বাংলা ব্যাকরণ-১২

প্রশ্নঃ ‘আপন পাঠেতে করহ নিবেশ’- বাক্যে পাঠেতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মকারকে তৃতীয়া
খ. করণ কারকে পঞ্চমী
গ. অপাদান কারকে সপ্তমী
ঘ. অধিকরণ কারকে সপ্তমী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নৌকায় নদী পার হলাম।’ -‘নৌকায় কোন কারকে কোন বিভক্তি?
ক. করণ কারকে ৭মী
খ. সম্প্রদান কারকে ৭মী বিভক্তি
গ. অপাদান কারকে ৭মী বিভক্তি
ঘ. অধিকরণ কারকে ৭মী বিভক্তি
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কারক (কৃ
ণক) শব্দটির অর্থ কি?
ক. যা পদকে সম্পাদন করে
খ. যা সমাসকে সম্পাদন করে
গ. যা ক্রিয়া সম্পাদন করে
ঘ. যা পদ ও সমাসকে সম্পাদন করে
উত্তরঃ গ

প্রশ্নঃ আমার যাওয়া হবে না – ‘আমার’ কোন কর্তা ?
ক. মুখ্য কর্তা
খ. ব্যতিহার কর্তা
গ. ভাববাচ্যের কর্তা
ঘ. কর্মবাচ্যের কর্তা
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি নিমিত্তার্থে চতুর্থী – এর উদাহরণ ?
ক. (বাবাকে) বড় ভয় হয়
খ. (খেলা) শেষ হলো
গ. (ধোপাকে) কাপড় দাও
ঘ. বেলা যে পড়ে এল (জলকে) চল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পুকুরে মাছ আছে —- পুকুরে কোন অধিকরণ ?
ক. বৈষয়িক
খ. ভাবাধিকরণ
গ. অভিব্যাপক
ঘ. ঐকদেশিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল।’ -‘গাঁয়ে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে সপ্তমী
খ. করণে দ্বিতীয়া
গ. কর্মে সপ্তমী
ঘ. অধিকরণে তৃতীয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে কি বলে ?
ক. অপাদান কারক
খ. অধিকরণ কারক
গ. সম্প্রদান কারক
ঘ. কর্ম কারক
উত্তরঃ খ

প্রশ্নঃ ধোপাকে কাপড় দাও। ‘ধোপাকে’ কোন কারকে কোন বিভক্তি ?
ক. কর্তাকারকে চতুর্থী বিভক্তি
খ. কর্মকারকে চতুর্থী বিভক্তি
গ. সম্প্রদান কারকে দ্বিতীয়া বিভক্তি
ঘ. অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ একবচন ও বহুবচনভেদে বিভক্তিগুলোর কি ধরনের পার্থক্য দেখা যায় ?
ক. উচ্চারণগত
খ. অর্থগত
গ. অবস্থানগত
ঘ. আকৃতিগত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘আমাকে যেতে হবে’ বাক্যে আমাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় ২য়া
খ. কর্মে ২য়া
গ. অপাদানে ২য়া
ঘ. অধিকরণে ২য়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু’ -‘সুখের লাগিয়া’ এর কারক ও বিভক্তি কোনটি?
ক. কর্মে ৬ষ্ঠী
খ. করণে ৬ষ্ঠী
গ. নিমিত্তার্থে ৬ষ্ঠী
ঘ. অপাদানে ৬ষ্ঠী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আমাদের একটি গল্প বলুন’ বাক্যে আমাদের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ষষ্ঠী
খ. কর্মে ২য়া
গ. অপাদানে ৫মী
ঘ. সম্প্রদানে ষষ্ঠী
উত্তরঃ ক

প্রশ্নঃ কালবাচক শব্দের উত্তরে কোন বিভক্তি যুক্ত হয় ?
ক. র
খ. রা
গ. এর
ঘ. এ, য়, তে
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সৎপাত্রে কন্যা দাও।’ ‘সৎপাত্রে’ কোন কারক ও কোন বিভক্তি?
ক. সম্প্রদান কারকে সপ্তমী
খ. অপাদান কারকে সপ্তমী
গ. কর্মকারকে সপ্তমী
ঘ. করণ কারকে সপ্তমী
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন কারক নির্ণয় করুন: ‘রনি তাস খেলে;।
ক. অধিকরণ
খ. অপাদান
গ. করণ
ঘ. কর্তৃ
উত্তরঃ গ

প্রশ্নঃ (সুখের চেয়ে) স্বস্তি ভালো –
ক. অপাদানে ৫মী
খ. কর্মে ৫মী
গ. করণে ৫মী
ঘ. অধিকরণে ৫মী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পাতায় পাতায় পড়ে নিশির শিশির’ -‘পাতায় পাতায়’ কোন কারকে কোন বিভক্তি?
ক. অপদানে সপ্তমী
খ. করণে শূন্য
গ. অধিকরণে সপ্তমী
ঘ. সম্বন্ধ পদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মেয়েরা লুডু খেলে’ – ‘লুডু’ কোন কারকে কোন বিভক্তি?
ক. করণ কারকে ৬ষ্ঠী
খ. কর্মকারকে শূন্য
গ. করণ কারকে শূন্য
ঘ. সম্প্রদান কারকে শূন্য
উত্তরঃ গ

প্রশ্নঃ কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে বলে
ক. করণ কারক
খ. কর্মকারক
গ. কর্তৃকারক
ঘ. অপাদান কারক
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পরের দিন উৎসব’ বাক্যে মাঝের শব্দটি কোন কারকের উদাহরণ?
ক. কর্তৃকারক
খ. কর্মকারক
গ. অপাদান কারক
ঘ. অধিকরণ কারক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘নদীর মাছ সুস্বাদু’ -বাক্যে নদীর শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় ষষ্ঠী
খ. কর্মে ষষ্ঠী
গ. অপাদানে ষষ্ঠী
ঘ. অধিকরণে ষষ্ঠী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ক্রিয়াকে কোথা থেকে প্রশ্ন করলে কোন কারক পাওয়া যায় ?
ক. কর্ত
খ. কর্ম
গ. সম্প্রদান
ঘ. অপাদান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘আজকে নগদ কালকে ধার’ -বাক্যে আজকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে ২য়া
খ. অধিকরণে ২য়া
গ. কর্মে শূন্য
ঘ. করণে ২য়া
উত্তরঃ খ
প্রশ্নঃ বসন্তে ফুল ফোটে – বাক্যে ‘বসন্ত’ কোন কারক ?
ক. করণকারক
খ. কর্তৃকারক
গ. অধিকরণ কারক
ঘ. অপাদান কারক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কান্নায় শোক কমে।’ – এ বাক্যে ‘কান্নায়’ কোন কারক?
ক. অধিকরণ কারক
খ. অপাদান কারক
গ. সম্প্রদান কারক
ঘ. করণ কারক
উত্তরঃ ক

প্রশ্নঃ বাইরে থেকে দেখে মানুষ চেনা যায় না। ‘বাইরে থেকে’ কোন কারকে কোন বিভক্তি ?
ক. কর্তৃকারক, দ্বিতীয়া বিভক্তি
খ. কর্মকারক, পঞ্চমী বিভক্তি
গ. করণ কারক, ষষ্ঠী বিভক্তি
ঘ. অপাদান কারক, পঞ্চমী বিভক্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
ক. ধ্বনিতত্ত্বে
খ. রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. অর্থতত্ত্বে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘গাড়ি স্টেশন ছাড়ল’- বাক্যে স্টেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকরকে শূন্য
খ. কর্মকারকে শূন্য
গ. করণ কারকে শূন্য
ঘ. অপাদান কারকে শূন্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা – এখানে ‘আমারে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
ক. কর্তৃকারকে সপ্তমী
খ. কর্তৃকারকে ষষ্ঠী
গ. কর্মকারকে দ্বিতীয়া
ঘ. সম্প্রদানে দ্বিতীয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ অধিকরণ কাকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?
ক. ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
খ. কাজের পরিচয় ফলে বোঝা যায়
গ. ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই
ঘ. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!