বাংলা ব্যাকরণ-১৮

প্রশ্নঃ আমরা তাজমহল দর্শন করলাম কোন ক্রিয়ার উদাহরণ ?
ক. যৌগিক ক্রিয়া
খ. মৌলিক ক্রিয়া
গ. মিশ্র ক্রিয়া
ঘ. নামধাতুর ক্রিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হত না – বাক্যটি কোন ভাবের ক্রিয়া ?
ক. অনুজ্ঞা ভাব
খ. সাপেক্ষ ভাব
গ. নির্দেশক ভাব
ঘ. অনির্দেশক ভাব
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ এখন গোল্লায় যাও, ঝমঝম করে বৃষ্টি পড়ছে – এগুলো কোন ক্রিয়ার উদাহরণ ?
ক. নাম ধাতুর ক্রিয়া
খ. যৌগিক ক্রিয়া
গ. মিশ্র ক্রিয়া
ঘ. নিজন্ত ক্রিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না- বাক্যটিকোন ভাবের ক্রিয়া।
ক. অনুজ্ঞা ভাব
খ. সাপেক্ষ ভাব
গ. নির্দেশক ভাব
ঘ. অনির্দেশক ভাব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাক্যের অপরিহার্য অঙ্গ কোন পদ ?
ক. সর্বনাম পদ
খ. বিশেষণ পদ
গ. বিশেষ্য পদ
ঘ. ক্রিয়া পদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বেশ ঘুম ঘুমিয়েছি – কোন কর্মের উদাহরণ ?
ক. সমধাতুজ
খ. মুখ্য
গ. গৌণ
ঘ. কর্মক
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি ?
ক. ইয়া > এ
খ. ইলে > লে
গ. ইতে > তে
ঘ. ইনে > নে
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটিতে সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ আছে ?
ক. ছেলেটা কানে শোনে না
খ. ছেলেটা কথা শোনে না
গ. ছেলেটা কানে শোনে না
ঘ. ছেলেটা গল্প শুনে
উত্তরঃ খ

প্রশ্নঃ এমন সুখের মরণ কে মরতে পারে ? – কোন কর্মের উদাহরণ ?
ক. মুখ্য কর্ম
খ. গৌণ কর্ম
গ. সমধাতুজ কর্ম
ঘ. সকর্মক
উত্তরঃ গ

প্রশ্নঃ সাধারণ ঘটনা নির্দেশ করলে বা কিছু জিজ্ঞেস করলে ক্রিয়ার কোন ভাব হয় ?
ক. নির্দেশক
খ. অনুজ্ঞা
গ. সাপেক্ষ
ঘ. আকাঙ্ক্ষা
উত্তরঃ ক

প্রশ্নঃ আদেশ, নিষেধ, উপদেশ, অনুররোধ, আশীর্বাদ ইত্যাদী সূচিত হলে ক্রিয়ার কোন ভাব প্রকাশ পায় ?
ক. সাপেক্ষ ভাব
খ. অনুজ্ঞা ভাব
গ. আকাঙ্ক্ষা প্রকাশ ভাব
ঘ. নির্দেশক ভাব
উত্তরঃ খ

প্রশ্নঃ ব্যক্তিবাচক কর্ম পদটি বলে –
ক. গৌণ কর্ম
খ. মুখ্য কর্ম
গ. দ্বিকর্মক
ঘ. সমধাতুজ কর্ম
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি ক্রিয়ার সংগঠন অন্য একটি ক্রিয়ার ওপর নির্ভর করলে নির্ভরশীল ক্রিয়াকে কোন ভাবের ক্রিয়া বলে ?
ক. নির্দেশক ভাব
খ. অনুজ্ঞা ভাব
গ. সাপেক্ষ ভাব
ঘ. আকাঙ্ক্ষা প্রকাশক ভাব
উত্তরঃ গ

প্রশ্নঃ ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদ কয় প্রকার ?
ক. ৬ প্রকার
খ. ৪ প্রকার
গ. ৩ প্রকার
ঘ. ২ প্রকার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন – কোন ক্রিয়ার উদাহরণ ?
ক. অকর্মক
খ. সকর্মক
গ. প্রযোজক
ঘ. যৌগিক
উত্তরঃ গ

প্রশ্নঃ সমধাতুজ কর্ম পদ অকর্মক ক্রিয়া কি করে ?
ক. অকর্মক করে
খ. সকর্মক করে
গ. দ্বিকর্মক করে
ঘ. কর্মক করে
উত্তরঃ খ

প্রশ্নঃ যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না তাকে কোন ক্রিয়া বলে ?
ক. সমাপিকা
খ. অসমাপিকা
গ. সকর্মক
ঘ. অসকর্মক
উত্তরঃ খ

প্রশ্নঃ ক্রিয়ার ভাব কয় প্রকার ?
ক. ৪ প্রকার
খ. ৭ প্রকার
গ. ৩ প্রকার
ঘ. ৫ প্রকার
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রযোজক ক্রিয়ার অপর নাম কি ?
ক. সকর্মক
খ. অকর্মক
গ. যৌগিক
ঘ. নিজন্ত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশেষ্য, বিশেষণ ও ধ্বন্যাত্নক অব্যয়ের ফলে কর, হ, দে, পট, খা, গা, ছাড়, ধর, মার প্রভৃতি ধাতু যোগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে কি প্রকাশ করে ?
ক. যৌগিক ক্রিয়া
খ. মিশ্রক্রিয়া
গ. সমাপিকা ক্রিয়া
ঘ. নামধাতুর ক্রিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?
ক. তুই বাড়ি যা
খ. ক্ষমা করা ঘোর অপরাধ
গ. কাল একবার এসো
ঘ. দূর হও
উত্তরঃ গ

প্রশ্নঃ ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ অনুযায়ী কালসূচক ক্রিয়াবিভক্তি যোগ করে কোন পদ গঠন করা হয় ?
ক. বিশেষণ পদ
খ. বিশেষ্য পদ
গ. সর্বনাম পদ
ঘ. ক্রিয়া পদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ক্রিয়ার যে অবস্থার দ্বারা তা ঘটার ধরন বা রীতি প্রকাশ পায়, তাকে কি বলে ?
ক. ক্রিয়ার ভাব
খ. ক্রিয়া পদ
গ. সাপেক্ষ ভাব
ঘ. অনুজ্ঞার ভাব
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তাকে কি বলে ?
ক. মৌলিক ক্রিয়া
খ. যৌগিক ক্রিয়া
গ. অসমাপিকা ক্রিয়া
ঘ. সমাপিকা ক্রিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ কর্ম কয় প্রকার ?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
উত্তরঃ ক

প্রশ্নঃ যে ক্রিয়া প্রযোজনা করে তাকে কি বলে ?
ক. প্রযোজ্য কর্তা
খ. প্রযোজক কর্তা
গ. সকর্মক
ঘ. অকর্মক
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন কর্মে বিভক্তি যুক্ত হয় ?
ক. মুখ্যকর্মে
খ. গৌণকর্মে
গ. সমধাতুজ কর্মে
ঘ. প্রযোজক ক্রিয়ার কর্মে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বাক্যটি অনুজ্ঞা ভাব প্রকাশ করে ?
ক. আমি বাড়ি যাই
খ. মন দিয়ে লেখাপড়া কর
গ. পরিশ্রম করলে সফল হবে
ঘ. তার মঙ্গল হোক
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন কর্মে বিভক্তি যুক্ত হয় না ?
ক. মুখ্যকর্মে
খ. গৌণকর্মে
গ. সমধাতুজ কর্মে
ঘ. যৌগিক কর্মে
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি অনুজ্ঞা?
ক. তুমি গিয়েছিলে
খ. তুমি যাও
গ. তুমি যাচ্ছিলে
ঘ. তুমি যাচ্ছ
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!