বাংলা ব্যাকরণ-১৫

প্রশ্নঃ নদীতে কুমির আছে। ‘নদীতে’ কোন কারকে কোন বিভক্তি ?
ক. কর্মকারক, ষষ্ঠী বিভক্তি
খ. করণকারক, পঞ্চমী বিভক্তি
গ. অপাদান কারক, শূন্য বিভক্তি
ঘ. অধিকরণ কারক, সপ্তমী বিভক্তি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘কলসটি কানায় কানায় পূর্ণ’ -কোন কারকে কোন বিভক্তি?
ক. আধারাধিকরণে সপ্তমী
খ. স্থানাধিকরণে সপ্তমী
গ. ভাবধিকরণে সপ্তমী
ঘ. কালাধিকরণে সপ্তমী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ধোপাকে কাপড় দাও।’ -‘ধোপাকে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে দ্বিতীয়া
খ. করণে দ্বিতীয়া
গ. কর্মে দ্বিতীয়া
ঘ. অধিকরণে দ্বিতীয়া
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘দশে মিলে করি কাজ’ বাক্যে নির্দেশিত কারক-
ক. কর্তৃকারক
খ. কর্মকারক
গ. সম্প্রদান কারক
ঘ. করণ কারক
উত্তরঃ ক

প্রশ্নঃ সে অঙ্কে পণ্ডিত – বাক্যে ‘অঙ্কে’ কোন কারকে কোন বিভক্তি ?
ক. অপাদান কারকে সপ্তমী
খ. অধিকরণে সপ্তমী
গ. সম্প্রদানে ষষ্ঠী
ঘ. কর্মকারকে সপ্তমী
উত্তরঃ খ

প্রশ্নঃ কর্ম কয় প্রকার ?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
উত্তরঃ ক

প্রশ্নঃ সামীপ্য অর্থে কোন কারক হয় ?
ক. অভিব্যাপক
খ. ভাবাধিকরণ
গ. ঐকদেশিক আধারাধিকরণ
ঘ. ভাবে ৭মী
উত্তরঃ গ

প্রশ্নঃ “সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা” এই বাক্যে ‘ঔষধ’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ
ক. কর্মকারকে শুণ্য
খ. সম্প্রদানে সপ্তমী
গ. অধিকরণে শুণ্য
ঘ. কর্তৃকারকে শুণ্য
উত্তরঃ ক

প্রশ্নঃ গুরুজনে কর ভক্তি – এ বাক্যে ‘গুরুজনে’ কোন কারক ?
ক. কর্তৃকারক
খ. অপাদান কারক
গ. সম্প্রদান কারক
ঘ. অধিকরণ কারক
উত্তরঃ গ

প্রশ্নঃ কালাধিকরণের উদাহরণ কোনটি?
ক. সূর্যোদয়ে পদ্ম ফোটে
খ. সারারাত বৃষ্টি হয়েছে
গ. গাছ থেকে ফল পড়ে
ঘ. সে আমায় চেনে না
উত্তরঃ খ

প্রশ্নঃ বাঘে -মহিষে এক ঘাটে জল খায় – (বাঘ-মহিষে) কর্তকারকের প্রকারভেদ কোন কর্তার উদাহরণ ?
ক. মুখ্য কর্তা
খ. প্রযোজ্য কর্তা
গ. ব্যতিহার কর্তা
ঘ. ভাববাচ্যের কর্তা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘শহরটি ঐ অদুরে’ – অর্থানুসারে এই বাক্যেটি কোন ধরনের ?
ক. নির্দেশক
খ. প্রশ্নসূচক
গ. বিস্ময় সূচক
ঘ. নিষেধাত্নক
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পলাতক দাসে দাও স্বাধীনতা’- এখানে ‘দাসে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে সপ্তমী
খ. সম্প্রাদানে সপ্তমী
গ. অধিকরণে সপ্তমী
ঘ. কর্মে প্রথমা
উত্তরঃ খ

প্রশ্নঃ জগতে কীর্তিমান হও সাধনায় – এ বাক্যে ‘সাধনায়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
ক. অপাদান কারকে সপ্তমী
খ. কর্মকারকে সপ্তমী
গ. সম্প্রদান কারকে সপ্তমী
ঘ. অধিকরণ কারকে সপ্তমী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ট্রেন ঢাকা ছাড়ল’ -এখানে ‘ঢাকা’ কোন কারক ও কোন বিভক্তি?
ক. অপাদান কারকে শূন্য বিভক্তি
খ. অধিকরণ কারকে শূন্য বিভক্তি
গ. অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
ঘ. কর্মকারকে শূন্য বিভক্তি
উত্তরঃ ক

প্রশ্নঃ (বাঁশি) বাজে কোন ধরনের কর্তা ?
ক. কর্মবাচ্যের
খ. ভাববাচ্যের
গ. কর্ম -কর্তৃবাচ্যের
ঘ. উদ্দেশ্যের
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন কর্মে বিভক্তি যুক্ত হয় ?
ক. মুখ্যকর্মে
খ. গৌণকর্মে
গ. সমধাতুজ কর্মে
ঘ. প্রযোজক ক্রিয়ার কর্মে
উত্তরঃ খ

প্রশ্নঃ কর্ম কারকের উদাহরণ কোনটি ?
ক. ডাক্তার ডাক
খ. গরুতে দুধ দেয়
গ. দীনে দয়া কর
ঘ. ছেলেটি লাঠি খেলছে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘তাহলে তুমি লাঠি খেলতে জান না’ -এখানে ‘লাঠি’ কোন কারক ও কোন বিভক্তি?
ক. কর্তায় তৃতীয়া
খ. কর্মে প্রথমা
গ. করণে তৃতীয়া
ঘ. করণে শূন্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনো কিছু স্বত্ব ত্যাগ করে দান করাকে বুঝায় –
ক. করণকারক
খ. সম্প্রদান কারক
গ. কর্মকারক
ঘ. অপাদান কারক
উত্তরঃ খ

প্রশ্নঃ যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে-
ক. কর্তৃকারক
খ. সম্প্রদান কারক
গ. কারণ কারক
ঘ. কর্মকারক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি নিমিত্তার্থে চতুর্থী?
ক. বেলা যে পড়ে এল, জলকে চল
খ. খেলা শেষ হল
গ. বড়র পীরিতি বারির বাঁধ
ঘ. সেদিন চলে গেছে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘খুব এক ঘুম ঘুমিয়েছি’ -এটি কোন কর্ম ?
ক. সকর্মক ক্রিয়ার কর্ম
খ. প্রযোজক ক্রিয়ার কর্ম
গ. উদ্দেশ্য কর্ম
ঘ. সমধাতুজ কর্ম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সর্বভূতে ধন দাও। ‘সর্বভূতে’ কোন কারকে কোন বিভক্তি ?
ক. কর্তৃকারক, শূন্য বিভক্তি
খ. করণকারক, পঞ্চমী বিভক্তি
গ. কর্মকারক, দ্বিতীয়া বিভক্তি
ঘ. সম্প্রদান কারক, সপ্তমী বিভক্তি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিমিত্তার্থে ‘কে’ বিভক্তি যুক্ত হলে সেখানে কোন বিভক্তি হয় ?
ক. ৩য়া বিভক্তি
খ. ৪র্থী বিভক্তি
গ. ৫মী বিভক্তি
ঘ. ৬ষ্ঠী বিভক্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বুলবুলিতে ধান খেয়েছে’- এই বাক্যের ‘বুলবুলিতে’ কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে
ক. করণকারকে সপ্তমী
খ. অধিকরণে সপ্তমী
গ. কর্তৃকারকে সপ্তমী
ঘ. অপাদানে সপ্তমী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পৃথিবীতে কে কাহার?’- এই বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তিতে সম্পন্ন?
ক. অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
খ. কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি
গ. অধিকরন কারকে সপ্তমী বিভক্তি
ঘ. করণ কারকে তৃতীয়া বিভক্তি
উত্তরঃ গ

প্রশ্নঃ তিনি চোখে দেখেন না — চোখে কোন কারক ?
ক. অধিকরণ
খ. অপাদান
গ. করণ
ঘ. সম্প্রদান
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কালির দাগ দাও’- বাক্যে কালির শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ২য়া
খ. করণে ৬ষ্ঠী
গ. অপাদানের ৬ষ্ঠী
ঘ. অধিকরণে ৬ষ্ঠী
উত্তরঃ খ

প্রশ্নঃ বিভক্তি কত প্রকার ?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
উত্তরঃ ক

প্রশ্নঃ ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি ?
ক. জগতে কীর্তিমান হও
খ. সন্ধ্যায় পড়তে বস
গ. সভায় লোকজন আসেনি
ঘ. সূর্যোদয়ে পদ্ম ফটে
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!