প্রশ্নঃ ‘অম্বর’-শব্দের অর্থ কি?
ক. মেঘ
খ. বজ্রধ্বনি
গ. আকাশ
ঘ. হাতি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আগুন’ এর প্রতিশব্দ নয় কোনটি?
ক. অনল
খ. বহ্নি
গ. পাবক
ঘ. কর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি সমার্থক শব্দ নয়?
ক. সন্দেশ
খ. সংবাদ
গ. বার্তা
ঘ. গুজব
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ভূত’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক. ভবিষ্যৎ
খ. পেত্নী
গ. ভোতা
ঘ. ভীতু
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘কিরণ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. দীপ্তি
খ. নভ
গ. অহ
ঘ. কালো
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অট্টালিকা’ শব্দের সমার্থক কোনটি?
ক. প্রসাদ
খ. প্রাসাদ
গ. প্রাশাদ
ঘ. প্রমাদ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘অশ্রু’-এ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. বিবাদ
খ. লোর
গ. অংশু
ঘ. হৃদয়
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন শব্দটির অর্থ ‘বায়ু’?
ক. বরিদ
খ. ব্যোম
গ. সমীরণ
ঘ. তরু
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আফতাব’শব্দের সমার্থ কোনটি?
ক. অর্ণব
খ. রাতুল
গ. অর্ক
ঘ. জলধি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘অন্যপুষ্ট’ কোন পাখিকে বলা হয়?
ক. কাক
খ. কোকিল
গ. কবুতর
ঘ. ময়না
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘নির্বন্ধ’ অর্থ–
ক. বিধান
খ. আগ্রহ
গ. নিবিড়
ঘ. সত্যাসত্য
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সম’ শব্দের অর্থ কি?
ক. সমান
খ. অপাদান
গ. কর্ম
ঘ. করণ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘কপোল’ শব্দটির অর্থ কি?
ক. ললাট
খ. চিবুক
গ. গণ্ডদেশ
ঘ. চোখের পাতা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘কিণাঙ্ক’- শব্দের অর্থ কী?
ক. ক্ষত
খ. আঁচিল
গ. কড়া
ঘ. রক্ত
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘দেহ’ শব্দটির একার্থক শব্দ কোনটি?
ক. কায়া
খ. গাত্র
গ. শরীর
ঘ. সবকটি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোনটি ‘আকাশ’ শব্দের সমার্থক নয়?
ক. অন্তরীক্ষ
খ. হিমাংশু
গ. অম্বর
ঘ. ব্যোম
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘উর্মি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. ঢেউ
খ. সোজা
গ. অসংহত
ঘ. ঋজু
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ নয়?
ক. জলদ
খ. বারিদ
গ. জীমূত
ঘ. অন্তরীক্ষ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পুষ্প এর প্রতিশব্দ কোনটি ?
ক. তরু
খ. পবন
গ. তৃণ
ঘ. রঙ্গন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি ‘ইতি’ এর প্রতিশব্দ ?
ক. দফা
খ. রফা
গ. নগ
ঘ. শৈল
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ–
ক. উতকর্ষতা
খ. অপকর্ষ
গ. উৎকর্ষ
ঘ. অপকর্ষ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘করী’ শব্দের অর্থ কি ?
ক. কল্পিত প্রাণী
খ. ক্রিয়াপদ
গ. চতুর ব্যক্তি
ঘ. হাতি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘হিল্লোল’ শব্দের অর্থ কী?
ক. সাহস
খ. হাসি ঠাট্টা
গ. কম্পন
ঘ. তরঙ্গ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সমার্থক শব্দ নয় কোন শব্দটি
ক. জলাশয়
খ. দীঘি
গ. পুকুর
ঘ. ঢেউ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Anatomy শব্দের অর্থ-
ক. সাদৃশ্য
খ. স্নায়ুতন্ত্র
গ. শরীরবিদ্যা
ঘ. অঙ্গ-সঞ্চালন
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘প্রাংশু’ শব্দের অর্থ কি?
ক. পূর্বকালের
খ. দীর্ঘকায়
গ. প্রাচীর
ঘ. পূর্বদিকস্থ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পর্বত’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. প্রভাকর
খ. দিবাকর
গ. শৈল
ঘ. হিম
উত্তরঃ গ
প্রশ্নঃ যশ ও খ্যাতি কোন শব্দের অর্থ ?
ক. কৃতী
খ. কিতি
গ. কীর্তি
ঘ. কৃর্তি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘জলকণা’ কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে?
ক. শীকর
খ. শারদা
গ. শিকড়
ঘ. সারদা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অংশু’ কিসের প্রতিশব্দ ?
ক. উম্বল
খ. কিরণ
গ. কাজল
ঘ. সূর্য
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)