বাংলা ব্যাকরণ-১৪৬

প্রশ্নঃ নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক ?
ক. লাভ + লাভ
খ. লাভ + আলাভ
গ. লাভ + অলাভ
ঘ. লাভা + অলাভ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শচীন্দ্র’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. শচী+ইন্দ্র
খ. শাচ+ইন্দ্র
গ. সচ+ইন্দ্র
ঘ. শ্বচ+ইন্দ্র
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘যথেচ্ছা’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. যথা + ঈচ্ছা
খ. যথা + ইচ্ছা
গ. যথ + ইচ্ছা
ঘ. যথে + ইচ্ছা
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি ব্যঞ্জন সন্ধি?
ক. ভবন
খ. ততোধিক
গ. কৃদন্ত
ঘ. তত্ত্ব
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বৈঠক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-
ক. বৈঠ+অক
খ. বৈ+ঠক
গ. বৈঠ+ক
ঘ. বি+ঠক
উত্তরঃ গ

প্রশ্নঃ ঘড়িয়াল শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
ক. ঘড়ি + ঈয়াল
খ. ঘড়ি + ইয়াল
গ. ঘড়ি + আল
ঘ. ঘড়ি + উয়াল
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে কোন সমাস বলে ?
ক. কর্মধারয়
খ. তৎপুরুষ
গ. দ্বিগু
ঘ. দ্বন্দ্ব
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘যাচ্ছেতাই’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. যাচ্ছে+তাই
খ. যা+ইচ্ছে+তাই
গ. ক, খ দুটাই
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অত্যন্ত’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
ক. অতি +অন্ত
খ. অত্য + অন্ত
গ. অতী + অন্ত
ঘ. অতি + অন্ত্য
উত্তরঃ ক

প্রশ্নঃ চন্দ্রানন শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
ক. চন্দ্রা + অনন
খ. চন্দ্রা + আনন
গ. চন্দ্র + আনন
ঘ. চন্দ্র + অনন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ব্যর্থ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো-
ক. বি+আর্থ
খ. ব্য+অর্থ
গ. বি+অর্থ
ঘ. ব্যা+অর্থ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘উদ্দ্যোগ’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. উদ + দোগ
খ. উৎ + যোগ
গ. উদ + যোগ
ঘ. উৎ + দোগ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ ?
ক. মিথ্য + উক
খ. মিথ্যু + ওক
গ. মিথ্যা + ওক
ঘ. মিথ্যা + উক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উচ্ছল শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
ক. উৎ + ছল
খ. উৎ + চ্ছল
গ. উৎ + চল
ঘ. উৎ + ইচ্ছল
উত্তরঃ ক

প্রশ্নঃ হস্তান্তর শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
ক. হস্তা + অন্তর
খ. হস্ত + অন্তর
গ. হস্ত + আন্তর
ঘ. হস্তা + ন্তর
উত্তরঃ খ

প্রশ্নঃ রমেন্দ্র শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
ক. রম + ঈন্দ্র
খ. রমা + ইন্দ্র
গ. রমা + ঈন্দ্র
ঘ. রম + ইন্দ্র
উত্তরঃ খ

প্রশ্নঃ বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক. বাগ + অম্বর
খ. বাগ + আড়ম্বর
গ. বাক্ + অম্বর
ঘ. বাক্ + আড়ম্বর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সন্ধি কিসের মিলন হয় ?
ক. পদের
খ. বর্ণের
গ. ধ্বনি
ঘ. ধাতুর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘জনৈক’ শব্দটির সন্ধিবিচ্ছেদ-
ক. জনৈ + এক
খ. জন + এক
গ. জন + ইক
ঘ. জন + ঈক
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘রাজ্ঞী’ শব্দটি কান্ সন্ধি?
ক. ব্যঞ্জন সন্ধি
খ. স্বরসন্ধি
গ. বিসর্গ সন্ধি
ঘ. কোনটি না
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সম্রাট’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. সং + রাট
খ. সমা + রাট
গ. সম্‌ +রাট
ঘ. সম্‌ + অরাট
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বর্জন’-এর সন্ধি বিচ্ছেদ কি?
ক. বর+জন
খ. ব+অর্জন
গ. বৃজ+অন
ঘ. বুজ+অর্জন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সঙ্গীত’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সং+গীত
খ. সম্+গীত
গ. সঙ+গীত
ঘ. সাম+গীত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘প্রত্যেক’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. প্র + এক
খ. প্রতি + এক
গ. প্র + তেক
ঘ. প্রতি + ঐক
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘জমানো’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে-
ক. জমা+নও
খ. জমা+ন
গ. জমা+নো
ঘ. জমা+আনো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন সমাসের সমস্যমানপদের বিভক্তি লোপ পায় না ?
ক. অলুক
খ. প্রাদি
গ. উপপদ
ঘ. নিত্য
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘উন্নত’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হবে-
ক. উৎ + নীত
খ. উৎ + নত
গ. উন্নী + ত
ঘ. উন + ত
উত্তরঃ খ

প্রশ্নঃ ঋগবেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
ক. ঋক + বেদ
খ. ঋক + আবেদ
গ. ঋক্‌ + বেদ
ঘ. ঋক্‌ + আবেদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মনোযোগ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. মন+যোগ
খ. মন+উৎ+যোগ
গ. মনঃ+যোগ
ঘ. মনো+যোগ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘প্রায়শ্চিত্ত’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. প্রায় + চিত্ত
খ. প্রায়শ + চিত্ত
গ. প্রায় + শিত্ত
ঘ. প্রায়শ + ত্র
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!