বাংলা ব্যাকরণ-১২৯

প্রশ্নঃ কপর্দহীন
ক. বোকা
খ. নিঃস্ব
গ. সহায়হীন
ঘ. মলিন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পর্বত’ এর প্রতিশব্দ কোনটি?
ক. তুরাগ
খ. ভুজ
গ. আগার
ঘ. নগ
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোনটি সূর্যের সমার্থ শব্দ?
ক. দিনেশ
খ. অবনী
গ. কলানিধি
ঘ. বিভাবসু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘Affidavit’ শব্দের বাংলা পরিভাষা কী?
ক. চুক্তিপত্র
খ. ওকালতনামা
গ. দলিল
ঘ. হলফনামা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সরসী ও ষোড়শী’ শব্দ যুগলের অর্থ কি কি ?
ক. আয়না ও রূপসী
খ. রূপসী ও শাড়ি
গ. সরোবর ও ষোল বছরের কন্যা
ঘ. ষোল বছরের কন্যা ও সরোবর
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘হস্তী’ সমার্থক কোন শব্দের?
ক. দিপ
খ. দ্বিপ
গ. দ্বীপ
ঘ. দীপ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন শব্দটি ‘কুহক’-এর সমার্থক নয়?
ক. মায়া
খ. ভেল্কি
গ. বিরাগ
ঘ. ছলনা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আল্লাহ হাফেজ’ শব্দের অর্থ কোনটি?
ক. আল্লাহ সর্বজ্ঞানী
খ. আল্লাহ আপনাকে রক্ষা করুন
গ. আল্লাহকে সদা সর্বদা স্মরণে রাখবে
ঘ. পৃথিবীর সব কিছু আল্লাহর নখ দর্পণে আচে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. গোত্র
খ. কিনার
গ. তীর
ঘ. তট
উত্তরঃ ক

প্রশ্নঃ যামিনী এর প্রতিশব্দ কোনটি?
ক. প্রসৃন
খ. দামিনী
গ. শর্বরী
ঘ. নিকর
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘উষ্ণীষ’-এর শব্দার্থ-
ক. অত্যন্ত উষ্ণ
খ. কুসুম কুসুম উষ্ণ
গ. পাগড়ি
ঘ. শীতের আমেজ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মৃগঙ্ক’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. দিনেশ
খ. সুধাকর
গ. প্রভাকর
ঘ. তনু
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি ‘চন্দ্র’ এর প্রতিশব্দ নয় ?
ক. হিমাংশু
খ. ইন্দু
গ. ঊর্মি
ঘ. বিধু
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ভ্রমর’ অর্থে কোনটি শুদ্ধ নয়?
ক. মধূলেহ
খ. ভোমরা
গ. মৌমাছি
ঘ. মধুময়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সূর্য এর প্রতিশব্দ নয় কোনটি?
ক. দিবাকর
খ. বিভাবসু
গ. হিমকর
ঘ. দিনকর
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বায়স’ শব্দের অর্থ কী?
ক. শেয়াল
খ. বৃদ্ধ
গ. কাক
ঘ. বুদ্ধিমান
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সামীপ্য’ শব্দের অর্থ কি ?
ক. অনুকূল
খ. কুল
গ. তীর
ঘ. নৈকট্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি ‘কুল’ শব্দের প্রতিশব্দ নয়?
ক. তীর
খ. তট
গ. কুন্তল
ঘ. অবধি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সর্বংসহা’ কিসের প্রতিশব্দ ?
ক. চাঁদ
খ. সূর্য
গ. পৃথিবী
ঘ. পর্বত
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পবন’ অর্থ কি ?
ক. বাতাস
খ. পানি
গ. আকাশ
ঘ. সাপ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘হস্তী’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. অহি
খ. দিবা
গ. গজ
ঘ. জলধর
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি ‘বাতাশ’ এর প্রতিশব্দ ?
ক. তীমূন্ত
খ. নীরদ
গ. কলত্র
ঘ. মরুৎ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সূর্য’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. কিরণ
খ. দ্যুলোক
গ. অংশুমালী
ঘ. দীপ্তি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মার্তণ্ড’ শব্দের অর্থ কী?
ক. সূর্য
খ. মরুভূমি
গ. চন্দ্র
ঘ. আকাশ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি ‘অন্ধকার’ শব্দের সমার্থক শব্দ?
ক. পাবক
খ. মনোজ
গ. ধারাপাত
ঘ. তমসা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘নারী’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. কায়া
খ. মায়া
গ. ললনা
ঘ. শুভ্রা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কেশ’ এর সমার্থক শব্দ নয়-
ক. কুন্তল
খ. ললাট
গ. চুল
ঘ. অলক
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সোম’ শব্দের অর্থ কী?
ক. কান্তি
খ. বিধু
গ. শৈল
ঘ. মিত্র
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘উত্তম’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. প্রধান
খ. দীনতা
গ. বিকাশ
ঘ. বিভু
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নদী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. সরিৎ
খ. বারিধি
গ. উদক
ঘ. অম্বু
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!