বাংলা ব্যাকরণ-১২৭

প্রশ্নঃ সমার্থক শব্দগুচ্ছ কোনটি ?
ক. দীঘিনা, নদী, প্রণালী
খ. শৈবলিনী, তরঙ্গনী, সরিৎ
গ. গাঙ, তটিনী, অর্ণব
ঘ. স্রোতস্বিনী, নির্জরিণী, সিন্ধু
উত্তরঃ খ

প্রশ্নঃ দালান বা অট্টালিকা কোন শব্দের অর্থ ?
ক. প্রাসাদ
খ. প্রাষাদ
গ. প্রসাদ
ঘ. প্রশাদ
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘পক্ষী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. তামরস
খ. খেচর
গ. বিহঙ্গ
ঘ. বিভব
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি ‘বিষ’ শব্দের সমার্থক শব্দ নয়?
ক. কালকূট
খ. ময়ূখ
গ. গরল
ঘ. জহর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অভিনিবেশ’ শব্দটির অর্থ কি?
ক. অভিরুচি
খ. নিস্পৃহ
গ. মনোযোগ
ঘ. বিশেষভাবে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘জল’ শব্দের সমার্থক নয় কোনটি?
ক. সলিল
খ. উদক
গ. জলধি
ঘ. নীর
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক. পাবক
খ. বধূ
গ. অম্বর
ঘ. অবণী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ওদন’ কোন শব্দের প্রতিশব্দ –
ক. পাথর
খ. অন্ন
গ. আনন্দ
ঘ. বস্ত্র
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি সমার্থক শব্দ নয়?
ক. পাবক
খ. পবন
গ. বহ্নি
ঘ. অনল
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আসার’ শব্দের অর্থ কী?
ক. জলধারা
খ. মান বিশেষ
গ. প্রবল বৃষ্টিপাত
ঘ. অন্তসারশূন্য
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘জলদ’ কোন শব্দের প্রতিশব্দ ?
ক. আকাশ
খ. মেঘ
গ. বাতাস
ঘ. নদী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘নীবার’ শব্দের অর্থ কি ?
ক. ধানের নাম
খ. নদীর নাম
গ. নিবারণ
ঘ. বিরাম ধ্বনি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সন্দেশ’ এর প্রতিশব্দ কি ?
ক. মিষ্টি
খ. খবর
গ. দোকান
ঘ. সকাল
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘A bull in a Chain Shop’ বাক্যটির বঙ্গানুবাদ–
ক. পদ্মবনে মত্তহস্তী
খ. গোবরে পদ্মফুল
গ. বন্যেরা বনে সুন্দর
ঘ. চীনা দোকানে ষাঁড়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘জল’ এর প্রতিশব্দ কোনটি ?
ক. তরঙ্গ
খ. বীচি
গ. নিধি
ঘ. অম্বু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সমুদ্র
ক. অভ্র
খ. বারি
গ. অর্ণব
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সূর্য’ -এর সমার্থক শব্দ নয়-
ক. সুধাকর
খ. রবি
গ. দিবাকর
ঘ. প্রভাকর
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘স্ত্রী’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. বিণতা
খ. অঙ্গনা
গ. মোহিনী
ঘ. ধাত্রী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘খগ’ শব্দটির অর্থ কী?
ক. ঘোড়া
খ. বাঘ
গ. মানুষ
ঘ. পাখি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘তুরগ’ কোন শব্দের প্রতিশব্দ ?
ক. হাতি
খ. গরু
গ. অশ্ব
ঘ. ছাগল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পথ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. সরণি
খ. স্মরণি
গ. স্বরনী
ঘ. সরনি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ঢেউ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. বারি
খ. অম্বু
গ. বীচি
ঘ. বারিধি
উত্তরঃ গ

প্রশ্নঃ বেমানান’ শব্দ কোনটি?
ক. রত্নাকর
খ. আদিত্য
গ. প্রভাকর
ঘ. অংশুমালী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বেসাতি’ শব্দের প্রকৃত অর্থ কোনটি?
ক. পোশাক
খ. সাজ সজ্জা
গ. উপকরণ
ঘ. কেনাবেচা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মিলন’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক. জীবন
খ. মরণ
গ. বিচ্ছেদ
ঘ. বিরহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যামিনী
ক. ফুল
খ. রাত্রি
গ. পানি
ঘ. কুয়াশা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অপলাপ’ শব্দের অর্থ কি?
ক. অস্বীকার
খ. মিথ্যা
গ. প্রলাপ
ঘ. অসদালাপ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রাকা’ শব্দের অর্থ কি ?
ক. পূর্ণিমা
খ. ক্রিয়াপদ
গ. মেয়েদের নাম
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মনোরম’- এর সমার্থক শব্দ কোনটি?
ক. কঠিন
খ. উদ্ধত
গ. অকল্পনীয়
ঘ. অনুপম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অনুপম’ -এর সমার্থক শব্দ কোনটি?
ক. অপরিমিত
খ. অতুল্য
গ. মনোরম
ঘ. অকল্পনীয়
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!