. বিষম
ঘ. বিরোধাভাস
উত্তরঃ ক
প্রশ্নঃ যৌগিক ছন্দ বলা হয় কোন ছন্দকে?
ক. অক্ষরবৃত্ত
খ. মাত্রাবৃত্ত
গ. স্বরবৃত্ত
ঘ. সনেট
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বঙ্গভাষা’ মাইকেল মধুসূদন দত্তের কোন ধরনের রচনা?
ক. নাটক
খ. কাহিনী কাব্য
গ. প্রহসন
ঘ. সনেট
উত্তরঃ ঘ
প্রশ্নঃ যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-
ক. স্বরবৃত্ত
খ. পয়ার
গ. মাতাবৃত্ত
ঘ. অক্ষরবৃত্ত
উত্তরঃ ক
প্রশ্নঃ মাত্রাবৃত্ত ছন্দে যুগ্মধ্বনি কয় মাত্রার?
ক. ৩
খ. ৪
গ. ২
ঘ. ৫
উত্তরঃ গ
প্রশ্নঃ মাইকের মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে-
ক. মহাকাব্যে
খ. নাটকে
গ. পত্রকাব্যে
ঘ. সনেটে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ “আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে দুঃখ সুখের ঢেউ খেলানো এই সাগর তীরে।” কোন ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত
খ. অমিত্রাক্ষর
গ. মাত্রাবৃত্ত
ঘ. অক্ষরবৃত্ত
উত্তরঃ ক
প্রশ্নঃ ছড়া কোন ছন্দে রচিত হয়?
ক. স্বরবৃত্ত
খ. পয়ার
গ. অমিত্রাক্ষর
ঘ. ত্রিপদী
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. দেবেন্দ্রনাথ সেন
ঘ. মোহিতলাল মজুমদার
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)