প্রশ্নঃ ‘সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথা’ -এই বাক্যে ‘ঔষধ’ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ ?
ক. কর্মকারকে শূন্য
খ. সম্প্রদানে সপ্তমী
গ. অধিকরণে শূন্য
ঘ. কর্তৃকারকে শূন্য
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ঘরেতে ভ্রমর এল গুণগুণিয়ে’- ঘরেতে কোন কারক?
ক. করণে ৭মী
খ. কর্মে ৭মী
গ. অধিকরণে ৭মী
ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে’ -বাক্যে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি
ক. অধিকরণে সপ্তমী
খ. অপাদনে পঞ্চমী
গ. কর্মে সপ্তমী
ঘ. অধিকরণে পঞ্চমী
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বসন্তে ফুল ফোটে’ -‘বসন্তে’ কোন কারক?
ক. করণ কারক
খ. অধিকরণ কারক
গ. অপাদান কারক
ঘ. সম্প্রদান কারক
উত্তরঃ খ
প্রশ্নঃ কৃপণের ধন — এটা কোন ধরণের সম্বন্ধ কোথায় ?
ক. করণ সম্বন্ধ
খ. হেতু
গ. আধাররের
ঘ. অধিকরণ
উত্তরঃ গ
প্রশ্নঃ অনেক বৈয়াকরণ কোন কারক স্বীকার করেন না ?
ক. সম্প্রদান
খ. করণ
গ. কর্ম
ঘ. অধিকরণ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’ বাক্যে পায়ের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মকারকে দ্বিতয়িা
খ. করণকারকে ষষ্ঠী
গ. অপাদানকারকে ষষ্ঠী
ঘ. অধিকরণ কারকে ষষ্ঠী
উত্তরঃ খ
প্রশ্নঃ ছেলেরা ক্রিকেট খেলে– বাক্যে ক্রিকেট শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে শূন্য
খ. করণে শূন্য
গ. অপাদানে শূন্য
ঘ. অধিকরণে শূন্য
উত্তরঃ ক
প্রশ্নঃ যে বিশেষ্য বা সর্বনাম ক্রিয়া সম্পন্ন করে তাকে কোন কারক বলে ?
ক. কর্তৃকারক
খ. কর্মকারক
গ. করণকারক
ঘ. সম্প্রদান কারক
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বাড়ি থেকে নদী দেখা যায়’ -বাক্যে বাড়ি শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় সপ্তমী
খ. অধিকরণে পঞ্চমী
গ. কর্মে দ্বিতীয়া
ঘ. অপাদানে শূন্য
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘হালিমা ফুল তুলছে’ -এ বাক্যে ‘ফুল’ কোন কারক?
ক. কর্মকারক
খ. অপাদান কারক
গ. অধিকরণ কারক
ঘ. সম্প্রদান কারক
উত্তরঃ ক
প্রশ্নঃ যাকে সম্বোধন করে কিছু বলা হয়, তাকে কি বলে ?
ক. ক্রিয়ার সাথে সম্পর্ক আছে
খ. নাম পদের সাথে সম্পর্ক আছে
গ. ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকায়
ঘ. নাম পদের সাথে সম্পর্ক না থাকায়
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি কর্তৃকারকে ৭মী বিভক্তির উদাহরণ ?
ক. (গায়ে )মানে না আপনি মড়ল
খ. (টাকায়) কিনা হয়
গ. (দশের) সেবা কর
ঘ. (বাবাকে) বড় ভয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘জল পড়ে পাতা নড়ে’ -এখানে জল ও পাতা কোন কারক-বিভক্তি?
ক. কর্তায় প্রথমা
খ. কর্তায় সপ্তমী
গ. কর্তায় চতুর্থী
ঘ. কর্তায় তৃতীয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে?
ক. ‘যে’ বা ‘তে’
খ. ‘এ’ বা ‘এতে’
গ. ‘র’ বা ‘এর’
ঘ. ‘থেকে’ বা ‘চেয়ে’
উত্তরঃ গ
প্রশ্নঃ ভাইয়ে ভাইয়ে বেশ মিল-বাক্যে ভাইয়ে ভাইয়ে কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় ১মা
খ. কর্তায় ২য়া
গ. কর্মে ২য়া
ঘ. কর্তায় ৭মী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘টাকায় কি না হয়’‘-টাকায়’ কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে ৬ষ্ঠী
খ. করণে ৭মী
গ. অধিকরণে ৭মী
ঘ. অপাদানে শুণ্য
উত্তরঃ খ
প্রশ্নঃ বেলা যে পড়ে এল (জলকে) চল। কোন কারকে কোন বিভক্তি ?
ক. কর্মে ২য়া
খ. সম্প্রদানে ৪র্থী
গ. নিমিত্তার্থে ৪র্থী
ঘ. করনে ৭মী
উত্তরঃ গ
প্রশ্নঃ দ্বারা,দিয়া,কর্তৃক–বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
ক. তৃতীয়া বিভক্তি
খ. প্রথমা বিভক্তি
গ. দ্বিতীয়া বিভক্তি
ঘ. শূণ্য বিভক্তি
উত্তরঃ ক
প্রশ্নঃ অল্প শোকে কাতর— বাক্যে শোকে কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে ২য়া
খ. করণ কারকে সপ্তমী
গ. অপাদান কারকে সপ্তমী
ঘ. অধিকরণ কারকে সপ্তমী
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘করণ’ শব্দটির অর্থ কি ?
ক. সহায়ক
খ. অবস্থা
গ. সময়
ঘ. সংখ্যা
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোনটি অভিব্যাপক অধিকরণের উদাহরণ ?
ক. বনে বাঘ আছে
খ. পুকুরে মাছ আছে
গ. খিলি পান দিয়ে ঔষধ খাব
ঘ. নদীতে মাছ আছে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা’ -এ বাক্যে ‘আমারে’ শব্দটির কারক ও বিভক্তি কি?
ক. কর্মকারকে দ্বিতীয়া
খ. কর্তৃকারকে সপ্তমী
গ. অধিকরণ কারকে সপ্তমী
ঘ. সম্প্রদান কারকে সপ্তমী
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি সম্প্রদানে সপ্তমীর উদাহরণ?
ক. অন্ধজনে দেহ আলো
খ. তিলে তৈল হয়
গ. করিম ভাল ছেলে
ঘ. আমি জানি না
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আরেফ বই পড়ে’ বাক্যে বই শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মকারকে শূন্য
খ. করণকারকে শূন্য
গ. সম্প্রদানকারকে শূন্য
ঘ. অধিকরণকারকে শূন্য
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বাবাকে বড় ভয় পাই।’ -‘বাবাকে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে দ্বিতীয়া
খ. অধিকরণে সপ্তমী
গ. কর্তৃকারকে শূন্য
ঘ. করনে তৃতীয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ একই ধাতু থেকে ক্রিয়া ও কর্ম গঠিত হলে তাকে কি কর্ম বলে ?
ক. গৌণ
খ. মুখ্য
গ. সমধাতুজ
ঘ. সকর্মক ক্রিয়ার কর্ম
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘প্রভাতে উদল রবি লোহিত বরণ’ -বাক্যে প্রভাতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণে ৭মী
খ. অপাদানে ৭মী
গ. করণে ৩য়া
ঘ. কর্তায় ৭মী
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আমি কাল বাড়ি যাব।’ ‘আমি’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে ১মা
খ. কর্মকারকে ২য়া
গ. সম্প্রদান কারকে ৪র্থী
ঘ. কর্মকারকে শূন্য
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘নদীতে মাছ ধরা সহজ নয়।’ -এখানে ‘নদীতে’ পদটি কোন কারক ও কোন বিভক্তি?
ক. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
খ. সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি
গ. কর্মকারকে সপ্তমী বিভক্তি
ঘ. অপাদান কারকে সপ্তমী বিভক্তি
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আষাঢ়ে বৃষ্টি নামে’ -বাক্যে আষাঢ়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় ৭মী
খ. কর্মে ৭মী
গ. অপাদানে ৭মী
ঘ. অধিকরণে ৭মী
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)