বাংলা ব্যাকরণ-১২৫

প্রশ্নঃ স্বাক্ষর শব্দের অর্থ কি?
ক. দস্তখত
খ. নিরক্ষর
গ. উচ্চ শিক্ষিত
ঘ. অক্ষরজ্ঞানসম্পন্ন
উত্তরঃ ক

প্রশ্নঃ কাদম্বিনী শব্দের অর্থ কী?
ক. মেঘ
খ. বৃষ্টি
গ. রোধ
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক. পৃথী
খ. নীর
গ. ক্ষিতি
ঘ. অবনী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
ক. মেদিনী
খ. প্রসূন
গ. অবনী
ঘ. ধরণী
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি ‘বন’ এর প্রতিশব্দ নয় ?
ক. অটবী
খ. কান্তার
গ. বিপিন
ঘ. ভূজগ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পিতা’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. জনক
খ. জননী
গ. পিতামহ
ঘ. পিতৃব্য
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আবিল’ শব্দের অর্থ কি?
ক. স্বচ্ছ
খ. স্বাভাবিক
গ. কলুষিত
ঘ. অস্বাভাবিক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কুণ্ডুয়ন’ শব্দের অর্থ হচ্ছে-
ক. কুণ্ডলী পাকান
খ. চুলকান
গ. কানে অলংকার ধারণ
ঘ. এর কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি ‘অগ্নি’ শব্দের প্রতিশব্দ নয়?
ক. অনল
খ. ফুলশ্বর
গ. পাবক
ঘ. হুতাশন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি সমার্থক নয়?
ক. বারিধি
খ. বারীশ
গ. সুধাকর
ঘ. রত্নাকর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি ‘কেশ’ এর প্রতিশব্দ নয় ?
ক. অলক
খ. বাসা
গ. চিকুর
ঘ. কুন্তল
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘যশ বা খ্যাতি’ অর্থটি কোন শব্দের?
ক. কৃতী
খ. কির্তি
গ. কৃর্তি
ঘ. কীর্তি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘আহব’ শব্দের অর্থ কি?
ক. আহবান
খ. আগমন
গ. অস্ত্রশস্ত্র
ঘ. যুদ্ধ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পরভৃৎ শব্দের অর্থ-
ক. কাক
খ. কোকিল
গ. বক
ঘ. আম্র
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পনস’ কোন ফলের নাম?
ক. কাঁঠাল
খ. আমড়া
গ. তাল
ঘ. আখরোট
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অন্ধকার’ এর সমার্থক শব্দ নয়-
ক. তিমির
খ. কাজল
গ. আঁধার
ঘ. অমানিশা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘শম’ শব্দের অর্থ কি?
ক. সমান
খ. মৃত্যু
গ. শান্তি
ঘ. বন্ধন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কূল’ এর প্রতিশব্দ কোনটি ?
ক. পুলিন
খ. পরভৃৎ
গ. বিটনী
ঘ. ভৃংগ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মৃগেন্দ’ -এর প্রতিশব্দ-
ক. মৃগ
খ. মৃগী
গ. সিংহ
ঘ. মৃগয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ঊর্মির প্রতিশব্দ-
ক. সূর্য
খ. চন্দ্র
গ. তরঙ্গ
ঘ. উগ্র
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বিরাগী’ শব্দের অর্থ-
ক. উদাসীন
খ. প্রতিকুল
গ. রাগহীন
ঘ. বিশেষভাবে রুষ্ট
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ নয় নিচের কোনটি?
ক. সুধাংশু
খ. আদিত্য
গ. ভাস্কর
ঘ. মার্তন্ড
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি সমার্থক শব্দ নয়?
ক. আলয়
খ. বিপণী
গ. আবাস
ঘ. নিকেতন
উত্তরঃ খ

প্রশ্নঃ ব্রাত্য শব্দের সমার্থক-
ক. পতিত
খ. বতায়
গ. ব্যুহ
ঘ. ব্রত
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কপোত’ শব্দটির সঠিক অর্থ কোনটি?
ক. বক
খ. কবুতর
গ. হারগিলা
ঘ. ময়ূর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ঔপম্য’ শব্দের অর্থ কি ?
ক. উপমা
খ. সাদৃশ্য
গ. উদাসীন
ঘ. বৈসাদৃশ্য
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অন্ধকার’ এর সমার্থক শব্দ হচ্ছে –
ক. তমসা
খ. অম্বর
গ. অলক
ঘ. কন্দর্প
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নন্দিনী’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. ননদিনী
খ. নারী
গ. তনয়া
ঘ. সুন্দরী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বধির’ শব্দের অর্থ হল?
ক. পানি
খ. বায়ু
গ. রক্ত
ঘ. শৈল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দামিনী’ শব্দের অর্থ কি?
ক. রাত্রি
খ. ধরিত্রী
গ. বিদ্যুৎ
ঘ. জলধি
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!