বাংলা ব্যাকরণ-০৫

প্রশ্নঃ ‘পরাজয়ের’–এ শব্দটিতে কোনটি উপসর্গ
ক. জয়
খ. পরা
গ. এর
ঘ. জয়ের
উত্তরঃ খ

প্রশ্নঃ উপসর্গের কাজ কি?
ক. বর্ণ সংস্করণ
খ. যদি সংস্থাপন
গ. নতুন শব্দ গঠন
ঘ. ভাবের পার্থক্য নিরূপণ
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বিদেশী উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
ক. প্রহরে
খ. আগ্রহ
গ. খাসকামরা
ঘ. উপকার
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সলাজ’, ‘সঠিক’, ‘সবার’-এ শব্দগুলোতে কোন উপসর্গের প্রয়োগ রয়েছে?
ক. সা উপসর্গ
খ. সু উপসর্গ
গ. স উপসর্গ
ঘ. সলা উপসর্গ
উত্তরঃ ক

প্রশ্নঃ অনুসর্গ মূলত কি ?
ক. বিভক্তি
খ. প্রত্যয়
গ. অব্যয়বাচক শব্দ
ঘ. উপসর্গ
উত্তরঃ গ

প্রশ্নঃ উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি ?
ক. শব্দ গঠনে
খ. অব্যয় ও শব্দাংশে
গ. অর্থগত পার্থক্যে
ঘ. উপসর্গ থাকে সামনে এবং প্রত্যয় থাকে পেছনে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি ইংরেজি উপসর্গ ?
ক. সাব
খ. কার
গ. অব
ঘ. আব
উত্তরঃ ক

প্রশ্নঃ অনুসর্গ কোথায় ব্যবহৃত হয় ?
ক. প্রাতিপদিকের পরে
খ. কে বা র বিভক্তিযুক্ত শব্দের পরে
গ. ধাতুর আগে
ঘ. ক ও খ সঠিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অজপুকুর, অজপাড়াগাঁ, এ শব্দগুলোতে নিচের কোন উপসর্গটির প্রয়োগ রয়েছে ?
ক. আজ উপসর্গ
খ. অযা উপসর্গ
গ. অজ উপসর্গ
ঘ. আন উপসর্গ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আগত’ শব্দের ‘আ’ -এর অর্থ কি?
ক. প্রতি
খ. মন্দ
গ. অভাব
ঘ. বিশিষ্ট
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘দুর্নাম’ শব্দটি কোন উপসর্গযুক্ত?
ক. তৎসম
খ. খাঁটি বাংলা
গ. বিদেশী
ঘ. দেশী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘এ জন্মের তরে বিদায় নিলাম’ এ বাক্যে ‘তরে’ অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. পক্ষে অর্থে
খ. তরে অর্থে
গ. মত অর্থে
ঘ. পানে অর্থে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সুতীক্ষ্ম’ শব্দের ‘সু’ কোন প্রকার উপসর্গ?
ক. ফারসি উপসর্গ
খ. আরবি উপসর্গ
গ. তৎসম উপসর্গ
ঘ. অর্ধ-তৎসম উপসর্গ
উত্তরঃ গ

প্রশ্নঃ উপসর্গ মূলত –
ক. অব্যয়সূচক শব্দাংশ
খ. সর্বনামসূচক শব্দাংশ
গ. বিশেষণমূলক শব্দাংশ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ নিন্দিত অর্থ প্রকাশক কোন্ উপসর্গ?
ক. কু
খ. বি
গ. পতি
ঘ. কদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিমরাজি, ফিরোজ শব্দ দুটির নিম ও ফি উপসর্গ দুটি বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে ?
ক. ফারসি
খ. আরবি
গ. উর্দু
ঘ. হিন্দি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কি হেতু এসেছে কহ বিস্তারিয়া’ এখানে ‘হেতু’ অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে ?
ক. ব্যাপার
খ. প্রার্থনা
গ. নিমিত্ত
ঘ. প্রসঙ্গ
উত্তরঃ গ

প্রশ্নঃ অনুসর্গ কোথায় বসে ?
ক. শব্দের পূর্বে
খ. শব্দের মধ্যে
গ. শব্দের পরে
ঘ. বাক্যের শেষে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শত্রুর সহিত সন্ধি চাইনা’ এ বাক্যে ‘সহিত’ অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. সমসূত্রে অর্থে
খ. সনে অর্থে
গ. সঙ্গে অর্থে
ঘ. সহ অর্থে
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অজমূখর্ভ’ শব্দের অজ কোন জাতের উপসর্গ?
ক. আরবি
খ. বাংলা
গ. সংস্কৃত
ঘ. ইংরেজি
উত্তরঃ খ

প্রশ্নঃ উনুসর্গ কোন পদ ?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. অব্যয়
ঘ. সর্বনাম
উত্তরঃ গ

প্রশ্নঃ সুনজর, সুখবর, সুদিন এ শব্দগুলোতে ‘সু’ কোন উপসর্গ ?
ক. তৎসম উপসর্গ
খ. খাঁটি বাংলা
গ. সংস্কৃত
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ “নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে” –কোনটির?
ক. অনুসর্গের
খ. বিভক্তির
গ. উপসর্গের
ঘ. পদাশ্রি অব্যয়ের
উত্তরঃ গ

প্রশ্নঃ উপসর্গ সবসময় শব্দের কোথায় বসে ?
ক. শব্দের মাঝে
খ. শব্দের আগে
গ. শব্দের শেষে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বিনির্মাণ’ শব্দ ‘বি’ উপসর্গটি কী অর্থে প্রযুক্ত হয়েছে?
ক. প্রসারণ
খ. সংকোচন
গ. নেতিবাচক
ঘ. ইতিবাচক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উপসর্গজাত শব্দ কোনটি?
ক. অপিচ
খ. অধীত
গ. অজিন
ঘ. অগ্রজ
উত্তরঃ ক

প্রশ্নঃ “নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে” –কোনটির?
ক. অনুসর্গের
খ. বিভক্তির
গ. উপসর্গের
ঘ. পদাশ্রি অব্যয়ের
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘খোশগল্প’-এর ‘খোশ’ কোন ভাষার উপসর্গ?
ক. ফারসি
খ. আরবি
গ. হিন্দি
ঘ. সংস্কৃত
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন্ শব্দটি হিন্দি উপসর্গযোগে গঠিত?
ক. খাসমহল
খ. আমমোক্তার
গ. হররোজ
ঘ. বাজে খরচ
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন শব্দটিতে উপসর্গ ব্যবহৃত হয়নি ?
ক. সুগম
খ. লবণ
গ. নিখুঁত
ঘ. দুর্গম
উত্তরঃ খ

প্রশ্নঃ খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ-
ক. আঁকড়া
খ. অবেলা
গ. অপমান
ঘ. অতিশয়
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!