বাংলা ব্যাকরণ-১৩৪

প্রশ্নঃ ‘শোকানল’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. শোকের ন্যায় অনল
খ. শেকের অনল
গ. শোক ও অনল
ঘ. শোক রূপ অনল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রাণ রূপ পাখি = প্রাণপাখি- এটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ?
ক. রূপক
খ. মধ্যপদলোপী
গ. উপমান
ঘ. উপমিত
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি দ্বন্দ্ব সমাস?
ক. কোকিলকণ্ঠী
খ. রাতজাগা
গ. হাটেবাজারে
ঘ. মেনিমুখো
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ রাজর্ষি–
ক. যিনি রাজা তিনি ঋষি
খ. রাজার মত ঋষি
গ. রাজা তিনি ঋষি
ঘ. যিনি ঋষি তিনি রাজা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস?
ক. আজীবন
খ. আরক্তিম
গ. আগাছা
ঘ. আলুনী
উত্তরঃ খ

প্রশ্নঃ যেসব সমাসের প্রচুর উদাহরণ পাওয়া যায় না, তাকে কি বলে ?
ক. অপ্রধান সমাস
খ. প্রধান সমাস
গ. অলুক সমাস
ঘ. অব্যয়ীভাব সমাস
উত্তরঃ ক

প্রশ্নঃ “চন্দ্রের ন্যায় সুন্দর যার মুখ = চন্দ্রমুখ।” এটি কোন সমাসের উদাহরণ?
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. তৎপুরুষ
ঘ. মধ্যপদলোপী বহুব্রীহি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন শব্দটি তৎপুরুষ সমাস?
ক. কালিকলম
খ. মাতাপিতা
গ. মধুমাখা
ঘ. দশানন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সিংহাসন’ শব্দটি কোন সমাস?
ক. ষষ্ঠী তৎপুরুষ
খ. মধ্যপদলোপী কর্মধারয়
গ. নিমিত্তার্থে ষষ্ঠী
ঘ. নিত্য সমাস
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি দ্বন্দ্ব সমাস?
ক. রাজর্ষি
খ. অহিনকুল
গ. নীলকণ্ঠ
ঘ. প্রামান্তর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ছেলেধরা’ কোন সমাসের উদাহরণ ?
ক. অলুক তৎপুরুষ
খ. উপপদ তৎপুরুষ
গ. ষষ্ঠী তৎপুরুষ
ঘ. সপ্তমী তৎপুরুষ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি ‘নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের’ সমস্ত পদ?
ক. দ্বিপ
খ. দীপ
গ. দ্বীপ
ঘ. দিপ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পত্নীসহ’ কোন সমাসের উদাহরণ ?
ক. তৃতীয়া তৎপুরুষ
খ. চতুর্থী তৎপুরুষ
গ. পঞ্চমী তৎপুরুষ
ঘ. ষষ্ঠী তৎপুরুষ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত
ক. ঘর থেকে ছাড়া-ঘরছাড়া
খ. অরুণের মত রাঙ্গা-অরুণরাঙা
গ. হাসিমাখা মুখ-হাসিমুখ
ঘ. ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী-ক্ষণস্থায়ী
উত্তরঃ গ

প্রশ্নঃ “জীবনবীমা” কোন সমাস?
ক. দ্বিতীয়া তৎপুরুষ
খ. চতুর্থী তৎপুরুষ
গ. ষষ্ঠী তৎপুরুষ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ছায়াশীতল’ কোন সমাস(ছায়াতে শীতল)?
ক. তৎপুরুষ
খ. বহুব্রীহি
গ. কর্মধারয়
ঘ. দ্বিগু
উত্তরঃ ক

প্রশ্নঃ কেবলমাত্র অব্যয়ের অর্থ যোগে ব্যাসবাক্য গঠিত হয় কোন সমাসে ?
ক. দ্বিগু
খ. নিত্য
গ. অব্যয়ীভাব
ঘ. উপপদ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি অব্যয়ীভাব সমাসে উদাহরণ?
ক. খোশমেজাজ
খ. প্রতিদিন
গ. অকাল
ঘ. সেতার
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন সমাসে পূর্বপদ বিশেষ্য এবং পরপদ কৃদন্ত পদ হয় ?
ক. অলুক তৎপুরুষ সমাস
খ. দ্বিগু সমাসে
গ. উপপদ তৎপুরুষ সমাস
ঘ. নিত্য সমাস
উত্তরঃ গ

প্রশ্নঃ অপ্রধান সমাস কয়টি ?
ক. ৩টি
খ. ৪টি
গ. ২ টি
ঘ. ১টি
উত্তরঃ খ

প্রশ্নঃ যে সমাসে সমস্যমান পদগুলির পরিবর্তে অন্যপদ প্রধান হয় তাকে কি বলে ?
ক. বহুব্রীহি
খ. তৎপুরুষ
গ. অব্যয়ীভাব
ঘ. কর্মধারয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘হা-ভাত’ সমস্ত পদটির সঠিক ব্রাসবাক্য কোনটি?
ক. হা ও ভাত
খ. ভাতের অভাব
গ. হাতে ও ভাতে
ঘ. যেই হা সেই ভাত
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের সমাসবদ্ধ পদগুলোর মাঝে কোনটি ‘ব্যতিহার বহুব্রীহি’র উদাহরণ?
ক. দশহাতি
খ. হাতাহাতি
গ. দশানন
ঘ. দ্বিপদ
উত্তরঃ খ

প্রশ্নঃ দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদে সম্বন্দ্ধ বুঝাবার জন্য কয়টি অব্যয় ব্যবহৃত হয় ?
ক. ৩ টি
খ. ২ টি
গ. ৪ টি
ঘ. ৫ টি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
ক. সমাস
খ. সন্ধি
গ. প্রত্যয়
ঘ. উপসর্গ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পঙ্কজ’ কোন সমাস
ক. দ্বিগু
খ. দ্বন্দ্ব
গ. উপপদ তৎপুরুষ
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ছাগদুগ্ধ’ এই সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. ছাগের দুগ্ধ
খ. ছাগ ও দুগ্ধ
গ. ছাগী হতে দুগ্ধ
ঘ. ছাগীর দুগ্ধ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অমিল’-এর ব্যসবাক্য কোনটি?
ক. অ-মিল
খ. নেই-মিল
গ. স-মিল
ঘ. মিল নেই
উত্তরঃ খ

প্রশ্নঃ কর্মে পরস্পর বুঝাতে দুটি কৃদন্ত বিশেষণ পদে কোন সমাস হয় ?
ক. তৎপুরুষ
খ. দ্বিগু
গ. কর্মধারয়
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দেশে বিদেশে’ কোন সমাস?
ক. অলুক দ্বন্দ্ব
খ. অবয়ীভাব
গ. ব্যতিহার বহুব্রীহি
ঘ. দ্বিগু
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top