বাংলা ব্যাকরণ-১০৯

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি সঠিক?
ক. আমি এ ঘটনা চাক্ষুস দেখেছি
খ. আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ দেখেছি
গ. আমি এ ঘটনা স্বচক্ষে দেখেছি
ঘ. আমি এ ঘটনা স্বচক্ষে দেখিয়াছি
উত্তরঃ গ

প্রশ্নঃ নিম্নের কোন বানানটি সঠিক?
ক. ছোয়াচে
খ. ব্যধি
গ. বিশেষণ
ঘ. রোগগ্রস্ত
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. তার সাংস্কৃতি নেই
খ. তার সাংস্কৃত নেই
গ. তার সংস্কিৃত নাই
ঘ. তার সংস্কৃতি নেই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. অধগতি
খ. অধঃগতি
গ. অধোগতি
ঘ. অধোঃগতি
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বানানটি সঠিক?
ক. স্বরসতী
খ. সরস্বতী
গ. সরসত্বী
ঘ. স্বরসতি
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. মরিচীকা
খ. মরীচিকা
গ. মরিচিকা
ঘ. মরীচীকা
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?
ক. প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
খ. প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
গ. প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
ঘ. প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. ভাগিরথি
খ. বাগিরথী
গ. ভাগীরথী
ঘ. ভাগীরথি
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?
ক. গণিত খুব কঠিন
খ. আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম
গ. এ সৌন্দর্য ছেড়ে কোথাও নড়িতে ইচ্ছা হয় না
ঘ. নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. সঙ্কীর্নমনা
খ. সংকির্ণমনা
গ. শংকীর্ণমনা
ঘ. সংকীর্ণমনা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বানানটি সঠিক?
ক. বিভীষিকা
খ. বিভীসিকা
গ. বিভীষীকা
ঘ. বিভিষিকা
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. আভ্যন্তরীন
খ. আভ্যন্তরীণ
গ. অভ্যন্তরীন
ঘ. অভ্যন্তরীণ
উত্তরঃ খ, ঘ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. শ্রাবন
খ. শ্রাবণ
গ. স্রাবন
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?
ক. একটি গোপন কথা বলি
খ. একটি গোপনীয় কথা বলি
গ. এক গুপ্ত কথা বলি
ঘ. একটি গোপনীয়তার কথা বলি
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?
ক. লোকটা নির্দোষী
খ. মিনিকে দেখে মিলু অবাক হইল
গ. ভাইয়ের ভাইয়ে ঐক্যতা নাই
ঘ. বাংলাদেশ সমৃদ্ধ দেশ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?
ক. তাকে স্নেহাশীষ দিও
খ. তাকে স্নেহশীষ দিও
গ. তাকে স্নেহাশিস দিও
ঘ. তাকে স্নেহশিষ দিও
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা বানানের নিয়ম অনুসারে নিম্নের কোনটি শুদ্ধ?
ক. গভর্নর
খ. গভর্ণর
গ. গবর্ণর
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. উচ্ছ্বাসিত
খ. উচ্ছ্বসিত
গ. উচ্ছাশিত
ঘ. উচ্ছাসিত
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. আপনি সপরিবারে আমন্ত্রিত
খ. আপনি স্বপরিবরে আমন্ত্রিত
গ. আপনি পরিবারবর্গসহ আমন্ত্রিত
ঘ. আপনি আপনার পরিবারসহ আমন্ত্রিত
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. অন্তঃকরণ
খ. অন্তকরণ
গ. আন্তকরণ
ঘ. অন্তোকরণ
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. সূর্য উদয় হয়েছে
খ. আমার টাকার আবশ্যক নেই
গ. জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করে
ঘ. ধৈর্য ও সহিষ্ণুতা মহত্ত্বের লক্ষণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?
ক. অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার
খ. সাবধানপূর্বক চলবে
গ. সে আরোগ্য লাভ করেছে
ঘ. আমি সন্তোষ হলাম
ঙ.কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. আকাঙ্ক্ষা
খ. আকাক্ষা
গ. আকাংখা
ঘ. আকাঙ্খা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. অধীণ
খ. অধীন
গ. অধিন
ঘ. অধিণ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি সঠিক?
ক. তরঙ্গপুঞ্জ
খ. মেঘপুঞ্জ
গ. কুসুমপুঞ্জ
ঘ. কবিতাপুঞ্জ
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন বানানটি সঠিক?
ক. দূর্বিষহ
খ. দুর্বিসহ
গ. দুর্বিষহ
ঘ. দুর্বিশহ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
ক. জাপানে স্বাক্ষরতার হার শ-এর কাছাকাছি
খ. জাপানে সাক্ষরতার হার শ-এর কাছাকাছি
গ. জাপানে স্বাক্ষ্মরতার হার শ-এর কাছাকাছি
ঘ. জাপানে স্বাক্ষ্মরতার হার শ-এর কাছাকাছি
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. অঙ্কটি কষিতে ভুল কর না
খ. অঙ্কটি ভুল করো না
গ. অঙ্কটি ভূল করো না
ঘ. অঙ্কটি কষতে ভূল কর না
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. বিপরীত
খ. বিপরিত
গ. বীপরিত
ঘ. বীপরীত
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. নীরিক্ষণ
খ. নিরীক্ষণ
গ. নীরিক্ষন
ঘ. নিরীক্ষন
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!