বাংলা ব্যাকরণ-১৩২

প্রশ্নঃ কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
ক. অনুতাপ
খ. আপাদমস্তক
গ. আটচালা
ঘ. আমরা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কোলাকুলি’ কোন সমাসের উদাহরণ?
ক. মধ্যপদলোপী বহুব্রীহি
খ. ব্যতিহার বহুব্রীহি
গ. সমানাধিকরণ বহুব্রীহি
ঘ. প্রত্যয়ান্ত বহুব্রীহি
উত্তরঃ খ

প্রশ্নঃ যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে?
ক. সমস্যমান পদ
খ. সমস্তপদ
গ. উত্তরপদ
ঘ. পূর্বপদ
ঙ.কোনটিই নয়
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ পদচ্যুত কোন সমাস?
ক. দ্বন্দ্ব
খ. বহুব্রীহি
গ. তৎপুরুষ
ঘ. কর্মধারয়
উত্তরঃ গ

প্রশ্নঃ পূর্বপদে ষষ্ঠী বিভক্তি লোপের ফলে যে সমাস হয়, তার নাম কি ?
ক. তৃতীয়া তৎপুরুষ
খ. সপ্তমী তৎপুরুষ
গ. ষষ্ঠী তৎপুরুষ
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ গ

প্রশ্নঃ সমাস কয় প্রকার ?
ক. চার প্রকার
খ. পাঁচ প্রকার
গ. ছয় প্রকার
ঘ. তিন প্রকার
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত?
ক. দ্বন্দ্ব সমাস
খ. অব্যয়ীভাব সমাস
গ. তৎপুরুষ সমাস
ঘ. কর্মধারয় সমাস
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আমরা’ কোন সমাসের উদাহরণ?
ক. দ্বন্দ্ব
খ. তৎপুরুষ
গ. কর্মধারয়
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ ক

প্রশ্নঃ রূপক কর্মধারয় -এর সমস্তপদ কোনটি?
ক. মহাপুরুষ
খ. ঘনশ্যাম
গ. বিষাদসিন্ধু
ঘ. তুষার শুভ্র
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পলান্ন’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
ক. পল মিশ্রিত অন্ন
খ. পল ও অন্ন
গ. পলের অন্ন
ঘ. পলের সহিত অন্ন
উত্তরঃ ক

প্রশ্নঃ রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি ?
ক. মনমাঝি
খ. জলযান
গ. সিংহদ্বার
ঘ. একাদশ
উত্তরঃ ক

প্রশ্নঃ আমি,তুমি ও সে
ক. সবাই
খ. আমরা
গ. সকলে
ঘ. আমাদের
উত্তরঃ খ

প্রশ্নঃ বেমানান(মানানোর অভাব)?
ক. অব্যয়ীভাব
খ. তৎপুরুষ
গ. বহুব্রীহি
ঘ. দ্বিগু
উত্তরঃ ক

প্রশ্নঃ চা – বিস্কুট কোন অর্থে দ্বন্দ্ব ?
ক. সমার্থে
খ. বিরোধার্থে
গ. মিলনার্থে
ঘ. বিপরীতার্থে
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি ‘শোকানল’ এর সঠিক ব্যাসবাক্য ?
ক. শোকের অনল
খ. শোকের ন্যায় অনল
গ. শোক রূপ অনল
ঘ. শোকের অভাব
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অবোধ’ কোন সমাস(নাই বোধ যার)?
ক. অব্যয়ীভাব
খ. তৎপুরুষ
গ. কর্মধারয়
ঘ. বহুব্রীহি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রাণভয় (প্রাণ যাওয়ার ভয়) কোন সমাস?
ক. তৎপুরুষ
খ. কর্মধারয়
গ. দ্বন্দ্ব
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ খ

প্রশ্নঃ উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে কি বলা হয়?
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. রূপক কর্মধারয়
ঘ. মধ্যপদলোপী কর্মধারয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘উপকথা’ শব্দটি কোন সমাস?
ক. অব্যয়ীভাব
খ. তৎপুরুষ
গ. দ্বিগু
ঘ. দ্বন্দ্ব
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি রুপক কর্মধারয় সমাসের উদাহরণ ?
ক. ক্রোধানল
খ. পলান্ন
গ. ঘনশ্যাম
ঘ. কদাচার
উত্তরঃ ক

প্রশ্নঃ পূর্বপদে উপসর্গ বসে কোন সমাসে ?
ক. নিত্য
খ. বহুব্রীহি
গ. অব্যয়ীভাব
ঘ. প্রাদি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘রাজপথ’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
ক. রাজার পথ
খ. পথের রাজা
গ. রাজপুত্রদের পথ
ঘ. রাজাদের পথ
উত্তরঃ খ

প্রশ্নঃ যে বহুব্রীহি সমাসের সমস্ত পদে আ, এ, ও প্রভৃতি প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে ?
ক. প্রত্যয়ান্ত বহুব্রীহি
খ. নঞ বহুব্রীহি
গ. অলুক বহুব্রীহি
ঘ. ব্যধিকরণ বহুব্রীহি
উত্তরঃ ক

প্রশ্নঃ দীনে দয়া কর
ক. সম্প্রদানে ৭মী
খ. কর্মে ৭মী
গ. কর্তায় ৭মী
ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রাজপুত’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি?
ক. পুত্রের রাজা
খ. রাজার পুত্র
গ. রাজা যে পুত্র
ঘ. জাতিবিশেষ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অধর্ম’ শব্দের সমস্যমান পদ কোনটি?
ক. ধর্ম নেই যার
খ. ধর্মহীন যে
গ. ধর্মের অভাব
ঘ. নেই ধর্ম যার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্যাসবাক্যের অপর নাম কী?
ক. বিগ্রহ বাক্য
খ. উত্তরপদ
গ. চর্যাপদ
ঘ. পূর্বপদ
উত্তরঃ ক

প্রশ্নঃ সমাসের রীতি কোন ভাষা থেকে আগত ?
ক. আরবি
খ. ফারসি
গ. সংস্কৃত
ঘ. ইংরেজি
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
ক. কাটাচোখা
খ. কানাকানি
গ. ঔষধি
ঘ. ঋষিকবি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অনুধাবন’ সমস্তপদটির ‘অনু’ পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. বিরোধ
খ. পশ্চাৎ
গ. অতিপ্রান্ত
ঘ. ঈষৎ
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top