বাংলা ব্যাকরণ-১৪

প্রশ্নঃ ‘জিজ্ঞাসিব জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মকারকে ৭মী বিভক্তি
খ. অপাদান কারকে ৫মী বিভক্তি
গ. সম্প্রদান কারকে ৪র্থী বিভক্তি
ঘ. কর্তৃকারকে ৭মী বিভক্তি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পুকুরে মাছ আছে’ বাক্যে ‘পুকুরে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে সপ্তমী
খ. কর্তায় সপ্তমী
গ. অপাদানে সপ্তমী
ঘ. অধিকরণে সপ্তমী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোনটি করণ কারকের উদাহরণ ?
ক. (ছাগলে) কি না খায়
খ. সে (চোখে) দেখে না
গ. সাদা (মেঘে) বৃষ্টি হয় না
ঘ. (তিলে) তৈল হয়
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘হাতের কাজ দেখাও’ বাক্যে হাতের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে ষষ্ঠী
খ. কর্মে ৭মী
গ. করণে ষষ্ঠী
ঘ. অধিকরণে ষষ্ঠী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ইট পাথরে বাড়ি খুব শক্ত হয়।’ -এই বাক্যের ‘ইট পাথরে’ পদ কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে ষষ্ঠী
খ. অধিকরণে ষষ্ঠী
গ. সম্বন্ধে ষষ্ঠী
ঘ. করণে ষষ্ঠী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সকলকে মরতে হবে’- বাক্যে সকলকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তকারকে দ্বিতীয়া
খ. কর্মকারকে দ্বিতীয়া
গ. করণ কারকে দ্বিতীয়া
ঘ. অপাদান কারকে দ্বিতীয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ যাতে কোনো কিছু চলিত, ভীত, উৎপন্ন, রক্ষিত ইত্যাদি হয়, তাকে বলে –
ক. কর্তাকারক
খ. করণকারক
গ. অপাদান কারক
ঘ. কর্মকারক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘এ দেহে প্রাণ নাই’ -‘দেহে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণে সপ্তমী
খ. অধিকরণে শূন্য
গ. করণে সপ্তমী
ঘ. কর্মে সপ্তমী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রহিম ধোপাকে কাপড় ধুতে দিল।’ ইহা কোন কারক?
ক. কর্তৃকারক
খ. কর্মকারক
গ. সম্প্রদান কারক
ঘ. অপাদান কারক
উত্তরঃ খ

প্রশ্নঃ সম্বোধন পদের পর কোন চিহ্ন বসে ?
ক. দাড়ি
খ. কমা
গ. সেমিকোলন
ঘ. হাইফেন
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি সম্প্রদান কারকে শুন্য বিভক্তি ?
ক. দিব তোমা শ্রদ্ধাভক্তি
খ. সেই বই পড়ে
গ. ধোপাকে কাপড় দাও
ঘ. বাড়ি ঘুরে এসো
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘গুরুজনে ভক্তি কর’ -‘গুরুজনে’ কোন কারক?
ক. করণ কারক
খ. অপাদান কারক
গ. কর্মকারক
ঘ. সম্প্রদান কারক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘বাড়ি ঘুরে এস’ বাক্যে বাড়ি শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ২য়া
খ. করণে ৩য়া
গ. অপাদানে ১মা
ঘ. অধিকরণে ১মা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোন বাক্যটিতে কর্ম কারকে ১মা বিভক্তি আছে?
ক. বাবাকে ভয় নাই
খ. বাঁশি বাজে
গ. ফলে বৃক্ষের পরিচয়
ঘ. পাপে বিরত হও
উত্তরঃ খ

প্রশ্নঃ ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে কোন কারক বলে ?
ক. করণকারক
খ. কর্মকারক
গ. অধিকরণ কারক
ঘ. অপাদান কারক
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পাপে বিরত হও।’ -‘পাপে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণ কারকে ৭মী
খ. অপাদানে কারকে ৫মী
গ. করণ কারকে ৫মী
ঘ. অপাদান কারকে ৭মী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ক্লাস থেকে ট্রেন দেখি’ -‘ক্লাস থেকে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মকারকে ৫মী
খ. অধিকরণ কারকে ৫মী
গ. অপাদান কারকে ৫মী
ঘ. অধিকরণ কারকে ৭মী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ছাত্ররা বল খেলে’ -বাক্যে বল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে শূন্য
খ. করণে শূন্য
গ. অপাদানে পঞ্চমী
ঘ. সম্প্রদানে সপ্তমী
উত্তরঃ ক

প্রশ্নঃ কলে ছাঁটা চাল ভালো নয়। বাক্যে ‘কলে’ কোন কারক ?
ক. কর্তৃকারক
খ. করণকারক
গ. কর্মকারক
ঘ. অধিকরণ কারক
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘চোখ দিয়ে জল পড়ে।’ বাক্যে চোখ দিয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ২য়া
খ. করণে ২য়া
গ. অপাদানে ৩য়া
ঘ. অধিকরণে ৩য়া
উত্তরঃ গ

প্রশ্নঃ দুটো কর্তা একত্রে একজাতীয় ক্রিয়া সম্পাদন করলে তাকে বলে-
ক. ব্যাতিহার কর্তা
খ. প্রযোজক ক্রিয়া
গ. প্রযোজক কর্তা
ঘ. মুখ্য কর্তা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কলে ছাঁটা চাল ভাল নয়।’ এখানে ‘কলে’ কোন কারক?
ক. করণ কারক
খ. কর্মকারক
গ. সম্প্রদান কারক
ঘ. অধিকরণ কারক
উত্তরঃ ক
প্রশ্নঃ আমি ঢাকায় বাস করি – এখানে ‘আমি’ কোন কারকে কোন বিভক্তি ?
ক. করণকারকে শূন্য
খ. কর্তৃকারকে শূন্য
গ. কর্মকারকে শূন্য
ঘ. অপাদান কারকে শূন্য
উত্তরঃ খ

প্রশ্নঃ নিমিত্তার্থে ‘কে’ বিভক্তি যুক্ত হলে সেখানে কোন বিভক্তি হয়?
ক. ২য়া বিভক্তি
খ. ৩য়া বিভক্তি
গ. ৪র্থী বিভক্তি
ঘ. ৫মী বিভক্তি
উত্তরঃ গ

প্রশ্নঃ ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে বলে –
ক. সমাস
খ. ধাতু
গ. কারক
ঘ. বচন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আপনি কী পুকুরে গোসল করবেন’ -এখানে ‘পুকুরে’ হল-
ক. করণ কারক
খ. অধিকরণ কারক
গ. অপাদান কারক
ঘ. কর্ম কারক
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি অপাদান কারক নির্দেশ করে?
ক. ট্রেন স্টেশন ছেড়েছে
খ. বনে বাঘ আছে
গ. গৃহহীনে গৃহ দাও
ঘ. জিজ্ঞাসিব জনে জনে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘চোরে পুলিশে লড়াই হয়েছে’ -‘চোরে-পুলিশে’ কোন কর্তা?
ক. উক্ত কর্তা
খ. অনুক্ত কর্তা
গ. সমধাতুজ কর্তা
ঘ. ব্যতিহার কর্তা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বস্তুবাচক কর্মটিকে কোন কর্ম বলে ?
ক. গৌণকর্ম
খ. সমধাতুজ কর্ম
গ. মুখ্যকর্ম
ঘ. সকর্ম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সাদা মেঘে বৃষ্টি হয় না’-এখানে ‘মেঘে’ কোন কারক?
ক. কর্ম
খ. অপাদান
গ. সম্প্রদান
ঘ. অধিকরণ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সোনার খাঁচায় রাখব তোমায়।’ -‘সোনার খাঁচায়’ কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে সপ্তমী
খ. সম্বন্ধ পদ
গ. কর্মে শূন্য
ঘ. অধিকরণে সপ্তমী
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!