প্রশ্নঃ ‘ততোধিক’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. ততো + অধিক
খ. ততঃ + অধিক
গ. ততো + ধিক
ঘ. ততঃ + ধিক
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘চিরুনি’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে-
ক. চিরু+নি
খ. চির+উনি
গ. চিরু+নই
ঘ. চির+ঊনি
উত্তরঃ খ
প্রশ্নঃ তৎসম সন্ধি কত প্রকার ?
ক. ৫
খ. ৩
গ. ৪
ঘ. ৬
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পরীক্ষা’ সন্ধি বিচ্ছেদ কি হবে?
ক. পরী+ঈক্ষা
খ. পরি + ইক্ষা
গ. পরী+ইক্ষা
ঘ. পরি+ঈক্ষা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ষষ্ঠ’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. ষস্+ঠ
খ. ষট্+ঠ
গ. ষষ্+থ
ঘ. ষষ্+ট
উত্তরঃ গ
প্রশ্নঃ বিসর্গ সন্ধি কয় ভাবে সাধিত হয় ?
ক. তিন ভাবে
খ. পাঁচ ভাবে
গ. চার ভাবে
ঘ. দুই ভাবে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘উল্লাস’ এর সন্ধি বিচ্ছেদ-
ক. উৎ+লাস
খ. উদ+লাস
গ. উল+লাস
ঘ. উঃ+লাস
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘তাৎক্ষণিক’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনিট?
ক. তৎ + ক্ষণিক
খ. তাৎ + ক্ষণিক
গ. ততক্ষণ + ইক
ঘ. তৎক্ষণ + ইক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘নাবিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
ক. ন + ইক
খ. নবৌ + ইক
গ. নৌ + ইক
ঘ. নবো + ইক
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘পনির’ শব্দটির সন্ধি বিচ্ছেদ-
ক. পনি+এর
খ. পনি+র
গ. পন+ইর
ঘ. পন+ই+র
উত্তরঃ ক
প্রশ্নঃ পাপাচার শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
ক. পাপা + আচার
খ. পাপ + আচার
গ. পাপি + আচার
ঘ. পাপী + অচার
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সপ্তর্ষি’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সপ্ত+রষি
খ. সপ্ত+ঋষি
গ. সপ্তো+ঋষি
ঘ. সপ্তঃ+ঋষি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পর্যন্ত’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
ক. পর + অন্ত
খ. পরি + অন্ত
গ. পরিঃ + অন্ত
ঘ. পরঃ + অন্ত
উত্তরঃ খ
প্রশ্নঃ সন্ধি ব্যকরণের কোন অংশে আলোচিত হয় ?
ক. ধ্বনিতত্ত্বে
খ. শব্দতত্ত্বে
গ. রূপাতত্ত্ব
ঘ. অর্থতত্ত্বে
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
ক. ক্ষুৎ+আর্ত
খ. ক্ষুধা+আর্ত
গ. ক্ষুধা+ঋত
ঘ. ক্ষুধ+আর্ত
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন শব্দের বিসর্গের ব্যবহার নেই ?
ক. তদ্ভব শব্দে
খ. অর্ধতৎসম শব্দে
গ. খাঁটি বাংলা শব্দে
ঘ. যৌগিক শব্দে
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘দুর্যোগ’ এর সন্ধি বিচ্ছেদ-
ক. দূর+যোগ
খ. দুর+যোগ
গ. দুঃ+যোগ
ঘ. দু+যোগ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘দুশ্চরিত্র’ এর সন্ধি বিচ্ছেদ—
ক. দুশ্চ+ইক
খ. দুঃ+চরিত্র
গ. দু+চরিত্র
ঘ. দুঃ+চরিত
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘গবাক্ষ’ শব্দটির কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
ক. গো+অক্ষ
খ. গব+অক্ষ
গ. গো+বক্ষ
ঘ. গো+আক্ষ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ইত্যাদি’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. ইতা+আদি
খ. ইত্যা+দি
গ. ইত্যা+আদি
ঘ. ইতি+আদি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘সন্ধান’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করুন-
ক. সম+ধান
খ. সন+ধান
গ. সঃ+ধান
ঘ. কোনটাই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ সন্ধি শব্দের অর্থ কি ?
ক. বিচ্ছেদ
খ. বন্ধুত্ব
গ. মিলন
ঘ. সংযোগ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘পরস্পর’ এর সন্ধি বিচ্ছেদ হবে –
ক. পরঃ + পর
খ. পরঃ + পরঃ
গ. পর + পর
ঘ. পর + পরঃ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ভয়’-এর সন্ধি বিচ্ছেদ কি?
ক. ভী+অ
খ. ভো+অ
গ. ভা+অ
ঘ. ভয়+অ
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
ক. যথা + উচিৎ = যথোচিত
খ. যথাঃ + ইষ্ট = যথেষ্ট
গ. শীত + ঋত = শীতার্ত
ঘ. মহা + ঋষি = মহর্ষি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘আশীর্বাদ’ একটি সন্ধিবদ্ধ শব্দ। এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. আশীর+বাদ
খ. আশীঃ+বাদ
গ. আশিঃ+বাদ
ঘ. আশী+বাঁদ
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোন শব্দটি সন্ধির নিয়মানুষারে হয় না?
ক. পরস্পর
খ. নায়ক
গ. মস্যাধার
ঘ. পশ্বাধম
উত্তরঃ ক
প্রশ্নঃ ই-কারের পর ঈ -কার মিলে যে ঈ-কার হয়, তার উদাহরণ কোনটি ?
ক. দিল্লীশ্বর
খ. রবীন্দ্র
গ. পরীক্ষা
ঘ. অতীত
উত্তরঃ গ
প্রশ্নঃ রূপালি এর সন্ধি বিচ্ছেদ –
ক. রূপ + আলি
খ. রূপা +আলি
গ. রূপ + লি
ঘ. রূপা + লি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সতীশ’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. সতি + ইশ
খ. সতী + ইশ
গ. সতি + ঈশ
ঘ. সতী + ঈশ
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)