বাংলাদেশ বিষয়াবলী-৯৫

প্রশ্নঃ রাজশাহী বিভাগের কোন জেলায় চায়ের বাগান আছে ?
ক. পঞ্চগড়
খ. দিনাজপুর
গ. বগুড়া
ঘ. রাজশাহী
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ নয় ?
ক. শাল
খ. গেওয়া
গ. কেওড়া
ঘ. সুন্দরী
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস-
ক. খনিজ তৈল
খ. প্রাকৃতিক গ্যাস
গ. পাহাড়ী নদী
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট- এর জেনেটিক গবেষণায় উদ্ভাবিত তেলাপিয়ার নাম কি?
ক. বিএফআরআই গিফট তেলাপিয়া
খ. বিএফআরআই তেলাপিয়া
গ. বিএফ গিফট তেলাপিয়া
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সিংনাথ’, ‘দোহাজারী’ ও ‘খটখটিয়া’ কোন কৃষিপণ্যের নতুন জাত?
ক. বি আর ধান
খ. বিটি বেগুন
গ. বিটি আখ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি?
ক. জিয়া সার কারখানা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া
খ. যমুনা সার কারখানা, জামালপুর
গ. চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা, চট্টগ্রাম
ঘ. ঘোড়াশাল সার কারখানা, নরসিংদী
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি আপদ এর প্রত্যক্ষ প্রভাব?
ক. অর্থনৈতিক
খ. পরিবেশগত
গ. সামাজিক
ঘ. অবকাঠামোগত
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে (অক্টোবর ২০১৭) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)-এর উদ্ভাবিত হাইব্রিড ধানের জাত কতটি?
ক. ৬টি
খ. ৫টি
গ. ৪টি
ঘ. ৭টি
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের কোন নদীর পানি অত্যধিক দূষিত ?
ক. শীতলক্ষ্যা
খ. বুড়িগঙ্গা
গ. তুরাগ
ঘ. পশুর
উত্তরঃ খ

প্রশ্নঃ কামতা গ্যাসক্ষেত্রটি অবস্থিত –
ক. কামালপুর
খ. সিলেট
গ. পার্বত্য চট্টগ্রাম
ঘ. গাজীপুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কত সালে বাংলাদেশে প্রথম কাগজকল স্থাপিত হয় ?
ক. ১৯৪৯ সালে
খ. ১৯৫০ সালে
গ. ১৯৫৩ সালে
ঘ. ১৯৫১ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের প্রধান প্রধান জলজ সম্পদ হচ্ছে –
ক. মাছ ও শঙ্খ
খ. ঝিনুক ও লবণ
গ. মাছ ও কাঁকড়া
ঘ. পানি ও মাছ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উচ্চ ফলনশীল ‘ইরি ধান’ এর আবিস্কারক –
ক. ঝিনাইদহের হরিপদ কাপালী
খ. যশোরের হরিপদ কাপালী
গ. নড়াইলের হরিপদ কাপালী
ঘ. শ্রীমঙ্গলের হরিধন চক্রবর্তী
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি?
ক. খনিজ তৈল
খ. প্রাকৃতিক গ্যাস
গ. খরস্রোতা নদী
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ খ

প্রশ্নঃ ৫ এপ্রিল ২০১৭ জাতীয় বীজ বোর্ডের ৯২তম সভায় কতটি নতুন জাতের ধান চাষাবাদের জন্য অনুমোদন দেয়?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে প্রথম চা চাষ আরম্ভ হয় কবে ?
ক. ১৮৬০ সালে
খ. ১৮৪৮ সালে
গ. ১৮৪০ সালে
ঘ. ১৮৫৪ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. কুমিল্লা
খ. রংপুর
গ. মুন্সিগঞ্জ
ঘ. নারায়ণগঞ্জ
উত্তরঃ গ

প্রশ্নঃ শ্বাসমূল আছে যে উদ্ভিদে –
ক. কাঁঠাল
খ. দেবদারু
গ. সুন্দরী
ঘ. তাল
ঙ. বাঁশ
উত্তরঃ গ

প্রশ্নঃ জুম হচ্ছে ?
ক. এক ধরনের উদ্যান অর্থনীতি
খ. এক ধরনের উদ্ভিদ
গ. এক ধরনের বনজ ফল
ঘ. এক ধরনের কৃষি অর্থনীতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশী গোল আলু উৎপন্ন হয়?
ক. বৃহত্তর ময়মনসিংহ জেলায়
খ. বৃহত্তর রংপুর জেলায়
গ. বৃহত্তর ঢাকা জেলায়
ঘ. বৃহত্তর কুমিল্লা জেলায়
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) সবচেয়ে কম মাছ উৎপাদন হয় কোথায়–
ক. বান্দরবান
খ. পঞ্চগড়
গ. রাঙ্গামাটি
ঘ. খাগড়াছড়ি
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি রবি ফসল নয় ?
ক. টমেটো
খ. মূলা
গ. কচু
ঘ. গম
উত্তরঃ গ

প্রশ্নঃ ম্যানগ্রোভ কি?
ক. মানব সৃষ্ট গাছ
খ. উপকূলীয় বন
গ. মানব সৃষ্ট উপকূলীয় বন
ঘ. মানব সৃষ্ট লোনা গাছ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান-
ক. ক্রমহ্রাসমান
খ. নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
গ. অনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
ঘ. অপরিবর্তিত থাকছে
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে প্রথম শস্যবীমা চালু হয় কবে?
ক. ১৯৭৩ সালে
খ. ১৯৭৫ সালে
গ. ১৯৭৭ সালে
ঘ. ১৯৮১ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ পানি দূষণের প্রধান কারণ -(What is the main agent that pollutes water -)
ক. Man (মানুষ)
খ. Tree (গাছপালা)
গ. Beast (পশু)
ঘ. Bird (পাখি)
উত্তরঃ ক

প্রশ্নঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. ময়মনসিংহ
খ. নেত্রকোণা
গ. সাভার
ঘ. পাবনা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য (WHO) – এর মতে প্রতি লিটার পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্যতা মাত্রা কত?
ক. ০.০১ মিঃ গ্রাঃ
খ. ০.০০৫ মিঃ গ্রাঃ
গ. ০.০৫ মিঃ গ্রাঃ
ঘ. ০.০২ মিঃ গ্রাঃ
উত্তরঃ ক

প্রশ্নঃ সম্প্রতি উদ্ভাবিত বারোমাসি কাঁঠালের জাতের নাম কি?
ক. বারি কাঁঠাল-১
খ. বারি কাঁঠাল-২
গ. বারি কাঁঠাল-৩
ঘ. বারি কাঁঠাল
উত্তরঃ গ

প্রশ্নঃ পার্বত্য চট্টগ্রামের বনে কোন ধরনের হরিণ পাওয়া যায় ?
ক. Spotted deer
খ. Hog deer
গ. Samber deer
ঘ. Barking deer
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!