প্রশ্নঃ কোনটি ‘অগ্নি’-র সমার্থক শব্দ নয়?
ক. পাবক
খ. বৈশ্বানর
গ. সর্বশুচি
ঘ. প্রজ্বলিত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘চন্দ্র’ এর সমার্থক শব্দ নয়-
ক. চাঁদ
খ. নিশাকর
গ. অদ্রি
ঘ. হিমকর
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘Pleadings’- এর অর্থ কি?
ক. আরজী
খ. লিখিত জবাব
গ. আরজী ও লিখিত জবাব
ঘ. উকিলের বক্তব্য
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘Subconscious’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল-
ক. অর্ধচেতন
খ. অবচেতন
গ. চেতনাহীন
ঘ. চেতনাপ্রবাহ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘Null and Void’-এর বাংলা পরিভাষা কী?
ক. বাতিল
খ. পালাবদল
গ. মামুলি
ঘ. নিরপেক্ষ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ঢেউ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. আলো
খ. ঊর্মি
গ. নাদ
ঘ. নিনাদ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয়-
ক. পাহাড়
খ. গিরি
গ. শিলা
ঘ. শৈল
উত্তরঃ গ
প্রশ্নঃ মাঝিরা নৌকার গুণ টেনে এসেছে – শব্দে ‘গুণ’ শব্দের অর্থ কি ?
ক. ক্রিয়া
খ. ধর্ম
গ. উৎকর্ষ
ঘ. দড়ি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘পুষ্প’ -এর সমার্থক শব্দ নয়-
ক. ফুল
খ. অবনী
গ. কুসুম
ঘ. প্রসুন
উত্তরঃ খ
প্রশ্নঃ “Attested”- শব্দের পরিভাষা কোনটি?
ক. সত্যায়িত
খ. প্রত্যায়িত
গ. সত্যায়ন
ঘ. সংলগ্ন/সংলাপ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘Treasurer’ এর পরিভাষা কী?
ক. অর্থভান্ডার
খ. অর্থমন্ত্রী
গ. কোষাধ্যক্ষ
ঘ. কোনটিই না
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বাদ্যযন্ত্র’ অর্থটি কোন শব্দের ?
ক. বিনা
খ. বিণা
গ. বীণা
ঘ. বীনা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘গোকুল’ শব্দের অর্থ কি?
ক. গরু জাতি
খ. মানুষ জাতি
গ. বৃন্দাবন
ঘ. বেজি
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী?
ক. একাগ্রতায়
খ. সমান ব্যবহারে
গ. সম ভাবনায়
ঘ. একযোগে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘বামেতর’ শব্দটির অর্থ-
ক. বামচোখ
খ. ডান
গ. ইতর
ঘ. বাম দিক
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন শব্দটি ‘নদী’ শব্দের প্রতিশব্দ?
ক. তটিনী
খ. যামিনী
গ. স্রোতস্বিনী
ঘ. শ্রামলী
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি ‘কোকিল’ শব্দের প্রতিশব্দ নয়?
ক. বসন্তদূত
খ. পরভৃৎ
গ. পরভৃত
ঘ. পিক
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়–
ক. পাবক
খ. বহ্নি
গ. হুতাশন
ঘ. প্রজ্বলিত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘দীন’ শব্দের অর্থ কোনটি ?
ক. সূর্য
খ. প্রভু
গ. দরিদ্র
ঘ. স্ত্রী
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘তটিনী’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. তরঙ্গিনী
খ. তন্বী
গ. তরী
ঘ. তট
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘নন্দন’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. তন্ময়
খ. তনয়
গ. নির্ঝর
ঘ. নিরূপম
উত্তরঃ খ
প্রশ্নঃ রাত্রির সমার্থক শব্দ-
ক. শর্বরী
খ. শরবী
গ. শফরী
ঘ. শশী
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘নারী ও নাড়ী’ শব্দ যুগলের অর্থ কি কি ?
ক. অন্ত্র ও শিরা
খ. অন্ত্র ও ধমনী
গ. রমণী ও অন্ত্র
ঘ. ধ্মনী ও শিরা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ফুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. ফুলশর
খ. রঙ্গনা
গ. অলি
ঘ. অহি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ইতি’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
ক. অবসান
খ. বরেণ্য
গ. শেষ
ঘ. বিরাম
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘দ্বিপ’ অর্থ কী?
ক. আলো
খ. হাতি
গ. জলবেষ্টিত স্থান
ঘ. বাতি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. অনিল
খ. জলধর
গ. পাথার
ঘ. মাতঙ্গ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘মেধ’ অর্থ কি?
ক. মজ্জা
খ. নৃত্যগীত
গ. যজ্ঞ
ঘ. ক্রীড়ানুষ্ঠান
উত্তরঃ গ
প্রশ্নঃ সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের–
ক. অর্থ পরিবর্তিত হয়
খ. অর্থের অবনতি ঘটে
গ. সৌন্দর্য বৃদ্ধি পায়
ঘ. সৌন্দর্য হ্রাস পায়
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি ‘গরু’ এর প্রতিশব্দ নয় ?
ক. গাভী
খ. পায়স্বিনী
গ. পিক
ঘ. ধেনু
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)