বাংলা ব্যাকরণ-১৪৪

প্রশ্নঃ ‘সিংহাসন’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. সিংহা + আসন
খ. সিং + আসন
গ. সিংহ + + অসন
ঘ. সিংহ + + অসন
উত্তরঃ উত্তর পাওয়া যায় নাই।

প্রশ্নঃ ‘বারংবার’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. বার + বার
খ. বার + আবার
গ. বারম্‌ + বার
ঘ. বারম্‌ + আবার
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘গোষ্পদ’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
ক. গো + আপদ
খ. গো + পদ
গ. গো + অস্পদ
ঘ. গো + অস্পদ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘শীতার্ত’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. শীত+আর্ত
খ. শীত+ঋত
গ. শীৎ+ঋত
ঘ. শীৎ+ঋর্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘নিরবধি’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. নির+অবধি
খ. নির+বধি
গ. নিঃ+অবধি
ঘ. নিঃ+বধি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পরিচ্ছন্ন’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. পর + ছিন্ন
খ. পরী +ছন্ন
গ. পরি + ছন্ন
ঘ. পরঃ + ছন্ন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কৃৎ+অন্ত’-এর সন্ধি কোনটি
ক. কৃদন্ত
খ. কৃতন্ত
গ. কৃদন্ত
ঘ. কৃতান্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সৎ+চরিত্র’-এর সন্ধি কোনটি?
ক. সৎচরিত্র
খ. সদচরিত্র
গ. সচ্ছরিত্র
ঘ. সচ্চরিত্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্গীয় ওষ্ঠ্য নাসিক্য ধ্বনির পর অন্তঃস্থ ধ্বনি কিংবা উষ্ম ধ্বনি থাকলে ওষ্ঠ্য নাসিক্য ধ্বনির স্থলে (ং) হয়। যেমন-
ক. সংস্কার
খ. স্বয়ংবরা
গ. তন্মধ্যে
ঘ. শঙ্কা
উত্তরঃ খ

প্রশ্নঃ সন্ধির উদ্দেশ্য কোনটি
ক. শব্দের মিলন
খ. ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
গ. শব্দগত মাধুর্য সৃষ্টি
ঘ. বর্ণের মিল
উত্তরঃ খ

প্রশ্নঃ খাঁটি বাংলায় কোন সন্ধি নেই ?
ক. স্বর সন্ধি
খ. ব্যঞ্জন সন্ধি
গ. বিসর্গ সন্ধি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ পাশাপাশি দু’টি ধ্বনি বা বর্ণের মিলনকে কী বলে?
ক. উপসর্গ
খ. অনুসর্গ
গ. সমাস
ঘ. সন্ধি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সংশয়’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সং+শয়
খ. সম+আশয়
গ. সন+শয়
ঘ. সম+শয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সচ্ছিন্তা’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. সচ + চিন্তা
খ. সদ + চিন্তা
গ. সচ্চিন + তা
ঘ. সৎ + চিন্তা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ততোধিক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ করলে পাওয়া যায়-
ক. তত+অধিক
খ. তত+ধিক
গ. ততঃ+অধিক
ঘ. ততঃ+ধিক
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সন্ধি কয় প্রকার ?
ক. তিন প্রকার
খ. দুই প্রকার
গ. চার প্রকার
ঘ. ছয় প্রকার
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অধোগতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. অধ+গতি
খ. অধঃ+গতি
গ. অধ+অগতি
ঘ. অধঃ+অগতি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘উদ্যোগ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. উদ+যোগ
খ. উৎ+যোগ
গ. উদ্যো+গ
ঘ. উত+যোগ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনো কোনো ব্যাকরণবিদ কর্মধারয় সমাসকে কোন সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করেন ?
ক. তৎপুরুষ
খ. দ্বিগু
গ. বিশেষণ পদ
ঘ. সর্বনাম পদ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পিত্রালয়’ শব্দের সন্ধি বিচ্ছদ হচ্ছে-
ক. পিতা+আলয়
খ. পিতৃ+আলয়
গ. পিত্রা+লয়
ঘ. পিত্রি+আলয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কুলটা’-কোন্ সন্ধির উদাহরণ?
ক. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি
খ. ব্যঞ্জনসন্ধি
গ. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি
ঘ. বিসর্গ সন্ধি
উত্তরঃ ক

প্রশ্নঃ স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনের নাম –
ক. ব্যঞ্জন সন্ধি
খ. স্বরবর্ণ
গ. স্বরসন্ধি
ঘ. বিসর্গ সন্ধি
উত্তরঃ গ

প্রশ্নঃ অ -কার কিংবা আ -কারের পর ই- কার কিংবা ঈ -কার থাকলে উভয় মিলে কি ?
ক. ঈ -কার
খ. উ -কার
গ. ও -কার
ঘ. এ -কার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘যজ্ঞ’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. যজ+ঞ
খ. যজ্+ন
গ. যজ+জ
ঘ. যজ্+গ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘দিব+লোক’ কোন সন্ধির উদাহরণ?
ক. স্বরসন্ধি
খ. ব্যঞ্জন সন্ধি
গ. বিসর্গ সন্ধি
ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
উত্তরঃ ক

প্রশ্নঃ সন্ধিতে ‘ম’ এর পরে, র, ব, শ, য, হ, থাকলে ‘ম’ স্থানে কি বর্ণ হয় ?
ক. ত
খ. ং
গ. ৎ
ঘ. দ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নিজন্ত’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
ক. নিজ + আন্ত
খ. নিজ + অন্ত
গ. নিচ + অন্ত
ঘ. নিচ + অন্তর
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দর্শনীয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. দৃশ+অনীয়
খ. দৃশ্য+অনীয়
গ. দৃশ্য+নীয়
ঘ. দৃশ্য+নীয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কারাগার’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
ক. কর + আগার
খ. কার +আগার
গ. কার + আগর
ঘ. কারা + আগার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অন্বেষন’ শব্দটি কোন্ সন্ধি?
ক. স্বরসন্ধি
খ. ব্যঞ্জন সন্ধি
গ. বিসর্গ সন্ধি
ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!