বাংলা ব্যাকরণ-১১

প্রশ্নঃ তিনি (চোখে) দেখেন না।
ক. অধিকরণ কারক
খ. অপাদান কারক
গ. করণ কারক
ঘ. সম্প্রদান কারক
উত্তরঃ গ

প্রশ্নঃ বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় প্রকার ?
ক. ৩ প্রকার
খ. ৪ প্রকার
গ. ৫ প্রকার
ঘ. ৬ প্রকার
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ আমার যাওয়া হয়নি — বাক্যের আমার কোন কারকে কোন বিভক্তি ?
ক. কর্মে ষষ্ঠী
খ. কর্তায় ষষ্ঠী
গ. অপাদানে ষষ্ঠী
ঘ. করণে ষষ্ঠী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সব ঝিনুকে মুক্ত পাওয়া যায় না’-বাক্যে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় ২য়া
খ. কর্মে ২য়া
গ. অপাদানে ৭মী
ঘ. অধিকরণে ৭মী
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি সম্প্রদান কারকের উদাহরণ ?
ক. অন্ধজনে দেহ আলো
খ. ধোপাকে কাপড় দাও
গ. মেঘে বৃষ্টি হয়
ঘ. টাকায় কিনা হয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বনে ফুল ফোটে’ -‘বনে কোন কারক?
ক. অপাদান কারক
খ. অধিকরণ কারক
গ. সম্প্রদান কারকে
ঘ. কর্তৃকারক
উত্তরঃ খ

প্রশ্নঃ ছেলেটিকে বিছানায় শোয়াও – ‘ছেলেটিকে’ কোন কর্ম ?
ক. উদ্দেশ্য কর্ম
খ. বিধেয় কর্ম
গ. সমধাতুজ কর্ম
ঘ. প্রযোজক ক্রিয়ার কর্ম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘তিনি চোখে দেখেন না’ -‘চোখে কোন কারক?
ক. অধিকরণ কারক
খ. অপাদান কারক
গ. করণ কারক
ঘ. সম্প্রদান কারক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘জগতে কীর্তিমান হও সাধনায়।’ -এখানে ‘সাধনায়’ শব্দটি কোন কারক ও কোন বিভক্তি?
ক. কর্মকারকে দ্বিতীয়া
খ. কর্তকারকে সপ্তমী
গ. অধিকরণ কারকে সপ্তমী
ঘ. করণকারকে সপ্তমী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?
ক. বিভক্তি
খ. কারক
গ. প্রত্যয়
ঘ. অনুসর্গ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি সম্প্রদান কারকে ৭মী বিভক্তির উদাহরণ ?
ক. লোকটি কানে শুনে না
খ. দুধে দধি হয়
গ. দীনে দয়া কর
ঘ. ধোপাকে কাপড় দাও
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মাঠে ধান ফলেছে।’ বাক্যে ‘মাঠে’ কোন কারক?
ক. স্থানধিকরণ
খ. কালাধিকরণ
গ. বিষয়াধিকরণ
ঘ. ভাবাধিকরণ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শুক্রবার স্কুল বন্ধ’ -বাক্যে স্কুল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় শূন্য
খ. কর্মে শূন্য
গ. অপাদানে শূন্য
ঘ. অধিকরণে শূন্য
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি ঐকদেশিক অধিকরণের উদাহরণ ?
ক. আঁকাশে চাঁদ উঠেছে
খ. হামিদ অংকে কাঁচা
গ. তিলে তেল আছে
ঘ. নদীতে পানি নেই
উত্তরঃ ক

প্রশ্নঃ ক্রিয়া সম্পাদনের বিচিত্র্য অনুসারে কর্তা কয় প্রকার ?
ক. ৩ প্রকার
খ. ৪ প্রকার
গ. ৫ প্রকার
ঘ. ৬ প্রকার
উত্তরঃ খ
প্রশ্নঃ বাঁশি বাজে – ‘বাঁশি’ কোন কর্তা ?
ক. প্রযোজক কর্তা
খ. কর্ম -কর্তৃবাচ্যের কর্তা
গ. ভাববাচ্যে কর্তা
ঘ. কর্মবাচ্যের কর্তা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস’- এই বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
ক. কর্তৃকারকে সপ্তমী
খ. কর্মকারকে সপ্তমী
গ. অপাদান কারকে তৃতীয়া
ঘ. অধিকরণে কারকে সপ্তমী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘করিমকে রহিম গতকাল মেরেছে’– বাক্যে কর্মকারক সূচক শব্দ কোনটি?
ক. রহিম
খ. করিমকে
গ. গতকাল
ঘ. মেরেছে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘রাজার রাজ্যে প্রজার জমি।’ -এটি হল-
ক. অধিকরণে সপ্তমী
খ. অধিকার সম্বন্ধ
গ. কর্মে সপ্তমী
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘দীন দেখিয়া দান করিও’ -‘দীন’ কোন কারকে শূন্য বিভক্তির উদাহরণ?
ক. অপাদান কারক
খ. সম্প্রদান কারক
গ. অধিকরণ কারক
ঘ. কর্তৃকারক
উত্তরঃ খ

প্রশ্নঃ সারারাত বৃষ্টি হয়েছে। ‘সারারাত’ কোন কারকে কোন বিভক্তি ?
ক. কর্তৃকারক, ষষ্ঠী বিভক্তি
খ. কর্মকারক, পঞ্চমী বিভক্তি
গ. অপাদান কারক, পঞ্চমী বিভক্তি
ঘ. অধিকরণ, শূন্য বিভক্তি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আমার গানের মালা আমি করব (কারে) দান। নিম্ন রেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি ?
ক. করণে ৭মী
খ. কর্মে ৭মী
গ. কর্তায় ৭মী
ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ খ

প্রশ্নঃ “এমন ছেলে আর দেখিনি।”- বাক্যে ছেলে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় শূন্য
খ. কর্মে শূন্য
গ. অপাদানের শূন্য
ঘ. অধিকরণে শূন্য
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বর্ষাকালে সাপের ভয়’ -‘সাপের’ কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে ৬ষ্ঠী
খ. কর্মে ৬ষ্ঠী
গ. সম্প্রদানে ৬ষ্ঠী
ঘ. করণে ৬ষ্ঠী
উত্তরঃ ক

প্রশ্নঃ অপ্রাণিবাচক শব্দের উত্তরে কোন বিভক্তি হয়?
ক. কে বিভক্তি
খ. রে বিভক্তি
গ. প্রথমা বিভক্তি
ঘ. শূন্য বিভক্তি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কেওয়াট’ -এর আভিধানিক অর্থ কোনটি?
ক. কপোট
খ. কেউটে
গ. কপাট
ঘ. করোটি
উত্তরঃ গ

প্রশ্নঃ সম্প্রদান কারকে কোন বিভক্তি যুক্ত হয় ?
ক. ১মা
খ. ২য়া
গ. ৪র্থী
ঘ. ৫মী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘টাকায় কিনা হয়।’ -‘টাকায়’ কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণে সপ্তমী
খ. কর্মে শূন্য
গ. করণে সপ্তমী
ঘ. সম্বন্ধ পদ
উত্তরঃ গ

প্রশ্নঃ অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?
ক. ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
খ. কাজের পরিচয় ফলে বোঝা যায়
গ. ফুলের গন্ধে ঘুম আসে না এলা জেগে বই
ঘ. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সূর্যোদয়ে নলিনী, চন্দ্রোদয়ে কুমুদিনী প্রস্ফুটিত হয়।’ ‘সূর্যোদয়ে’ ও ‘কুদুমনিী’ হল-
ক. কালাধিকরণ
খ. ভাবাধিকরণ
গ. আধারাধিকরণ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অন্ধজনে দেহ আলো, মৃতজনে প্রাণ।’ -অন্ধজনে, মৃতজনে পদে কোন কারকে বিভক্তি হয়েছে?
ক. করণ কারকে তৃতীয়া বিভক্তি
খ. কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি
গ. কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি
ঘ. সম্প্রদান কারকে ৭মী বিভক্তি
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!