বাংলা ব্যাকরণ-১৩

প্রশ্নঃ “বাদলের ধারা ঝরে ঝর ঝর” – বাদলের পদটির কারক ও বিভক্তি কোনটি?
ক. অধিকরণ কারকে ২য়া
খ. সম্প্রদান কারকে ৪র্থী
গ. অপাদানে ৬ষ্ঠী
ঘ. কর্মকারকে ৭মী বিভক্তি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শ্রদ্ধাবান লভে জ্ঞান অন্যে কভু নয়।’ -এ বাক্যে ‘শ্রদ্ধাবান’ কোন কারক ও কোন বিভক্তি?
ক. কর্মে শূন্য
খ. কর্তায় শূন্য
গ. অধিকরণে শূন্য
ঘ. করণে শূন্য
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘আমি বাংলাদেশে বাস করি।’ -‘আমি’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে শূন্য
খ. কর্মকারকে শূন্য
গ. করণকারকে শূন্য
ঘ. অপাদান কারকে শূন্য
উত্তরঃ ক

প্রশ্নঃ কি সাহসে ওখানে গেলে? -বাক্যে সাহসে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় ৭মী
খ. কর্মে ৭মী
গ. করণে ৭মী
ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ (শিক্ষক) ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন – ‘শিক্ষক’ শব্দটি কোন কর্তা ?
ক. মুখ্য কর্তা
খ. প্রযোজক কর্তা
গ. প্রযোজ্য কর্তা
ঘ. ব্যতিহার কর্তা
উত্তরঃ খ

প্রশ্নঃ মুষলধারে বৃষ্টি পড়ছে – ‘বৃষ্টি’ শব্দটি কোন কর্তা ?
ক. প্রযোজক কর্তা
খ. প্রযোজ্য কর্তা
গ. ব্যতিহার কর্তা
ঘ. মুখ্য কর্তা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পাইলটে ভাল লেখা হয়’ -এ বাক্যে ‘পাইলটে’ কোন কারক ও কোন বিভক্তি?
ক. সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি
খ. করণ কারকে ৭মী বিভক্তি
গ. কর্তৃকারকে ৭মী বিভক্তি
ঘ. অধিকরণ কারকে ৭মী বিভক্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ রাখাল গরুকে ঘাস খাওয়ায় – ‘গরু’ শব্দটি কোন কর্তা ?
ক. প্রযোজ্য কর্তা
খ. ব্যতিহার কর্তা
গ. মুখ্য কর্তা
ঘ. প্রযোজক কর্তা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বক্তার মুখে যে খৈ ফুটলো’ -এ বাক্যে ‘মুখে’ কোন কারক ও কোন বিভক্তি?
ক. কর্মকারকে সপ্তমী বিভক্তি
খ. অপাদান কারকে সপ্তমী বিভক্তি
গ. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
ঘ. করণ কারকে সপ্তমী বিভক্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ সম্বোধন শব্দের অর্থ কি ?
ক. আহ্বান
খ. ডাকা
গ. কথা বলা
ঘ. সম্মান করা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।’ -‘গোঁফে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মকারকে ২য়া
খ. করণ কারকে ৭মী
গ. অপাদান কারকে ৭মী
ঘ. অধিকরণ কারকে ৬ষ্ঠী
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি কর্তায় ৭মী বিভক্তির উদাহরণ ?
ক. এ (জীবনে) যদি দীপ জ্বালাতে নাহি পারি
খ. (পাগলে) কিনা বলে, ছাগলে কিনা খায়
গ. (আকাশে) হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ
ঘ. এ (জীবনে) হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘তিলে তৈল’ আছে। কোন কারকে কোন বিভক্তি ?
ক. কর্মকারক, পঞ্চমী বিভক্তি
খ. করণকারক, তৃতীয়া বিভক্তি
গ. অপাদান কারক, ষষ্ঠী বিভক্তি
ঘ. অধিকরণ কারক, সপ্তমী বিভক্তি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ “বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা” বাক্যে ‘বিপদে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কারণে সপ্তমী
খ. কর্তায় সপ্তমী
গ. অপাদানে সপ্তমী
ঘ. অধিকরণে সপ্তমী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আলোয় আঁধার কাটে’- এই বাক্যে ‘আলোয়’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় সপ্তমী
খ. করণে সপ্তমী
গ. অপাদানে সপ্তমী
ঘ. অধিকরণে সপ্তমী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘রাখাল গরুকে ঘাস খাওয়ায়’ -‘রাখাল’ কোন কারকে কোন বিভক্তি?
ক. সম্প্রদান কারকে ৪র্থী বিভক্তি
খ. কর্মকারকে ২য়া বিভক্তি
গ. কর্তৃকারকে শূন্য বিভক্তি
ঘ. কর্তৃকারকে ৭মী বিভক্তি
উত্তরঃ গ

প্রশ্নঃ সময়বাচক অর্থে সম্বন্ধে পদে কোন বিভক্তি যুক্ত হয় ?
ক. দিগকে
খ. কে
গ. কার > কের
ঘ. র
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দশের সেবা কর’ -‘দশের’ কোন কারক?
ক. অপাদান কারক
খ. সম্প্রদান কারক
গ. কর্মকারক
ঘ. কর্তৃকারক
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আয়ু যেন পদ্মা পাতায় নীড়।’ এই বাক্যে ‘পদ্মা পাতায়’-
ক. কর্মকারক
খ. করণ কারক
গ. অপাদান কারক
ঘ. অধিকরণ কারক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্যক্তিবাচক বা প্রাণীবাচক কর্মটি কোন কর্ম হয় ?
ক. মুখ্যকর্ম
খ. গৌণকর্ম
গ. সমধাতুজ কর্ম
ঘ. সকর্ম
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আমরা কুষ্টিয়া যাব।’ -এ বাক্যে ‘কুষ্টিয়া’ কোন কারক?
ক. কর্তাকারক
খ. কর্মকারক
গ. করণকারক
ঘ. অধিকরণ কারক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘গুরুজনে কর নতি’ -‘গুরুজনে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. সম্প্রদানে প্রথমা
খ. সম্প্রদানে সপ্তমী
গ. কর্মে সপ্তমী
ঘ. কর্তায় প্রথমা
উত্তরঃ খ

প্রশ্নঃ অপ্রানীবাচক শব্দের উত্তরে কোন বিভক্তি যুক্ত হয় ?
ক. প্রথমা
খ. দ্বিতীয়া
গ. শূন্য
ঘ. ষষ্ঠী
উত্তরঃ গ
প্রশ্নঃ বিলম্বে কাজের ক্ষতি হয়। ‘বিলম্বে’ কোন কারকে কোন বিভক্তি ?
ক. কর্মকারক, সপ্তমী বিভক্তি
খ. করণকারক, সপ্তমী বিভক্তি
গ. অপাদান কারক, ষষ্ঠী বিভক্তি
ঘ. অধিকরণ কারক, পঞ্চমী বিভক্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাক্যে কারকের অবস্থানের নিয়ম কি ?
ক. ক্রিয়ার আগে
খ. বাক্যের শেষে
গ. বাক্যের মাঝে
ঘ. ধরাবাঁধা নিয়ম নেই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মেঘ থেকে বৃষ্টি হয়। ‘মেঘ থেকে’ কোন কারকে কোন বিভক্তি ?
ক. কর্তৃকারক, দ্বিতীয়া বিভক্তি
খ. কর্মকারক, তৃতীয়া বিভক্তি
গ. অপাদান কারক, পঞ্চমী বিভক্তি
ঘ. অধিকরণ কারক, সপ্তমী বিভক্তি
উত্তরঃ গ

প্রশ্নঃ যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয়, তাকে বলে –
ক. কর্তাকারক
খ. করণকারক
গ. কর্মকারক
ঘ. অপাদান কারক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সূর্যোদয়ে অন্ধকার দূরীভুত হয় ‘ এটি কোন ধরনের অধিকরণ কারক ?
ক. আধারাধিকরণ
খ. কালাধিকরণ
গ. ভাবাধিকরণ
ঘ. ঐকদেশিক
উত্তরঃ গ

প্রশ্নঃ অধিকরণ কারক কয় প্রকার ?
ক. ৩ প্রকার
খ. ৪ প্রকার
গ. ৫ প্রকার
ঘ. ৬ প্রকার
উত্তরঃ ক

প্রশ্নঃ ব্যাকরণবিদগণ সম্প্রদান কারককে কোন কারকের অধিভুক্ত বলে মনে করেন ?
ক. কর্ম
খ. কর্তা
গ. অপাদান
ঘ. অধিকরণ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘গ্রামখানি ঐ অদূরে।’ -অর্থানুসারে এই বাক্যটি কোন ধরনের?
ক. নিষেধাত্মক
খ. বিস্ময়বোধক
গ. প্রশ্নসূচক
ঘ. নির্দেশক
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!