বাংলা ব্যাকরণ-১০৮

প্রশ্নঃ নিচের কোন শব্দটি ‘দক্ষ’ অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. পাকা আম খেতে মিষ্টি
খ. ছেলেটি অংকে পাকা
গ. পাকা সোনায় খাদ থাকে না
ঘ. শাড়িটির রং পাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কাঁচা’ শব্দটি নিচের কোন বাক্যে ‘অসিদ্ধ’ অর্থ প্রকাশ করেছে?
ক. কাঁচা সেলাই দিয়ে জামাটার সর্বনাশ করেছে
খ. কাঁচা ওজনের মাল কিনলে ঠকতে হয়
গ. কাঁচা তরকারি দিয়ে ভাত খাওয়া যায় না
ঘ. আমগুলো তো সবই কাঁচা
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘হাত-ভারি’ বাগধারার অর্থ-
ক. দাতা
খ. কম খরচে
গ. দরিদ্র
ঘ. কৃপণ
উত্তরঃ ঘ

শুদ্ধিকরণ:

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. সদ্যজাত
খ. সদ্দ্যোজাত
গ. সদ্যোজাত
ঘ. সদ্ব্যজাত
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. নুন্যাধিক
খ. ন্যূনাধিক
গ. ন্যুন্যাধিক
ঘ. ন্যুনধিক
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. কুজ্ঝটিকা
খ. কুজ্জটিকা
গ. কুজ্জ্বটিকা
ঘ. কুজ্ঝটীকা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন শব্দটি সঠিক?
ক. আভ্যন্তরীণ
খ. অভ্যন্তরীণ
গ. আভ্যন্তরীন
ঘ. অভ্যন্তরীন
উত্তরঃ খ

প্রশ্নঃ নির্ভুল বানান-
ক. স্বায়ত্ব
খ. স্বায়ত্ত
গ. স্বায়ত্ত্ব
ঘ. সায়ত্ত্ব
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়?
ক. পূবালী
খ. যুধ্যমান
গ. আকাঙ্ক্ষা
ঘ. আশিস
উত্তরঃ ক

প্রশ্নঃ শুদ্ধ বাক্য কোনটি?
ক. দুর্বলবশতঃ অনাথিনী বসে পড়ল
খ. দুর্বলতাবশত অনাথিনী বসে পড়ল
গ. দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
ঘ. দুর্বলবশতঃ অনাথা বসে পড়ল
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
ক. আমার বড় দুরাবস্থা
খ. আমার বড় দুরাবস্থা
গ. আমার বড় দুরবস্থা
ঘ. আমার বড় দূরবস্থা
উত্তরঃ গ

প্রশ্নঃ শুদ্ধ বানানটি নির্দেশ করুন:
ক. ফার্ণিচার
খ. ফার্নিচার
গ. ফার্ণিশার
ঘ. ফার্নিশার
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ?
ক. পুরাণ চাল ভাতে বাড়ে
খ. পুড়ান চাল ভাতে বাড়ে
গ. পুরান চাল ভাতে বাড়ে
ঘ. পুরান চাল ভাতেতে বাড়ে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?
ক. বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
খ. তোমার সাথে গোপন পরামর্শ আছে
গ. মেয়েটির দারুন সবুদ্ধিমতী
ঘ. আজকাল বিদ্বান মহিলার অভাব নেই
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘উৎবর্ষতা’ কি কারণে অশুদ্ধ’
ক. সন্ধিজনিত
খ. প্রত্যয়জনিত
গ. উপসর্গজনিত
ঘ. বিভক্তিজনিত
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. উজ্জ্বল্য
খ. ঔজ্জ্বল্য
গ. উজ্জ্বল্য
ঘ. ঔজ্জ্যল্য
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. সংসপ্তক
খ. সংশপ্তক
গ. শংসপ্তক
ঘ. শংশপ্তক
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. ষান্মাষিক
খ. ষান্মাষিক
গ. ষান্মাসিক
ঘ. শান্মাষিক
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. ঊর্ধ্ব
খ. উধ্ব
গ. ঊর্ধ
ঘ. ঊর্দ্ধ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ ?
ক. প্রতিযোগিতা
খ. সহযোগীতা
গ. শ্রদ্ধাঞ্জলি
ঘ. প্রতিযোগীতা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. রোগগ্রস্থ
খ. রোগগ্রস্ত
গ. রোগাগ্রস্থ
ঘ. রোগাগ্রস্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি ঠিক?
ক. আবর্ত (প্রবন্ধ)
খ. নির্জন স্বাক্ষর (ছোটগল্প)
গ. শিউলি (উপন্যাস)
ঘ. অভিশপ্ত নগরী (কাব্য)
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. অদ্যপি
খ. অদ্যাপি
গ. অদ্যপী
ঘ. অদ্যাপী
উত্তরঃ খ

প্রশ্নঃ তানজিলা একজন ভাগ্যবান মহিলা- এ বাক্যটি যে কারণে অশুদ্ধ—
ক. প্রত্যয়জনিত
খ. লিঙ্গজনিত
গ. সমাসজনিত
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান নয়?
ক. প্রেরণ
খ. গ্রহণ
গ. ধরণ
ঘ. ধারণ
উত্তরঃ গ

প্রশ্নঃ নিম্নের কোন বানানটি শুদ্ধ?
ক. ব্রাহ্মণ
খ. মনকষ্ট
গ. দারিদ্র
ঘ. সমীচীন
ঙ.কোনটিই নয়
উত্তরঃ ঙ

প্রশ্নঃ কোনটি সঠিক বানান?
ক. লক্ষণীয়
খ. লক্ষ্যণীয়
গ. লক্ষ্যনীয়
ঘ. লক্ষনীয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি শুদ্ধ শব্দ?
ক. স্বশুর
খ. শ্বসুর
গ. শশুর
ঘ. শ্বশুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
ক. আমার কথাই প্রমাণ হলো
খ. আমার কথাই প্রমাণিত হলো
গ. আমার কথা প্রমাণ হলো
ঘ. আমার কথাই প্রমাণীত হলো
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!