বাংলা ব্যাকরণ-২০

প্রশ্নঃ ছেলে-ভুলানো ছড়াসমূহ সাধারণত কোন ছন্দে লেখা হয়?
ক. মাত্রাবৃত্ত
খ. অক্ষরবৃত্ত
গ. স্বরবৃত্ত
ঘ. সমিল মুক্তক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো-
ক. অন্ত্যমিল আছে
খ. অন্ত্যমিল নেই
গ. চরণের প্রথমে মিল থাকে
ঘ. বিশ মাত্রার পর্ব থেকে
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ যে ছন্দে যুক্তধ্বনি সবসময় একমাত্রা হিসাবে গননা করা হয় তাকে কি ধরনের ছন্দ বলে?
ক. মাত্রাবৃত্ত ছন্দ
খ. অক্ষরবৃত্ত ছন্দ
গ. স্বরবৃত্তছন্দ
ঘ. পয়ার ছন্দ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো-
ক. অন্ত্যমিল আছে
খ. অন্ত্যমিল নেই
গ. চরণের প্রথমে মিল থাকে
ঘ. বিশ মাত্রার পর্ব থাকে
উত্তরঃ খ

প্রশ্নঃ স্বরাক্ষরিক ছন্দের প্রবর্তক কে
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. কবি আবদুল কাদির
উত্তরঃ ক

প্রশ্নঃ সনেটের শেষ অংশকে কি বলে?
ক. শেষ সপ্তম
খ. ষষ্টক
গ. অষ্টক
ঘ. ষষ্ঠী
উত্তরঃ খ

প্রশ্নঃ সনেটের ক’টি অংশ?
ক. একটি
খ. দুটি
গ. তিনটি
ঘ. চারটি
উত্তরঃ খ

ণত্ব ও ষত্ব বিধান:

প্রশ্নঃ দেশীয় শব্দে ট-বর্গীয় ধ্বনির সঙ্গে কোনটি যুক্ত হয় ?
ক. স
খ. ষ
গ. শ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি বিধান বহির্ভূত ষ এর ব্যবহার ?
ক. চিকীর্ষা
খ. বর্ষণ
গ. পৌষ
ঘ. ঋষি
উত্তরঃ গ

প্রশ্নঃ কো্ন বর্গীয় ধ্বনির আগে ‘ন’ হলে সব সময় তা ‘মূর্ধন্য’ ‘ণ’ হয়?
ক. ‘ক’ বর্গীয় ধ্বনি
খ. ‘ট’ বর্গীয় ধ্বনি
গ. ‘চ’ বর্গীয়
ঘ. ‘ত’ বর্গীয় ধ্বনি
উত্তরঃ খ

প্রশ্নঃ স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ হয়- এমন উদাহরণ কোনটি?
ক. কৃষক
খ. বর্ষা
গ. কাষ্ট
ঘ. ঔষধ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনগুলো ষ-ত্ব বিধানের উদাহরণ?
ক. ত্রিনয়ন, সর্বনাম
খ. পোশাক, মাস্টার
গ. করি, দেশী
ঘ. আষাঢ়, ঊষা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ ?
ক. শোষন
খ. পাষান
গ. সুষম
ঘ. ঘর্ষন
উত্তরঃ গ

প্রশ্নঃ আরবি, ফারসি, শব্দে ষ হয় না এর উদাহরণ কোনটি ?
ক. আষাঢ়, ঊষা
খ. পোশাক, জিনিস
গ. পোশাক, আষাঢ়
ঘ. ধূলিসাৎ, অগ্নিসাৎ
উত্তরঃ খ

প্রশ্নঃ খাঁটি বাংলা ও বিদেশী শব্দে নিচের কোনটি হয় না ?
ক. শ
খ. স
গ. হ
ঘ. ষ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিদেশী শব্দের সাথে সর্বদাই কোনটি হয় ?
ক. ণ
খ. ন
গ. ষ
ঘ. ন্ন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘শোণিত’ কোন বিধান?
ক. ষ-ত্ব বিধানের
খ. ণ-ত্ব বিধান
গ. ভাষা বিধান
ঘ. কোনটি না
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. আচার্যনী
খ. আচার্যানী
গ. আচাযানি
ঘ. আর্চার্যানি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘লবণ’ ও ‘অভিলাষ’ শব্দ দুটি গঠিত হয়েছে কোন নিয়মানুসারে ?
ক. ণ -ত্ব বিধানের নিয়মানুসারে
খ. ষ -ত্ব বিধানের নিয়মানুসারে
গ. ণ -ত্ব বিধান ও ষ -ত্ব বিধানের নিয়মানুসারে
ঘ. স্বাভাবিক নিয়মনুযায়ী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ নয় ?
ক. ব্রাহ্মন
খ. উষ্ণ
গ. কঙ্কন
ঘ. বাণ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন দুটি উপসর্গের পর কতগুলো ধাতুতে ষ হয় ?
ক. অ -কারান্ত ও আ-কারান্ত
খ. ই -কারান্ত ও উ-কারান্ত
গ. এ -কারান্ত ও ঐ-কারান্ত
ঘ. ও -কারান্ত ও ঐ-কারান্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ ঋ, র, ষ এর পরে কি হয় ?
ক. ণ
খ. ন্ন
গ. ন
ঘ. ন্য
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন উক্তিটি সঠিক?
ক. ‘সাৎ’ প্রত্যয়ের ‘স’ ‘ষ’ হয় না
খ. বিস্ময়, বিস্মিত, সুস্বপ্ন ইত্যাদি শব্দের ‘স’ ‘ষ’ হয়
গ. দেশী ও বিদেশী শব্দে ‘ষ’ হয়
ঘ. তদ্ভব, দেশী ও বিদেশী শব্দের দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘লবণ’ ও ‘অভিলাষ’ শব্দ দুটি গঠিত হযেছে কোন নিয়ম অনুসারে?
ক. ণ-ত্ব বিধান
খ. স্বাভাবিক নিয়ম
গ. ষ-ত্ব বিধান
ঘ. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান
উত্তরঃ খ

প্রশ্নঃ শ, ষ, স এ তিনটির মধ্যে খাঁটি বাংলা শব্দে কোনটির ব্যবহার নেই?
ক. ষ
খ. স
গ. শ
ঘ. সবগুলো
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বানানটি ঠিক নয় ?
ক. নির্জন
খ. কল্যাণ
গ. পুষ
ঘ. ঋষি
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি সঠিক ?
ক. ঘণ্টা
খ. কাণ্ড
গ. তৃন
ঘ. বর্ন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বানানটি সঠিক নয় ?
ক. লবণ
খ. বাণিজ্য
গ. অনু
ঘ. বেণী
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনগুলো ষ -ত্ব বিধানের উদাহরণ ?
ক. পোশাক, মাষ্টার
খ. করিস, দেশী
গ. ঋষি, বিষম
ঘ. আষাঢ়, নেশা
উত্তরঃ গ

প্রশ্নঃ ট ও ঠ-এর আগে কোন বিধান হয়?
ক. ষ-ত্ব বিধানের
খ. ণ-ত্ব বিধান
গ. র-ত্ব বিধান
ঘ. ব-ত্ব বিধান
উত্তরঃ ক, খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!