বাংলা ব্যাকরণ-১২৩

প্রশ্নঃ ‘স্বামী’ শব্দটির সমার্থক শব্দ কি?
ক. সিতকর
খ. হিতকর
গ. নাথ
ঘ. সিঁথির অলঙ্কার
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মন’ -কোনটি প্রতিশব্দ নয়?
ক. চিত্ত
খ. অন্তর
গ. দিল
ঘ. শাহ
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘আকাল’ শব্দের সমার্থক কোনটি?
ক. দুর্ভিক্ষ
খ. মহামারী
গ. জগৎ
ঘ. পৃথিবী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সেতারা’ শব্দের অর্থ হলো-
ক. তারকা
খ. বাদ্যযন্ত্র
গ. সূর্যোদয়
ঘ. দ্বাদশীর চাঁদ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কথা’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. তনয়া
খ. বচন
গ. খাদক
ঘ. পিক
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অংস’ শব্দের অর্থ কোনটি ?
ক. কাঁধ
খ. ভোজন
গ. ভাগ
ঘ. পশু
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘এসপার ওসপার’ শব্দটির অর্থ কি ?
ক. এদিক অথবা ওদিক
খ. চূড়ান্ত মীমাংসা
গ. এপারে অথবা ঐ পারে
ঘ. এ রকম অথবা ঐ রকম
উত্তরঃ খ

প্রশ্নঃ পুত্র
ক. পতি
খ. তনু
গ. তনয়
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ইনকিলাব’ শব্দের অর্থ কী?
ক. বিপ্লব
খ. চিরজীবী
গ. সন্ত্রাস
ঘ. আন্দোলন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শীকর’ শব্দের অর্থ কি?
ক. শিশির
খ. নীহারিকা
গ. জলকণা
ঘ. পদ্মফুল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘গৃহ’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক. ঘর
খ. ভবন
গ. অলয়
ঘ. নিবাস
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটিকে ‘মধুকাল’ বলা হয় ?
ক. হেমন্ত
খ. শরৎ
গ. বসন্ত
ঘ. বর্ষা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শিষ্টাচার’-এর সমার্থক কোনটি?
ক. নিষ্ঠা
খ. সদাচার
গ. সততা
ঘ. সংযম
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘চাস’ শব্দের অর্থ কি ?
ক. ক্রিয়াপদ
খ. চেয়ে থাকা
গ. কৃষিকাজ
ঘ. নীলকন্ঠি পাখি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘দালান বা অট্টালিকা’ অর্থ কোনটি?
ক. প্রসাদ
খ. আগমন
গ. মাসবিশেষ
ঘ. আকাঙ্ক্ষা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘consumer goods’ -এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
ক. ভোক্তার কল্যান
খ. ভোগ্যপণ্য
গ. ক্রয়কৃত পণ্য
ঘ. ক্রেতার গুণাগুণ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কোরক’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. কৃতকর্ম
খ. কুঁড়ি
গ. কড়ি
ঘ. কুহক
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সমুদ্র’ শব্দের সমার্থক নয় কোনটি?
ক. বারিধি
খ. সিন্ধু
গ. তরঙ্গ
ঘ. সাগর
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘খড়গ’ এর সমার্থক শব্দ নয়-
ক. অসি
খ. চাকু
গ. কৃপাণ
ঘ. তরবারি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আসার’ শব্দের অর্থ কী?
ক. জলধারা
খ. মান বিশেষ
গ. প্রবল বৃষ্টিপাত
ঘ. অন্তসারশূন্য
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘Index’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
ক. সূচক
খ. নির্ঘন্ট
গ. ক ও খ
ঘ. কোনটিই না
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শম্বর’ অর্থ কি?
ক. ব্যাঘ্র
খ. হরিণ
গ. জলহস্তী
ঘ. সিংহ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পৃথিবী’ এর সমার্থক শব্দ নয়-
ক. বসুন্ধরা
খ. ধরণী
গ. অবনী
ঘ. যামিনী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অদ্রি’ কিসের সমার্থক শব্দ ?
ক. নদী
খ. সমুদ্র
গ. রাত্রী
ঘ. পর্বত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘উপরোধ’ শব্দের অর্থ কি?
ক. প্রতিরোধ
খ. উপস্থাপন
গ. অনুরোধ
ঘ. উপযোগ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘চাঁদ’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. শশী
খ. পত্রগ
গ. অরুণ
ঘ. বহ্ণি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নিস্বন’ শব্দের অর্থ কি?
ক. সহায়হীন
খ. শব্দহীন
গ. সম্পদহীন
ঘ. বন্ধুহীন
ঙ.শব্দ
উত্তরঃ ঙ

প্রশ্নঃ কোনটি চন্দ্র শব্দের সমার্থক নয়?
ক. প্রেমাংশু
খ. শীতাংশু
গ. সুধাংশু
ঘ. হিমাংশু
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আসার’ শব্দের অর্থ কোনটি শুদ্ধ ?
ক. বৃষ্টি
খ. আগমন
গ. মাসবিশেষ
ঘ. আকাঙ্ক্ষা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আকর’ নিচের কোনটির প্রতিশব্দ ?
ক. নদী
খ. সমুদ্র
গ. সূর্য
ঘ. চন্দ্র
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!