প্রশ্নঃ ‘পরাজয়ের’–এ শব্দটিতে কোনটি উপসর্গ
ক. জয়
খ. পরা
গ. এর
ঘ. জয়ের
উত্তরঃ খ
প্রশ্নঃ উপসর্গের কাজ কি?
ক. বর্ণ সংস্করণ
খ. যদি সংস্থাপন
গ. নতুন শব্দ গঠন
ঘ. ভাবের পার্থক্য নিরূপণ
উত্তরঃ গ
প্রশ্নঃ বিদেশী উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
ক. প্রহরে
খ. আগ্রহ
গ. খাসকামরা
ঘ. উপকার
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সলাজ’, ‘সঠিক’, ‘সবার’-এ শব্দগুলোতে কোন উপসর্গের প্রয়োগ রয়েছে?
ক. সা উপসর্গ
খ. সু উপসর্গ
গ. স উপসর্গ
ঘ. সলা উপসর্গ
উত্তরঃ ক
প্রশ্নঃ অনুসর্গ মূলত কি ?
ক. বিভক্তি
খ. প্রত্যয়
গ. অব্যয়বাচক শব্দ
ঘ. উপসর্গ
উত্তরঃ গ
প্রশ্নঃ উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি ?
ক. শব্দ গঠনে
খ. অব্যয় ও শব্দাংশে
গ. অর্থগত পার্থক্যে
ঘ. উপসর্গ থাকে সামনে এবং প্রত্যয় থাকে পেছনে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি ইংরেজি উপসর্গ ?
ক. সাব
খ. কার
গ. অব
ঘ. আব
উত্তরঃ ক
প্রশ্নঃ অনুসর্গ কোথায় ব্যবহৃত হয় ?
ক. প্রাতিপদিকের পরে
খ. কে বা র বিভক্তিযুক্ত শব্দের পরে
গ. ধাতুর আগে
ঘ. ক ও খ সঠিক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ অজপুকুর, অজপাড়াগাঁ, এ শব্দগুলোতে নিচের কোন উপসর্গটির প্রয়োগ রয়েছে ?
ক. আজ উপসর্গ
খ. অযা উপসর্গ
গ. অজ উপসর্গ
ঘ. আন উপসর্গ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আগত’ শব্দের ‘আ’ -এর অর্থ কি?
ক. প্রতি
খ. মন্দ
গ. অভাব
ঘ. বিশিষ্ট
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘দুর্নাম’ শব্দটি কোন উপসর্গযুক্ত?
ক. তৎসম
খ. খাঁটি বাংলা
গ. বিদেশী
ঘ. দেশী
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘এ জন্মের তরে বিদায় নিলাম’ এ বাক্যে ‘তরে’ অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. পক্ষে অর্থে
খ. তরে অর্থে
গ. মত অর্থে
ঘ. পানে অর্থে
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সুতীক্ষ্ম’ শব্দের ‘সু’ কোন প্রকার উপসর্গ?
ক. ফারসি উপসর্গ
খ. আরবি উপসর্গ
গ. তৎসম উপসর্গ
ঘ. অর্ধ-তৎসম উপসর্গ
উত্তরঃ গ
প্রশ্নঃ উপসর্গ মূলত –
ক. অব্যয়সূচক শব্দাংশ
খ. সর্বনামসূচক শব্দাংশ
গ. বিশেষণমূলক শব্দাংশ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ নিন্দিত অর্থ প্রকাশক কোন্ উপসর্গ?
ক. কু
খ. বি
গ. পতি
ঘ. কদ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিমরাজি, ফিরোজ শব্দ দুটির নিম ও ফি উপসর্গ দুটি বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে ?
ক. ফারসি
খ. আরবি
গ. উর্দু
ঘ. হিন্দি
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘কি হেতু এসেছে কহ বিস্তারিয়া’ এখানে ‘হেতু’ অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে ?
ক. ব্যাপার
খ. প্রার্থনা
গ. নিমিত্ত
ঘ. প্রসঙ্গ
উত্তরঃ গ
প্রশ্নঃ অনুসর্গ কোথায় বসে ?
ক. শব্দের পূর্বে
খ. শব্দের মধ্যে
গ. শব্দের পরে
ঘ. বাক্যের শেষে
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘শত্রুর সহিত সন্ধি চাইনা’ এ বাক্যে ‘সহিত’ অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. সমসূত্রে অর্থে
খ. সনে অর্থে
গ. সঙ্গে অর্থে
ঘ. সহ অর্থে
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অজমূখর্ভ’ শব্দের অজ কোন জাতের উপসর্গ?
ক. আরবি
খ. বাংলা
গ. সংস্কৃত
ঘ. ইংরেজি
উত্তরঃ খ
প্রশ্নঃ উনুসর্গ কোন পদ ?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. অব্যয়
ঘ. সর্বনাম
উত্তরঃ গ
প্রশ্নঃ সুনজর, সুখবর, সুদিন এ শব্দগুলোতে ‘সু’ কোন উপসর্গ ?
ক. তৎসম উপসর্গ
খ. খাঁটি বাংলা
গ. সংস্কৃত
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ “নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে” –কোনটির?
ক. অনুসর্গের
খ. বিভক্তির
গ. উপসর্গের
ঘ. পদাশ্রি অব্যয়ের
উত্তরঃ গ
প্রশ্নঃ উপসর্গ সবসময় শব্দের কোথায় বসে ?
ক. শব্দের মাঝে
খ. শব্দের আগে
গ. শব্দের শেষে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বিনির্মাণ’ শব্দ ‘বি’ উপসর্গটি কী অর্থে প্রযুক্ত হয়েছে?
ক. প্রসারণ
খ. সংকোচন
গ. নেতিবাচক
ঘ. ইতিবাচক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ উপসর্গজাত শব্দ কোনটি?
ক. অপিচ
খ. অধীত
গ. অজিন
ঘ. অগ্রজ
উত্তরঃ ক
প্রশ্নঃ “নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে” –কোনটির?
ক. অনুসর্গের
খ. বিভক্তির
গ. উপসর্গের
ঘ. পদাশ্রি অব্যয়ের
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘খোশগল্প’-এর ‘খোশ’ কোন ভাষার উপসর্গ?
ক. ফারসি
খ. আরবি
গ. হিন্দি
ঘ. সংস্কৃত
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন্ শব্দটি হিন্দি উপসর্গযোগে গঠিত?
ক. খাসমহল
খ. আমমোক্তার
গ. হররোজ
ঘ. বাজে খরচ
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন শব্দটিতে উপসর্গ ব্যবহৃত হয়নি ?
ক. সুগম
খ. লবণ
গ. নিখুঁত
ঘ. দুর্গম
উত্তরঃ খ
প্রশ্নঃ খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ-
ক. আঁকড়া
খ. অবেলা
গ. অপমান
ঘ. অতিশয়
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)