প্রশ্নঃ নিচের কোন বাক্যটি সঠিক?
ক. আমি এ ঘটনা চাক্ষুস দেখেছি
খ. আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ দেখেছি
গ. আমি এ ঘটনা স্বচক্ষে দেখেছি
ঘ. আমি এ ঘটনা স্বচক্ষে দেখিয়াছি
উত্তরঃ গ
প্রশ্নঃ নিম্নের কোন বানানটি সঠিক?
ক. ছোয়াচে
খ. ব্যধি
গ. বিশেষণ
ঘ. রোগগ্রস্ত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. তার সাংস্কৃতি নেই
খ. তার সাংস্কৃত নেই
গ. তার সংস্কিৃত নাই
ঘ. তার সংস্কৃতি নেই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. অধগতি
খ. অধঃগতি
গ. অধোগতি
ঘ. অধোঃগতি
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন বানানটি সঠিক?
ক. স্বরসতী
খ. সরস্বতী
গ. সরসত্বী
ঘ. স্বরসতি
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. মরিচীকা
খ. মরীচিকা
গ. মরিচিকা
ঘ. মরীচীকা
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?
ক. প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
খ. প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
গ. প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
ঘ. প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. ভাগিরথি
খ. বাগিরথী
গ. ভাগীরথী
ঘ. ভাগীরথি
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?
ক. গণিত খুব কঠিন
খ. আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম
গ. এ সৌন্দর্য ছেড়ে কোথাও নড়িতে ইচ্ছা হয় না
ঘ. নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. সঙ্কীর্নমনা
খ. সংকির্ণমনা
গ. শংকীর্ণমনা
ঘ. সংকীর্ণমনা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন বানানটি সঠিক?
ক. বিভীষিকা
খ. বিভীসিকা
গ. বিভীষীকা
ঘ. বিভিষিকা
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. আভ্যন্তরীন
খ. আভ্যন্তরীণ
গ. অভ্যন্তরীন
ঘ. অভ্যন্তরীণ
উত্তরঃ খ, ঘ
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. শ্রাবন
খ. শ্রাবণ
গ. স্রাবন
ঘ. কোনটিই না
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?
ক. একটি গোপন কথা বলি
খ. একটি গোপনীয় কথা বলি
গ. এক গুপ্ত কথা বলি
ঘ. একটি গোপনীয়তার কথা বলি
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?
ক. লোকটা নির্দোষী
খ. মিনিকে দেখে মিলু অবাক হইল
গ. ভাইয়ের ভাইয়ে ঐক্যতা নাই
ঘ. বাংলাদেশ সমৃদ্ধ দেশ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?
ক. তাকে স্নেহাশীষ দিও
খ. তাকে স্নেহশীষ দিও
গ. তাকে স্নেহাশিস দিও
ঘ. তাকে স্নেহশিষ দিও
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা বানানের নিয়ম অনুসারে নিম্নের কোনটি শুদ্ধ?
ক. গভর্নর
খ. গভর্ণর
গ. গবর্ণর
ঘ. কোনটিই না
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. উচ্ছ্বাসিত
খ. উচ্ছ্বসিত
গ. উচ্ছাশিত
ঘ. উচ্ছাসিত
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. আপনি সপরিবারে আমন্ত্রিত
খ. আপনি স্বপরিবরে আমন্ত্রিত
গ. আপনি পরিবারবর্গসহ আমন্ত্রিত
ঘ. আপনি আপনার পরিবারসহ আমন্ত্রিত
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. অন্তঃকরণ
খ. অন্তকরণ
গ. আন্তকরণ
ঘ. অন্তোকরণ
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. সূর্য উদয় হয়েছে
খ. আমার টাকার আবশ্যক নেই
গ. জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করে
ঘ. ধৈর্য ও সহিষ্ণুতা মহত্ত্বের লক্ষণ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?
ক. অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার
খ. সাবধানপূর্বক চলবে
গ. সে আরোগ্য লাভ করেছে
ঘ. আমি সন্তোষ হলাম
ঙ.কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. আকাঙ্ক্ষা
খ. আকাক্ষা
গ. আকাংখা
ঘ. আকাঙ্খা
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. অধীণ
খ. অধীন
গ. অধিন
ঘ. অধিণ
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি সঠিক?
ক. তরঙ্গপুঞ্জ
খ. মেঘপুঞ্জ
গ. কুসুমপুঞ্জ
ঘ. কবিতাপুঞ্জ
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোন বানানটি সঠিক?
ক. দূর্বিষহ
খ. দুর্বিসহ
গ. দুর্বিষহ
ঘ. দুর্বিশহ
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
ক. জাপানে স্বাক্ষরতার হার শ-এর কাছাকাছি
খ. জাপানে সাক্ষরতার হার শ-এর কাছাকাছি
গ. জাপানে স্বাক্ষ্মরতার হার শ-এর কাছাকাছি
ঘ. জাপানে স্বাক্ষ্মরতার হার শ-এর কাছাকাছি
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. অঙ্কটি কষিতে ভুল কর না
খ. অঙ্কটি ভুল করো না
গ. অঙ্কটি ভূল করো না
ঘ. অঙ্কটি কষতে ভূল কর না
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. বিপরীত
খ. বিপরিত
গ. বীপরিত
ঘ. বীপরীত
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. নীরিক্ষণ
খ. নিরীক্ষণ
গ. নীরিক্ষন
ঘ. নিরীক্ষন
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)