বাংলাদেশ বিষয়াবলী-৮১

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের সংবিধান:

প্রশ্নঃ চতুর্দশ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কি ?
ক. সংসদীয় গণতন্ত্র
খ. রাষ্ট্রপতির শাসন
গ. একদলীয় শাসন
ঘ. মহিলাদের সংরক্ষিত আসন
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ Consitution is the way of life the state has chosen for itself. ঊক্তিটি কে করেন ?
ক. Plato
খ. Aristotle
গ. S.E. Finer
ঘ. Wheare
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন – (Who is the Supreme commander of Defence in Bangladesh ?)
ক. Chief of Army Stuff
খ. President
গ. Prime Minister
ঘ. Chief Advisor
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিযুক্তি দেন ?
ক. ২৫ (১) ধারা
খ. ৫০ ধারা
গ. ৫০ (১) ধারা
ঘ. ৫৬ (২) ধারা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অর্থ বিল’ সম্পর্কিত বিধানাবলী আমাদের সংবিধানের কোন আর্টিক্যালে উল্লেখ আছে?
ক. ৮০ (১)
খ. ৮১ (১)
গ. ৮২
ঘ. ৮৪ (১)
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ কর্মকমিশন গঠিত হয়?
ক. ১৩৭
খ. ১৩৮
গ. ১৪৭
ঘ. ১৫০
উত্তরঃ ক

প্রশ্নঃ সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের বৈঠকের মধ্যে কত দিনের বেশি বিরতি থাকবে না ?
ক. ৩০ দিন
খ. ৪০ দিন
গ. ৫০ দিন
ঘ. ৬০ দিন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মানুষের ব্যক্তি স্বাধীনতা নিরাপত্তার অধিকারকে কোন ধরনের অধিকার বলা হয় ?
ক. রাজনৈতিক অধিকার
খ. সামাজিক অধিকার
গ. মানবিক অধিকার
ঘ. মৌলিক অধিকার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন ?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. সামরিক বাহিনী প্রধান
ঘ. জাতীয় সংসদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইবুন্যাল অধ্যাদেশ-২০০২ করা হয়েছে ?
ক. ৫৫ (৬)
খ. ৯৩ (১)
গ. ৯৩ (২ক)
ঘ. ৫৬ (৩)
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদে উত্থাপিত সরকারী বিল বলতে বুঝায় –
ক. কেবলমাত্র মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিল
খ. সরকার দলীয় সংসদ সদস্যগণ কর্তৃক উত্থাপিত বিল
গ. ক ও খ উভয়টি সঠিক
ঘ. সংসদ সদস্যগণ কর্তৃক কেবলমাত্র বৃহস্পতিবারের উত্থাপিত বিল
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ সুপ্রীম কোর্টের বিচারপতির সর্বোচ্চ বয়স কত ?
ক. ৫০
খ. ৬২
গ. ৬৫
ঘ. ৬৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ’ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে ?
ক. ৭
খ. ৮
গ. ২৮
ঘ. ৪৪
উত্তরঃ ক

প্রশ্নঃ একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কত দিন সংসদের বাইরে থাকতে পারবে?
ক. ৩০ দিন
খ. ৪৫ দিন
গ. ৬০ দিন
ঘ. ৯০ দিন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার কত দিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক ?
ক. ৯০
খ. ৮০
গ. ৭০
ঘ. ৬০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের বর্তমান সরকার প্রধান কে? (Who is the Head of the Govt. in Bangladesh?)
ক. রাষ্ট্রপতি (President )
খ. প্রধানমন্ত্রী (Prime Minister)
গ. স্পিকার (Speaker)
ঘ. প্রধান বিচারপতি (Chief of Justice)
উত্তরঃ খ

প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় –
ক. ১৭ এপ্রিল, ১৯৭১
খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
গ. ৭ মার্চ, ১৯৭২
ঘ. ২৬ মার্চ, ১৯৭৩
উত্তরঃ খ

প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ সংখ্যা কতটি?
ক. ১৫২টি
খ. ১৫৩টি
গ. ১৫৪টি
ঘ. ১৫৫টি
উত্তরঃ খ

প্রশ্নঃ সংবিধানের কত অনুচ্ছেদ ‘ন্যায়পাল’ নিয়োগের বিধান আছে?
ক. ৪১ নং অনুচ্ছেদে
খ. ৫১ নং অনুচ্ছেদে
গ. ৬৬ নং অনুচ্ছেদে
ঘ. ৭৭ নং অনুচ্ছেদে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ একটি –
ক. গণপ্রজাতন্ত্রী
খ. প্রজাতন্ত্রী
গ. ইসলামী প্রজাতন্ত্র
ঘ. গণতান্ত্রিক প্রজাতন্ত্রী
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতীয় সংসদের কত ভোটে সাধারণ আইন পাস হয়?
ক. ৫০ %+১
খ. ৫৫ %+১
গ. ৬০ %+১
ঘ. ৭০ %+১
উত্তরঃ ক

প্রশ্নঃ ইংরেজীতে বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক নাম –
ক. National Parliament
খ. National Assembly
গ. House of Nation
ঘ. House of the people
ঙ. Bangladesh National Parliament
উত্তরঃ গ

প্রশ্নঃ সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বলা আছে?
ক. ১০ নং অনুচ্ছেদে
খ. ২১ (২) নং অনুচ্ছেদে
গ. ২৭ নং অনুচ্ছেদে
ঘ. ২৮ (২) নং অনুচ্ছেদে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কোর্ট অব রেকর্ড’ বলা হয় কোন আদালতকে ?
ক. সুপ্রীমকোর্ট
খ. ম্যাজিস্ট্রেট কোর্ট
গ. জজ কোর্ট
ঘ. হাইকোর্ট
উত্তরঃ ক

প্রশ্নঃ সংবিধান অনুযায়ী বাংলাদেশে সর্বাধিক কতজনকে Technocrat মন্ত্রী নিয়োগ করা যায় ?
ক. তিন-দশমাংশ
খ. দুই-দশমাংশ
গ. পাঁচ-দশমাংশ
ঘ. এক-দশমাংশ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা ছিলেন–
ক. শেরে বাংলা এ কে ফজলুল হক
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
উত্তরঃ গ

প্রশ্নঃ স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলের সংযোজন করা হয়েছে?
ক. চতুর্থ
খ. পঞ্চম
গ. ষষ্ঠ
ঘ. সপ্তম
উত্তরঃ ক

প্রশ্নঃ সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন (PSC) গঠনের উল্লেখ আছে
ক. ১৩৭ নং অনুচ্ছেদে
খ. ১৩৫ নং অনুচ্ছেদে
গ. ১৩৮ নং অনুচ্ছেদে
ঘ. ১৩৪ নং অনুচ্ছেদে
উত্তরঃ ক

প্রশ্নঃ সংসদে সবসময় থাকবে – (In a parliament, there will always be -)
ক. রাষ্ট্রপতি (The President )
খ. প্রধানমন্ত্রী (The Prime Minister)
গ. সংসদ সদস্যগণ (The MPs)
ঘ. বিরোধী দলীয় নেতা (The leader of opposition)
উত্তরঃ গ

প্রশ্নঃ সংবিধান সংশোধনে প্রয়োজন হয়–
ক. এক-তৃতীয়াংশ সংসদ সদস্যের সম্মতি
খ. অর্ধেক সংসদ সদস্যের সম্মতি
গ. দুই-তৃতীয়াংশ সংসদ সদস্যের সম্মতি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!