সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের সংবিধান:
প্রশ্নঃ চতুর্দশ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কি ?
ক. সংসদীয় গণতন্ত্র
খ. রাষ্ট্রপতির শাসন
গ. একদলীয় শাসন
ঘ. মহিলাদের সংরক্ষিত আসন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Consitution is the way of life the state has chosen for itself. ঊক্তিটি কে করেন ?
ক. Plato
খ. Aristotle
গ. S.E. Finer
ঘ. Wheare
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন – (Who is the Supreme commander of Defence in Bangladesh ?)
ক. Chief of Army Stuff
খ. President
গ. Prime Minister
ঘ. Chief Advisor
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিযুক্তি দেন ?
ক. ২৫ (১) ধারা
খ. ৫০ ধারা
গ. ৫০ (১) ধারা
ঘ. ৫৬ (২) ধারা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘অর্থ বিল’ সম্পর্কিত বিধানাবলী আমাদের সংবিধানের কোন আর্টিক্যালে উল্লেখ আছে?
ক. ৮০ (১)
খ. ৮১ (১)
গ. ৮২
ঘ. ৮৪ (১)
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ কর্মকমিশন গঠিত হয়?
ক. ১৩৭
খ. ১৩৮
গ. ১৪৭
ঘ. ১৫০
উত্তরঃ ক
প্রশ্নঃ সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের বৈঠকের মধ্যে কত দিনের বেশি বিরতি থাকবে না ?
ক. ৩০ দিন
খ. ৪০ দিন
গ. ৫০ দিন
ঘ. ৬০ দিন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মানুষের ব্যক্তি স্বাধীনতা নিরাপত্তার অধিকারকে কোন ধরনের অধিকার বলা হয় ?
ক. রাজনৈতিক অধিকার
খ. সামাজিক অধিকার
গ. মানবিক অধিকার
ঘ. মৌলিক অধিকার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন ?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. সামরিক বাহিনী প্রধান
ঘ. জাতীয় সংসদ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইবুন্যাল অধ্যাদেশ-২০০২ করা হয়েছে ?
ক. ৫৫ (৬)
খ. ৯৩ (১)
গ. ৯৩ (২ক)
ঘ. ৫৬ (৩)
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদে উত্থাপিত সরকারী বিল বলতে বুঝায় –
ক. কেবলমাত্র মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিল
খ. সরকার দলীয় সংসদ সদস্যগণ কর্তৃক উত্থাপিত বিল
গ. ক ও খ উভয়টি সঠিক
ঘ. সংসদ সদস্যগণ কর্তৃক কেবলমাত্র বৃহস্পতিবারের উত্থাপিত বিল
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ সুপ্রীম কোর্টের বিচারপতির সর্বোচ্চ বয়স কত ?
ক. ৫০
খ. ৬২
গ. ৬৫
ঘ. ৬৭
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ’ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে ?
ক. ৭
খ. ৮
গ. ২৮
ঘ. ৪৪
উত্তরঃ ক
প্রশ্নঃ একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কত দিন সংসদের বাইরে থাকতে পারবে?
ক. ৩০ দিন
খ. ৪৫ দিন
গ. ৬০ দিন
ঘ. ৯০ দিন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার কত দিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক ?
ক. ৯০
খ. ৮০
গ. ৭০
ঘ. ৬০
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের বর্তমান সরকার প্রধান কে? (Who is the Head of the Govt. in Bangladesh?)
ক. রাষ্ট্রপতি (President )
খ. প্রধানমন্ত্রী (Prime Minister)
গ. স্পিকার (Speaker)
ঘ. প্রধান বিচারপতি (Chief of Justice)
উত্তরঃ খ
প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় –
ক. ১৭ এপ্রিল, ১৯৭১
খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
গ. ৭ মার্চ, ১৯৭২
ঘ. ২৬ মার্চ, ১৯৭৩
উত্তরঃ খ
প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ সংখ্যা কতটি?
ক. ১৫২টি
খ. ১৫৩টি
গ. ১৫৪টি
ঘ. ১৫৫টি
উত্তরঃ খ
প্রশ্নঃ সংবিধানের কত অনুচ্ছেদ ‘ন্যায়পাল’ নিয়োগের বিধান আছে?
ক. ৪১ নং অনুচ্ছেদে
খ. ৫১ নং অনুচ্ছেদে
গ. ৬৬ নং অনুচ্ছেদে
ঘ. ৭৭ নং অনুচ্ছেদে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ একটি –
ক. গণপ্রজাতন্ত্রী
খ. প্রজাতন্ত্রী
গ. ইসলামী প্রজাতন্ত্র
ঘ. গণতান্ত্রিক প্রজাতন্ত্রী
উত্তরঃ ক
প্রশ্নঃ জাতীয় সংসদের কত ভোটে সাধারণ আইন পাস হয়?
ক. ৫০ %+১
খ. ৫৫ %+১
গ. ৬০ %+১
ঘ. ৭০ %+১
উত্তরঃ ক
প্রশ্নঃ ইংরেজীতে বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক নাম –
ক. National Parliament
খ. National Assembly
গ. House of Nation
ঘ. House of the people
ঙ. Bangladesh National Parliament
উত্তরঃ গ
প্রশ্নঃ সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বলা আছে?
ক. ১০ নং অনুচ্ছেদে
খ. ২১ (২) নং অনুচ্ছেদে
গ. ২৭ নং অনুচ্ছেদে
ঘ. ২৮ (২) নং অনুচ্ছেদে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘কোর্ট অব রেকর্ড’ বলা হয় কোন আদালতকে ?
ক. সুপ্রীমকোর্ট
খ. ম্যাজিস্ট্রেট কোর্ট
গ. জজ কোর্ট
ঘ. হাইকোর্ট
উত্তরঃ ক
প্রশ্নঃ সংবিধান অনুযায়ী বাংলাদেশে সর্বাধিক কতজনকে Technocrat মন্ত্রী নিয়োগ করা যায় ?
ক. তিন-দশমাংশ
খ. দুই-দশমাংশ
গ. পাঁচ-দশমাংশ
ঘ. এক-দশমাংশ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা ছিলেন–
ক. শেরে বাংলা এ কে ফজলুল হক
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
উত্তরঃ গ
প্রশ্নঃ স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলের সংযোজন করা হয়েছে?
ক. চতুর্থ
খ. পঞ্চম
গ. ষষ্ঠ
ঘ. সপ্তম
উত্তরঃ ক
প্রশ্নঃ সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন (PSC) গঠনের উল্লেখ আছে
ক. ১৩৭ নং অনুচ্ছেদে
খ. ১৩৫ নং অনুচ্ছেদে
গ. ১৩৮ নং অনুচ্ছেদে
ঘ. ১৩৪ নং অনুচ্ছেদে
উত্তরঃ ক
প্রশ্নঃ সংসদে সবসময় থাকবে – (In a parliament, there will always be -)
ক. রাষ্ট্রপতি (The President )
খ. প্রধানমন্ত্রী (The Prime Minister)
গ. সংসদ সদস্যগণ (The MPs)
ঘ. বিরোধী দলীয় নেতা (The leader of opposition)
উত্তরঃ গ
প্রশ্নঃ সংবিধান সংশোধনে প্রয়োজন হয়–
ক. এক-তৃতীয়াংশ সংসদ সদস্যের সম্মতি
খ. অর্ধেক সংসদ সদস্যের সম্মতি
গ. দুই-তৃতীয়াংশ সংসদ সদস্যের সম্মতি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)