প্রশ্নঃ ‘বনরুই’ কি ?
ক. এক ধরনের রুই মাছ
খ. এক ধরনের পিপীলিকাভুক চতুস্পদ প্রাণী
গ. এক ধরনের হাঙ্গর
ঘ. এক ধরনের বিড়াল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের দ্বিতীয় অর্থকারী ফসল –
ক. চা
খ. ধান
গ. তামাক
ঘ. গম
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা কোথায় অবস্থিত?
ক. খুলনা
খ. টঙ্গী
গ. পতেঙ্গা
ঘ. বগুড়া
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (BFSA) কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. বাণিজ্য মন্ত্রণালয়
খ. প্রধানমন্ত্রীর কার্যালয়
গ. কৃষি মন্ত্রণালয়
ঘ. খাদ্য মন্ত্রণালয়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বর্তমানে (২০১৬) বাণিজ্যিকভাবে সবচেয়ে বেশি ফুল উৎপাদন হয় কোথায়?
ক. মুন্সিগঞ্জ
খ. মানিকগঞ্জ
গ. যশোর
ঘ. পটুয়াখালী
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী কোথায় অবস্থিত?
ক. রাঙ্গামাটি
খ. গাজীপুর
গ. সিলেট
ঘ. নারায়ণগঞ্জ
উত্তরঃ খ
প্রশ্নঃ ইউরিয়া সারে নাইট্রোজান এর পরিমান কত ?
ক. ২০-৩০ শতাংশ
খ. ৩০-৪২ শতাংশ
গ. ৪৪-৪৬ শতাংশ
ঘ. ৬০-৭০ শতাংশ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের কোথায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে ?
ক. চন্দ্রনাথ পাহাড়ে
খ. লালমাই পাহাড়ে
গ. কুলাউড়া পাহাড়ে
ঘ. আলুটিলায়
উত্তরঃ গ
প্রশ্নঃ সুন্দরবনে বাঘ গণনার জন্য ব্যবহৃত পদ্ধতি –
ক. নির্দিষ্ট এলাকাভিত্তিক স্যাম্পলিং
খ. হরিণের সংখ্যার ভিত্তিতে
গ. পাগমার্ক
ঘ. বন প্রহরীদের তথ্যের ভিতিতে
উত্তরঃ গ
প্রশ্নঃ ইউরিয়া সারে কত নাইট্রোজেন থাকে
ক. ৪০%
খ. ৪৬%
গ. ৫০ %
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
ক. নারায়ণগঞ্জ
খ. কক্সবাজার
গ. চট্টগ্রাম
ঘ. খুলনা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন রাসায়নিক যৌগে উদ্ভিদ সাধারণত মাটি থেকে নাইট্রোজেন সংগ্রহ করে –
ক. N2
খ. NO2
গ. NH3
ঘ. NO3
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন দুটি সুন্দরবনের বৃক্ষ ?
ক. শাল ও সেগুন
খ. চাপালিস ও অর্জুন
গ. জারুল ও গর্জন
ঘ. গেওয়া ও গরান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়–
ক. পাগ-মার্ক
খ. ফুটমার্ক
গ. GIS
ঘ. কোয়ার্ডবেট
উত্তরঃ ক
প্রশ্নঃ দিনাজপুর জেলায় মধ্যপাড়া থেকে কি খনিজ উত্তোলন করা হয় ?
ক. কয়লা
খ. চুনাপাথর
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. কঠিন শিলা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২০১৪-১৫ অর্থবছরে বোরো উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. দিনাজপুর
খ. বগুড়া
গ. নওগাঁ
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ দেশজ উপাদান ব্যবহার করে আর্সেনিক মুক্ত করার পদ্ধতির আবিস্কারক কে?
ক. ড.এম.এ.বাসার
খ. ড.আম.আজাদ
গ. ড.ইউনুস
ঘ. ড.এম. এ. হাসান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ দেশে বাণিজ্যিকভাবে ফুলের চাষ শুরু হয় কবে?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৮৩ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৮০ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে ?
ক. খুলনা
খ. সাতক্ষীরা
গ. বাগেরহাট
ঘ. বরগুনা
উত্তরঃ গ
প্রশ্নঃ ইরিটম কি ?
ক. উন্নত জাতের ধান
খ. উন্নত জাতের ইক্ষু
গ. উন্নত জাতের পাট
ঘ. উন্নত জাতের চা
উত্তরঃ ক
প্রশ্নঃ কাপ্তাই ড্যাম কোন জেলায় অবস্থিত?
ক. চট্টগ্রাম
খ. রাঙ্গামাটি
গ. কক্সবাজার
ঘ. বান্দরবান
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বর্ণালী’ ও ‘শুভ্র’ কি?
ক. উন্নত জাতের ভূট্টা
খ. উন্নত জাতের তামাক
গ. উন্নত জাতের ধান
ঘ. উন্নত জাতের বেগুন
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি সিলেট বিভাগে অবস্থিত ?
ক. ময়নামতি
খ. ছাতক
গ. রামু
ঘ. বান্দরবান
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের বনাঞ্চলের পরিমান মোট ভূমির কত শতাংশ? (Forest area of Bangladesh comprises of — persent of total land in Bangladesh.)
ক. 16
খ. 17
গ. 20
ঘ. 25
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন খামারটি কোন জেলায় অবস্থিত ?
ক. চট্টগ্রাম
খ. খুলনা
গ. ময়মনসিংহ
ঘ. ঢাকা
উত্তরঃ গ
প্রশ্নঃ বর্তমানে (২০১৭) তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. ঝিনাইদহ
খ. নারায়ণগঞ্জ
গ. যশোর
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ক
প্রশ্নঃ পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. কুমিল্লা
খ. ময়মনসিংহ
গ. মুন্সীগঞ্জ
ঘ. ফরিদপুর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ কোন জাতের ধান সবচেয়ে বেশি আবাদ হয়?
ক. মুক্তা বা বিআর ১১
খ. বিআর ২৮
গ. গুটি বা স্বর্ণা ধান
ঘ. বিনাধান-৭
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান–
ক. BARI
খ. BRRI
গ. BADC
ঘ. BINA
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
ক. গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প
খ. তিস্তা সেচ প্রকল্প
গ. কাপ্তাই সেচ প্রকল্প
ঘ. ফেনী সেচ প্রকল্প
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)