প্রশ্নঃ ‘অরুণ’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. উদক
খ. আপন
গ. বিধূ
ঘ. সবিতা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘অষ্টরম্ভা’ শব্দটির অর্থ হল-
ক. আটটি রথ
খ. আট প্রকার ধাতু
গ. আটটি কলা
ঘ. আটজন অপ্সরী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ঘোড়া’-এর সমার্থক শব্দ নয় কোনটি?
ক. অশ্ব
খ. ঘোটক
গ. তুরগ
ঘ. গর্দভ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Excise duty-র পরিভাষা কোনটি?
ক. অতিরিক্ত কর
খ. আবগারি শুল্ক
গ. অর্পিত দায়িত্ব
ঘ. অতিরিক্ত কর্তব্য
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি কন্যার সমার্থক নয়?
ক. আত্মজা
খ. স্বজা
গ. সুতা
ঘ. অংশু
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি ‘বাতাস’ শব্দের সমার্থক নয়?
ক. পাবক
খ. মারুত
গ. পবন
ঘ. অনিল
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘গণ্ডগ্রাম’ -এর সমার্থক কি?
ক. অজপাড়া গাঁ
খ. মূর্খদের গ্রাম
গ. অতি ক্ষুদ্র গ্রাম
ঘ. বৃহৎ গ্রাম
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘পল্লবগ্রাহিতা’ শব্দটির সঠিক অর্থ নিম্নের কোনটি?
ক. ভাসা ভাসা জ্ঞান
খ. পাতা কুড়ানো
গ. অনুকরণ
ঘ. কোনটিই না
উত্তরঃ ক
প্রশ্নঃ একই শব্দের নানা প্রকার অর্থ থাকলে তাকে কি বলে ?
ক. সমার্থক শব্দ
খ. বিভিন্নার্থক শব্দ
গ. বিপরীতার্থক শব্দ
ঘ. ক্রিয়াবাচক শব্দ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘হরিণ’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. মাতঙ্গ
খ. তুরঙ্গ
গ. কুরঙ্গ
ঘ. বারিধি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ইঙ্গিত’ কোন শব্দের অর্থ ?
ক. আবাস
খ. আভাশ
গ. আভাষ
ঘ. আভাস
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Intellectual’ শব্দের অর্থ কোনটি?
ক. বুদ্ধিজীবী
খ. বুদ্ধিমান
গ. মেধাবী
ঘ. মননশীল
উত্তরঃ ক
প্রশ্নঃ নেত্র-
ক. চোখ
খ. চন্দ্র
গ. সূর্য
ঘ. ক্ষেত্র
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘পানি’র সমার্থক শব্দ-
ক. উদর
খ. উপল
গ. উদক
ঘ. উষার
উত্তরঃ গ
প্রশ্নঃ চন্দ্রিকা-
ক. চাঁদ
খ. সূর্য
গ. জ্যোৎস্না
ঘ. কিশলয়
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ নয় ?
ক. অর্নব
খ. সবিতা
গ. অংশুমালী
ঘ. আদিত্য
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘নীর’ শব্দের অর্থ কি?
ক. নদী
খ. বাড়ি
গ. পানি
ঘ. বাসা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘লক্ষ’ শব্দের অর্থ কোনটি ?
ক. উদ্দেশ্য
খ. চিহ্ন
গ. দিক
ঘ. একশ হাজার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘অটবী-এর প্রতিশব্দ কোনটি?
ক. স্থির
খ. কুল
গ. নদী
ঘ. বন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘অগ্নি’-এ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. অতীব
খ. হুতাশন
গ. অংশু
ঘ. তনয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ বিধুর-
ক. কঠিন
খ. জ্ঞানী
গ. কাতর
ঘ. বলিষ্ঠ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘পৃথিবী’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. মেদিনী
খ. বিনতি
গ. যামিনী
ঘ. শৈল
উত্তরঃ ক
প্রশ্নঃ নিকুঞ্জ
ক. খেলার মাঠ
খ. পাখির ভাষা
গ. খড়ের ঘর
ঘ. বাগান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সমার্থক শব্দ নয় কোন শব্দটি
ক. জলাশয়
খ. দীঘি
গ. পুকুর
ঘ. ঢেউ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘খপোত’ -এর অর্থ কী?
ক. পৃথিবী
খ. আকাশ
গ. দিগন্ত
ঘ. পাতাল
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘চক্ষু’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. সমর
খ. পবন
গ. লোচন
ঘ. অন্তরীক্ষ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বৃক্ষ’ শব্দের সমার্থক নয়-
ক. বিটপী
খ. মহীরুহ
গ. বিপিন
ঘ. পাদপ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ভুজঙ্গ’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক. নেউল
খ. সাপ
গ. গিরগিটি
ঘ. খরগোশ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘অয়োময়’ শব্দের অর্থ কি?
ক. লৌহময়
খ. পেঁচানো
গ. দুর্বোধ্য
ঘ. বাঁজে
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আকাশ’ এর সমার্থক শব্দ নয়-
ক. গগন
খ. অন্তরীক্ষ
গ. অন্বর
ঘ. ভুবন
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)