বাংলাদেশ বিষয়াবলী-৮৩

প্রশ্নঃ কোন এ্যাডভোকেটকে সুপ্রীম কোর্টের জজ হিসেবে নিযুক্ত করতে হলে সুপ্রীম কোর্টের ন্যূনতম কত বৎসরের এ্যাডভোকেট পেশার অভিজ্ঞতা বাঞ্ছনীয় ?
ক. ৮ বৎসর
খ. ১০ বৎসর
গ. ১২ বৎসর
ঘ. ১৫ বৎসর
উত্তরঃ খ

প্রশ্নঃ কে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন ?
ক. জনগণ
খ. জাতীয় সংসদ
গ. রাষ্ট্রপতি
ঘ. মন্ত্রীসভা
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’ সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
ক. ২৭
খ. ২৮
গ. ৩০
ঘ. ৪৭
উত্তরঃ ক

প্রশ্নঃ হাতে লিখিত সংবিধানে স্বাক্ষর করেননি কে?
ক. ড. কামাল হোসেন
খ. ফিরোজা বেগম
গ. সুরঞ্জিত সেন গুপ্ত
ঘ. উপরের কেউ না
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের এখন পর্যন্ত (২০১১) কতটি সংশোধনী আনা হয়েছে?
ক. ১৭
খ. ১৫
গ. ২০
ঘ. ১৯
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে? (The constitution of Bangladesh was made effective on -)
ক. জানুয়ারী ১০, ১৯৭৩
খ. ডিসেম্বর ১৬, ১৯৭২
গ. নভেম্বর ৪, ১৯৭২
ঘ. অক্টোবর ১১ , ১৯৭২
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ সংবিধানের তফসিল কতটি—
ক. ৫ টি
খ. ৭ টি
গ. ৯ টি
ঘ. ৩ টি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি?
ক. ২৮ টি
খ. ২৯ টি
গ. ৩০ টি
ঘ. ২৬ টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবীকে কি বলা হয় ?
ক. ন্যায়পাল
খ. অ্যাটর্নী জেনারেল
গ. প্রধান বিচারপতি
ঘ. রেক্টর
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের সাংবিধানিক নাম হলো –
ক. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
খ. বাংলাদেশ
গ. বাংলাদেশ প্রজাতন্ত্র
ঘ. বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র
উত্তরঃ ক

প্রশ্নঃ এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান কয়বার সংশোধিত হয়েছে ? (The Constitution of Bangladesh has been subject to how many amendments till today ?)
ক. 5
খ. 9
গ. 14
ঘ. 15
ঙ. 16
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে ?
ক. ১৪ নং ধারা
খ. ১৫ নং ধারা
গ. ১৬ নং ধারা
ঘ. ১৭ নং ধারা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয় ?
ক. ৭ এপ্রিল, ১৯৭২
খ. ১০ এপ্রিল, ১৯৭২
গ. ৭ এপ্রিল, ১৯৭৩
ঘ. ১০ এপ্রিল, ১৯৭৩
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারী করেন কে ?
ক. শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. খন্দকার মোস্তাক
ঘ. মোহাম্মদ উল্লাহ
উত্তরঃ ক

প্রশ্নঃ কার সম্মতি ছাড়া কোন বিল পাস করা যাবেনা ?
ক. প্রধানমন্ত্রীর
খ. স্পীকারের
গ. সচিবের
ঘ. রাষ্ট্রপতির
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পাঠ কি ?
ক. People Republic of Bangladesh
খ. Bangladesh People’s Republic
গ. The Republic of Bangladesh
ঘ. The People’s Republic of Bangladesh
ঙ. Democratic Republic of Bangladesh
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয় ?
ক. ৭ম
খ. ৮ম
গ. ৯ম
ঘ. ১০ম
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদের সভাপতি কে?
ক. সংসদ বিষয়ক সচিব
খ. মাননীয় প্রধানমন্ত্রী
গ. মাননীয় স্পিকার
ঘ. মহামান্য রাষ্ট্রপতি
উত্তরঃ গ

প্রশ্নঃ সাংসদদের প্রধান কাজ কি ?
ক. যুতসই আইন প্রণয়ন
খ. আইনের ব্যাখ্যা দান
গ. আইনসমূহের প্রয়োগ
ঘ. বিচারিক কার্য সম্পাদন
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য –
ক. বেগম রাজিয়া বানু
খ. বেগম মতিয়া চৌধুরী
গ. আমেনা বেগম
ঘ. এদের কেউ নন
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান –
ক. রাষ্ট্রপতি
খ. স্পিকার
গ. প্রধান বিচারপতি
ঘ. প্রধান নির্বাচন কমিশনার
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় -(Constitution of the people’s Republic of Bangladesh was introduced on)
ক. 25 March, 1971
খ. 25 March, 1972
গ. 16 December, 1971
ঘ. 16 December, 1972
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা কে মূলনীতি নির্ধারণ করা হয়?
ক. ২১(২)
খ. ২৮(২)
গ. ৮(১)
ঘ. ১০
উত্তরঃ গ

প্রশ্নঃ গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেয়া আছে বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে–
ক. ১৮
খ. ১১
গ. ১৪
ঘ. ৩২
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান গৃহিত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন ?
ক. জনাব মোহাম্মদ উল্লাহ
খ. শেখ মুজিবুর রহমান
গ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
ঘ. বিচারপতি আহসান উদ্দীন চৌধুরী
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে কবে প্রথম সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা হয় ?
ক. ১৯৯১ সালে
খ. ১৯৭২ সালে
গ. ২০০১ সালে
ঘ. ১৯৮২ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন সালে ঢাকার ইংরেজী বানান Dacca থেকে Dhaka হয় ?
ক. ১৯৮২
খ. ১৯৮৩
গ. ১৯৮০
ঘ. ১৯৮৪
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
ক. ১২ অক্টোবর, ১৯৭২
খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
গ. ২৬ মার্চ, ১৯৭৩
ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭৩
উত্তরঃ ক

প্রশ্নঃ সংবিধান সংশোধনে গণভোট প্রথা বাতিল করা হয় কোন অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে?
ক. ১৪৪
খ. ১৪২
গ. ১৩২
ঘ. ১৩৯
উত্তরঃ খ

প্রশ্নঃ ন্যায়পাল প্রতিষ্ঠানটির উদ্ভব কোথায় ?
ক. ফিনল্যান্ড
খ. নেদারল্যান্ডে
গ. আইসল্যান্ডে
ঘ. সুইডেনে
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!