প্রশ্নঃ বাংলাদেশের কৃষিতে ‘দোয়েল’ –
ক. জাতীয় পাখির নাম
খ. কৃষি সংস্থার নাম
গ. উন্নত জাতের গমের নাম
ঘ. কৃষি যন্ত্রের নাম
উত্তরঃ গ
প্রশ্নঃ বর্তমানে (২০১৭) মসুর উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. কুমিল্লা
খ. রাজশাহী
গ. নাটোর
ঘ. রংপুর
উত্তরঃ খ
প্রশ্নঃ মোবারকপুর গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
ক. সাপাহার, নওগাঁ
খ. গুরুদাসপুর, নাটোর
গ. কাহালু, বগুড়া
ঘ. সুজানগর, পাবনা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘পিরানহা’ কী ?
ক. রাক্ষসে মাছ
খ. হিংস্রপাখি
গ. গ্রামীণ পোশাক
ঘ. বিষাক্ত পতঙ্গ
উত্তরঃ ক
প্রশ্নঃ ইলিশের মোট কত শতাংশ বাংলাদেশে উতপাদিত হয়?
ক. ৬০%
খ. ৬৩%
গ. ৬৫%
ঘ. ৬৮%
উত্তরঃ গ
প্রশ্নঃ BFSA-এর পূর্ণরূপ কি?
ক. Bnagladesh Fire Safety Authority
খ. Bnagladesh Food Safety Authority
গ. Bnagladesh Fire Service Authority
ঘ. Bnagladesh Fire Service Asociassion
উত্তরঃ খ
প্রশ্নঃ ইভিনিং প্রিমরোজ নামের সূর্যমূখী ফুলের নতুন জাতের উদ্ভাবক বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
গ. ইসলামী বিশ্ববিদ্যালয়
ঘ. শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
উত্তরঃ গ
প্রশ্নঃ চামড়া গবেষণা ইনস্টিটিউট ঢাকার কোথায় অবস্থিত?
ক. আগারগাঁও
খ. মোহাম্মদপুর
গ. ধানমন্ডি
ঘ. সাভার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন রাসায়নিক সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন সংগ্রহ করতে পারে ?
ক. টি.এস.পি
খ. মিউরেট অব পটাশ
গ. ইউরিয়া
ঘ. জিপসাম
উত্তরঃ গ
প্রশ্নঃ বর্তমানে (২০১৭) চামড়াশিল্প নগরী ঢাকার কোথায় অবস্থিত?
ক. কেরানীগঞ্জ
খ. ডেমরা
গ. পোস্তগোলা
ঘ. সাভার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ যমুনা সার কারখানার বার্ষিক উৎপাদন –
ক. ৩ লক্ষ ৪০ হাজার মেঃ টন
খ. ৫ লক্ষ ৬১ হাজার মেঃ টন
গ. ৩ লক্ষ ৩০ হাজার মেঃ টন
ঘ. ৫ লক্ষ ২৫ হাজার মেঃ টন
উত্তরঃ খ
প্রশ্নঃ বর্তমানে (২০১৭) কাঁঠাল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. সিলেট
খ. কুষ্টিয়া
গ. গাজীপুর
ঘ. কুমিল্লা
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র পাথরখনি কোথায় অবস্থিত?
ক. কালিয়াকৈয়র, গাজীপুর
খ. জাফলং, সিলেট
গ. মধ্যপাড়া, দিনাজপুর
ঘ. ঝিলংজা, কক্সবাজার
উত্তরঃ গ
প্রশ্নঃ কাটারীভোগ চাল উৎপাদনের জন্য বিখ্যাত জায়গা –
ক. দিনাজপুর
খ. বরিশাল
গ. ময়মনসিংহ
ঘ. কুমিল্লা
উত্তরঃ ক
প্রশ্নঃ হরিপুরে তেলক্ষেত্র আবিস্কার হয়-
ক. ১৯৮৭ সালে
খ. ১৯৮৬ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৮৪ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোন নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে ?
ক. লুসাই নদী
খ. নাফ নদী
গ. কাপ্তাই নদী
ঘ. কর্ণফুলী নদী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বেসরকারী খাতে একক বৃহত্তম সার কারখানাটির নাম কি ?
ক. কর্ণফুলি সার কোঃ লিঃ
খ. যমুনা সার কারখানা
গ. পলাশ সার কারখানা
ঘ. ঘোড়াশাল সার কারখানা
উত্তরঃ ক
প্রশ্নঃ ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
ক. টিএসপি
খ. ইউরিয়া
গ. পটাশ
ঘ. অ্যামোনিয়া সালফেট
উত্তরঃ খ
প্রশ্নঃ ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি উওম ?
ক. বেলে মাটি
খ. এঁটেল মাটি
গ. দো-আঁশ মাটি
ঘ. পলি মাটি
উত্তরঃ গ
প্রশ্নঃ ইউনোকল যে দেশের তেল কোম্পানি –
ক. বাংলাদেশ
খ. কানাডা
গ. যুক্তরাষ্ট্র
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ গ
প্রশ্নঃ সিলেটের হরিপুরে পাওয়া গেছে-
ক. গ্যাস
খ. তৈল
গ. গ্যাস ও তৈল উভয়ই
ঘ. চুনাপাথর
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির-
ক. ১৬ শতাংশ
খ. ২০ শতাংশ
গ. ২৫ শতাংশ
ঘ. ৩০ শতাংশ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশে পানীয় জলের জন্য অধিকাংশ মানুষ নির্ভর করে –
ক. নদীর পানির উপর
খ. নলকূপের পানির উপর
গ. বৃষ্টির পানির উপর
ঘ. পুকুরের পানির উপর
উত্তরঃ খ
প্রশ্নঃ DND বাঁধের পুরো নাম কী ?
ক. ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা
খ. ঢাকা-নাটোর-দিনাজপুর
গ. ঢাকা-নরসিংদী-ডিমলা
ঘ. ঢাকা-নড়াইল-দিনাজপুর
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমান (প্রায়) কত?
ক. ২ কোটি ৪০ লক্ষ একর
খ. ২ কোটি ৫০ লক্ষ একর
গ. ২ কোটি ২৫ লক্ষ একর
ঘ. ২ কোটি একর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ দেশের কোন গ্যাসক্ষেত্রে প্রথম অগ্নিকান্ড হয় ?
ক. হরিপুর
খ. সেমুতাং
গ. মাগুরছড়া
ঘ. সাঙ্গু
উত্তরঃ গ
প্রশ্নঃ বিয়ানীবাজার গ্যাসফিল্ড কোথায় ?
ক. কুমিল্লায়
খ. চট্টগ্রাম
গ. রাজশাহী
ঘ. সিলেট
উত্তরঃ ঘ
প্রশ্নঃ তিতাস গ্যাসের মূখ্য উপাদান –
ক. ইথেন
খ. মিথেন
গ. প্রপেন
ঘ. নাইট্রোজেন
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রথমবারের মতো দেশে বেসরকারি উদ্যোগে তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কোথায় ?
ক. বড়পুকুরিয়া
খ. বাঘাবাড়ী
গ. ভেড়ামারা
ঘ. মধ্যপাড়া
উত্তরঃ ক
প্রশ্নঃ শাহজালাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
ক. ইউরিয়া
খ. অ্যামোনিয়া
গ. ক ও খ উভয়ই
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
আরো পড়ুন: