বাংলা ব্যাকরণ-০৬

প্রশ্নঃ প্র, পরা, অপ-
ক. বাংলা উপসর্গ
খ. সংস্কৃত উপসর্গ
গ. বিদেশী উপসর্গ
ঘ. উপসর্গ স্থানীয় অব্যয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু’ – এ বাক্যে কোনটি অনুসর্গবাচক শব্দ ?
ক. সুখের
খ. লাগিয়া
গ. ঘর
ঘ. বাঁধিনু
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘অজপুকুর’-এর ‘অজ’ কি অর্থ দেয়?
ক. সম্পূর্ণ
খ. খাঁটি
গ. নিন্দিত
ঘ. অস্পষ্ট
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি বিদেশী উপসর্গের উদাহরণ ?
ক. কারসাজি
খ. অনুগামী
গ. অপমান
ঘ. ভরসাঁজ
উত্তরঃ ক

প্রশ্নঃ উপসর্গ প্রধানত কয় প্রকার ?
ক. তিন প্রকার
খ. চার প্রকার
গ. পাঁচ প্রকার
ঘ. ছয় প্রকার
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আড়চোখ’-এর ‘আড়’ কি অর্থ প্রদান করে?
ক. বড়
খ. বিশিষ্ট
গ. নিন্দিত
ঘ. অস্পষ্ট
উত্তরঃ গ

প্রশ্নঃ খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
ক. আম
খ. রাম
গ. পরা
ঘ. পাতি
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন শব্দটি তৎসম উপসর্গের উদাহরণ ?
ক. কারচুপি
খ. হররোজ
গ. সুনাম
ঘ. পরাজয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘প্রভাব’ শব্দের উপসর্গটি কোন শ্রেণীর?
ক. বাংলা
খ. আরবি
গ. সংস্কৃত
ঘ. ফারসি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দূর্নাম’ শব্দটিতে কোন শ্রেণীর উপসর্গ যুক্ত হয়েছে ?
ক. তৎসম
খ. খাঁটি বাংলা
গ. বিদেশী
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘লাপাত্তা; শব্দের ‘লা’ উপসর্গটা বাংলা ভাষায় এসেছে-
ক. আরবী ভাষা থেকে
খ. ফরাসী ভাষা থেকে
গ. হিন্দী ভাষা থেকে
ঘ. উর্দু ভাষা থেকে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সেতার’-এর ‘সে’ কোন অর্থ দ্যোতনা করে?
ক. তার
খ. তিন
গ. প্রত্যেক
ঘ. সকল
উত্তরঃ খ

প্রশ্নঃ উপসর্গ প্রধানত কয় প্রকার ?
ক. তিন প্রকার
খ. চার প্রকার
গ. পাঁচ প্রকার
ঘ. ছয় প্রকার
উত্তরঃ ক

প্রশ্নঃ সংস্কৃত উপসর্গ কয়টি?
ক. ২০টি
খ. ২১টি
গ. ১৯টি
ঘ. ২২টি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘দংশনক্ষত শোন বিহঙ্গ বুঝে ভুজঙ্গ সনে’ এখানে ‘সনে’ অনুসর্গটি কি অর্থ প্রকাশ করছে ?
ক. বিরুদ্ধগামিতা
খ. প্রতি
গ. সঙ্গে
ঘ. হেতু
উত্তরঃ ক

প্রশ্নঃ অনুসর্গ কোনটি?
ক. অবধি
খ. আকাঙ্ক্ষা
গ. উহ্ণ্য
ঘ. জ্ঞাতব্য
উত্তরঃ ক

প্রশ্নঃ সুকাজ শব্দটির ‘সু’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. হিন্দি
খ. তৎসম
গ. আরবি
ঘ. খাঁটি বাংলা
উত্তরঃ খ

প্রশ্নঃ কার অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে?
ক. সমাসের
খ. কারকের
গ. অনুসর্গের
ঘ. উপসর্গের
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘অপ’ উপসর্গটি ‘অপকর্ম’ শব্দে কোন্ অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. নিকৃষ্ট
খ. বিকৃত
গ. বিপরীত
ঘ. দুর্নাম
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে?
ক. উনিশ
খ. কুড়ি
গ. একুশ
ঘ. বাইশ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পৃথিবীর একটি উপগ্রহ আছে ‘ – এখানে ‘উপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. ক্ষুদ্র
খ. সদৃশ
গ. সামীপ্য
ঘ. বিশেষ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি বিদেশী উপসর্গের দৃষ্টান্ত ?
ক. কু
খ. অপ
গ. অজ
ঘ. বদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘আছ তুমি প্রভু জগৎ মাঝারে’ এখানে ‘মাঝারে’ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. বাইরে
খ. মধ্যে
গ. ব্যাপ্তি
ঘ. সঙ্গে
উত্তরঃ গ

প্রশ্নঃ উপসর্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
ক. বাক্যতত্ত্বে
খ. অর্থতত্ত্ব
গ. রূপাতত্ত্ব
ঘ. ধ্বনিতত্ত্ব
উত্তরঃ গ

প্রশ্নঃ দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে ? এ বাক্যে কোনটি অনুসর্গ ?
ক. দুঃখ
খ. বিনা
গ. সুখ লাভ
ঘ. মহীতে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘হররোজ’-এর ‘হর’ উপসর্গটি কি অর্থজ্ঞাপক?
ক. প্রত্যেক
খ. পানি
গ. দান
ঘ. আলো
উত্তরঃ ক

প্রশ্নঃ ভিক্ষার চাল কাঁড়া আর আঁকড়া – এই বাক্যে আঁকড়া শব্দের ‘আ’ কোন উপসর্গ ?
ক. বিদেশী
খ. সংস্কৃত
গ. তৎসম
ঘ. খাঁটি বাংলা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বাজে কথা’-এর ‘বাজে’ উপসর্গটি কি অর্থ দেয়?
ক. তুচ্ছার্থ
খ. সীমার অতিরিক্ত
গ. প্রত্যেক
ঘ. নিন্দার্থে
উত্তরঃ ক
প্রশ্নঃ কু-অভ্যাস, কু-কথা, প্রভৃতি শব্দের ‘কু’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. কুৎসিত
খ. নিন্দিত
গ. অশুভ
ঘ. নিকৃষ্ট
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি উপসর্গ নয় ?
ক. প্রতি
খ. আনি
গ. অপি
ঘ. নি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সজাগ’ শব্দের স-উপসর্গ কোন ভাষার?
ক. সংস্কৃত
খ. ফারসি
গ. বাংলা
ঘ. আরবী
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!