প্রশ্নঃ সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে –
ক. রাষ্ট্রের সাধারণ আইন
খ. জরুরী আইন
গ. রাষ্ট্রের মৌলিক আইন
ঘ. রাষ্ট্রের বিশেষ আইন
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ সুপ্রিম কোটের প্রধান বিচারপতি কে নিয়োগ দান করেন?
ক. প্রধানমন্ত্রী
খ. প্রেসিডেন্ট
গ. স্পিকার
ঘ. আইনমন্ত্রী
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের ২১ (২) ধারায় বলা হয়েছে “সকল সময়ে —- চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য”। শূন্যস্থানটি পূরণ কর।
ক. জনগনের সেবা করিবার
খ. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
গ. সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করা
ঘ. সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করা
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনী জাতীয় সংসদের কোন তারিখে পাস হয়েছিল ?
ক. ২৫ জানুয়ারি, ১৯৭৫
খ. ৬ এপ্রিল, ১৯৭৫
গ. ২০ মার্চ, ১৯৭৪
ঘ. ২৩ নভেম্বর, ১৯৭৪
উত্তরঃ ক
প্রশ্নঃ জরুরী অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় –
ক. প্রথম সংশোধনীতে
খ. দ্বিতীয় সংশোধনীতে
গ. তৃতীয় সংশোধনীতে
ঘ. চতুর্থ সংশোধনীতে
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের মন্ত্রীপরিষদ তাদের কাজকর্মের জন্য কাদের কাছে দায়ী ?
ক. রাষ্ট্রপতির কাছে
খ. জনগণের কাছে
গ. জাতিসংঘের কাছে
ঘ. জাতীয় সংসদের কাছে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিলি-ব্যবস্থা করার অধিকার থাকবে’ বলে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের –
ক. ৪২ নং অনুচ্ছেদ
খ. ২৫ নং অনুচ্ছেদ
গ. ৩০ নং অনুচ্ছেদ
ঘ. ২৭ নং অনুচ্ছেদ
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশে সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়?
ক. ১ অক্টোবর, ১৯৭২
খ. ৪ নভেম্বর, ১৯৭২
গ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
ঘ. ২৬ মার্চ,১৯৭৩
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
ক. ১৩৬
খ. ১৩৭
গ. ১৩৮
ঘ. ১৪০ (২)
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোনটি বাংলাদেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার নয় ? (Fundamental rights of the citizens as provided in the Bangladesh constitution does not include)
ক. বাকস্বাধীনতা (Freedom of speech)
খ. সংগঠনের স্বাধীনতা (Freedom of association)
গ. জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার (Right to life and liberty)
ঘ. সুখের অধিকার (Right to happiness)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের অধিকার ?
ক. রাজনৈতিক
খ. জন্মগত
গ. সামাজিক
ঘ. প্রাকৃতিক
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি –
ক. স্বায়ত্তশাসিত সংস্থা
খ. সাংবিধানিক সংস্থা
গ. কর্পোরেট সংস্থা
ঘ. আধাস্বায়ত্তশাসিত সংস্থা
উত্তরঃ খ
প্রশ্নঃ সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে?
ক. ১১০ নং অনুচ্ছেদে
খ. ১১৫ নং অনুচ্ছেদে
গ. ১১৮ নং অনুচ্ছেদে
ঘ. ১২৫ নং অনুচ্ছেদে
উত্তরঃ গ
প্রশ্নঃ সংবিধানের কোন সংশোধনী দ্বারা বাংলাদেশে উপ-রাষ্ট্রপতি পদ বিলুপ্ত করা হয় ?
ক. পঞ্চম
খ. ষষ্ঠ
গ. একাদশ
ঘ. দ্বাদশ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ বা অধ্যায় আছে ?
ক. ১০ টি
খ. ১৫ টি
গ. ১১ টি
ঘ. ১৮ টি
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশে বিচারপতিদের সর্বোচ্চ বয়সসীমা কত ?
ক. ৫৭ বছর
খ. ৬০ বছর
গ. ৬২ বছর
ঘ. ৬৭ বছর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ ‘বাংলাদেশী’ বলিয়া পরিচিত হবেন?
ক. ৬ (১)
খ. ৬ (২)
গ. ৭
ঘ. ৮
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি? (The number of reserve seats for Women in our parliament is -)
ক. 25
খ. 30
গ. 45
ঘ. 50
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে ?
ক. প্রধানমন্ত্রী
খ. রাষ্ট্রপতি
গ. অর্থমন্ত্রী
ঘ. ন্যায়পাল
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেয়া আছে কোন অনুচ্ছেদে?
ক. ১৪২
খ. ১২২
গ. ১৫২
ঘ. ১১২
উত্তরঃ গ
প্রশ্নঃ সংসদের মোট সদস্য সংখ্যার ন্যূনতম কত ভোটে গৃহীত না হলে সংবিধানের কোনো বিধান সংশোধন করার জন্য রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হবে না ?
ক. এক- তৃতীয়াংশ
খ. দুই-তৃতীয়াংশ
গ. এক -চতুর্থাংশ
ঘ. এক -পঞ্চমাংশ
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে কখন?
ক. ৬ আগস্ট, ১৯৯১
খ. ৬ আগস্ট, ১৯৯৯
গ. ৭ আগস্ট, ১৯৯৯
ঘ. ৮ আগস্ট, ১৯৯৯
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশর সংবিধানের মূলনীতি কয়টি ?
ক. ১১ টি
খ. ৬ টি
গ. ৫ টি
ঘ. ৪ টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করা হয় ?
ক. তৃতীয়
খ. চতুর্থ
গ. পঞ্চম
ঘ. দশম
উত্তরঃ খ
প্রশ্নঃ সংসদের ‘বিশেষ অধিকার কমিটি’ কোন ধরনের কমিটি?
ক. সাংবিধানিক অস্থায়ী কমিটি
খ. স্পিকারের ইচ্ছায় মাঝে মধ্যে গঠিত কমিটি
গ. সাংবিধানিক স্থায়ী কমিটি
ঘ. বিশেষ পরিস্থিতি মোকাবেলা কমিটি
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনো কারণে সংসদ ভেঙ্গে গেলে পরবর্তী কত দিনের মধ্যে বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ?
ক. ৩০ দিন
খ. ৬০ দিন
গ. ৯০ দিন
ঘ. ১৮০ দিন
উত্তরঃ গ
প্রশ্নঃ ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় কত সালে ?
ক. ১৯৭৬
খ. ১৯৭৭
গ. ১৯৮৭
ঘ. ১৯৮৮
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বেসরকারী বিল কাকে বলে?
ক. স্পিকার যে বিলকে বেসরকারী বলে ঘোষণা দেন
খ. সংসদ সদস্যদের উথাপিত বিল
গ. বিরোধী দলের সদস্যদের উত্থাপিত বিল
ঘ. রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত কোন বিল
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের সুপ্রীম কোর্ট — নিয়ে গঠিত ?
ক. সুপ্রীমকোর্ট ও হাইকোর্ট
খ. হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ
গ. হাইকোর্ট ও জর্জকোর্ট
ঘ. সুপ্রীমকোর্ট ও হাইকোর্ট বিভাগ
উত্তরঃ খ
প্রশ্নঃ অধ্যাদেশ প্রণয়ন করেন – (Who has the authority to issue an ordinance is Bangladesh?)
ক. Prime Minister
খ. President
গ. Chief Adviser
ঘ. Council of Advisors
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)