বাংলাদেশ বিষয়াবলী-৭৭

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) দেশে নদীবন্দরের সংখ্যা কত?
ক. ২৯টি
খ. ২৫টি
গ. ২৩টি
ঘ. ২৭টি
উত্তরঃ ক

প্রশ্নঃ অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত?
ক. চট্টগ্রাম
খ. ঢাকা
গ. মংলা
ঘ. খুলনা
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলাদেশ কবে সাবমেরিন যুগে প্রবেশ করে?
ক. ১৪ ফেব্রুয়ারি ২০১৭
খ. ১২ মার্চ ২০১৭
গ. ১৪ এপ্রিল ২০১৭
ঘ. ১১ জানুয়ারি ২০১৭
উত্তরঃ খ

প্রশ্নঃ ঢাকা ও চট্টগ্রামের সড়কপথে দূরত্ব -(The distance between Dhaka & Chittagong road is apporoximately -)
ক. 200 Km
খ. 250 Km
গ. 350 Km
ঘ. 450 Km
উত্তরঃ খ

প্রশ্নঃ সরকারী উদ্যোগে স্থাপিত দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্কের নাম কি?
ক. জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক
খ. যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক
গ. কালিয়াকৈর সফটওয়্যার টেকনোলজি পার্ক
ঘ. মহাখালী সফটওয়্যার টেকনোলজি পার্ক
উত্তরঃ ক

প্রশ্নঃ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর চালু হয়-
ক. ১৯৭৮ সালে
খ. ১৯৮৩ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৮০ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পদ্মায় ব্রীজ নির্মাণের নির্ধারিত স্থান কোনটি?
ক. দৌলতদিয়া
খ. মাওয়া
গ. জাজিয়া
ঘ. ভাঙ্গা
উত্তরঃ খ, গ

প্রশ্নঃ মহাখালী ফ্লাইওভারে কয়টি স্প্যান আছে?
ক. ১৭ টি
খ. ১৮ টি
গ. ১৯ টি
ঘ. ২১ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ দেশের প্রথম চার লেন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে?
ক. ১০ আগস্ট ২০১৬
খ. ১২ আগস্ট ২০১৬
গ. ১৪ আগস্ট ২০১৬
ঘ. ১৩ আগস্ট ২০১৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর দৈর্ঘ্য কত?
ক. ৬৫০.৭৫ মিটার
খ. ৬৭৫.২৫ মিটার
গ. ৬৯৪.৩৬ মিটার
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ বঙ্গবন্ধু সেতুতে কোন ধরনের রেল লাইনের ব্যবস্থা আছে?
ক. ব্রড গেজ
খ. মিটার গেজ
গ. ন্যারো গেজ
ঘ. ডুয়েল গেজ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দেশের ২৩তম স্থলবন্দর কোনটি?
ক. বাল্লা
খ. আখাউড়া
গ. বিয়ানীবাজার
ঘ. শেওলা
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে বায়োমেট্রিক পদ্ধিতে সিমকার্ড নিবন্ধন শুরু করে কোন দেশ?
ক. বাংলাদেশ
খ. দক্ষিণ কোরিয়া
গ. জাপান
ঘ. চীন
উত্তরঃ ক

প্রশ্নঃ তার বিহিন দ্রুত গতি ইন্টারনেট প্রযুক্তির নাম –
ক. অপটিক ফাইবার
খ. ভি-স্যাট
গ. ওয়াইম্যাক্স
ঘ. সেটম্যাক্স
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের বোর্ড অব গভর্নরসের চেয়ারপারসন কে?
ক. পরিকল্পনা মন্ত্রী
খ. মন্ত্রিপরিষদ সচিব
গ. অর্থমন্ত্রী
ঘ. প্রধানমন্ত্রী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কোন ব্রীজ’ কোন নদীর উপর এবং কোথায় অবস্থিত?
ক. মেঘনা, ভৈরব বাজার
খ. সুরমা, সিলেট
গ. পদ্মা, পাকশী
ঘ. ব্রহ্মপুত্র, ময়মনসিংহ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের কোন বিভাগে ব্রডগেজ রেলওয়ে লাইন সবচেয়ে বেশি ?
ক. রাজশাহী
খ. ঢাকা
গ. বরিশাল
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ ক

প্রশ্নঃ রেলপথে ঢাকার থেকে খুলনার দূরত্ব কত?
ক. ৬২৭ কি.মি.
খ. ৫২৯ কি.মি.
গ. ৪২০ কি.মি.
ঘ. ৩০৭ কি.মি.
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যোগদান করে –
ক. নভেম্বর, ২০০৭
খ. জুলাই, ২০০৬
গ. অক্টোবর, ২০০৬
ঘ. মার্চ, ২০০৫
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিনের অধিকারী হয়?
ক. ৪৪তম
খ. ৪২তম
গ. ৪১তম
ঘ. ৪৫তম
উত্তরঃ গ

প্রশ্নঃ আখাউড়া-আগরতলা রেলপথের মোট দৈর্ঘ্য কত কিমি?
ক. ২৫ কিমি
খ. ২০ কিমি
গ. ১৫ কিমি
ঘ. ১০ কিমি
উত্তরঃ গ

প্রশ্নঃ দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড ঘোষণা করা হয় কোনটিকে?
ক. মনপুরা
খ. কুতুবদিয়া
গ. সেন্টমার্টিন
ঘ. মহেশখালী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি?
ক. ৭৫ টি
খ. ৫৯ টি
গ. ৫০ টি
ঘ. ৪৫ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ মংলা বন্দর কোন জেলায় অবস্থিত ?
ক. খুলনা
খ. বাগেরহাট
গ. সাতক্ষীরা
ঘ. বরগুনা
উত্তরঃ খ

প্রশ্নঃ WiMAX একটি –
ক. ওয়ারেলস ব্রডব্যান্ড প্রযুক্তি
খ. ব্রান্ড ঘড়ি
গ. মোবাইল ফোন
ঘ. ডিভিডি প্লেয়ার
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘Submarine Cable’ is the term used in –
ক. Telecommunication
খ. Information Technology
গ. Cable TV Network
ঘ. Navigational Communication
ঙ. None of these
উত্তরঃ খ

প্রশ্নঃ চালনা বন্দরের কার্যক্রম শুরু হয় কত সাল থেকে ?
ক. ১৯৫০
খ. ১৯৫১
গ. ১৯৫২
ঘ. ১৯৫৩
উত্তরঃ ক

প্রশ্নঃ চট্টগ্রাম-কক্সবাজার সাবমেরিন কেবলস অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হবে ?
ক. ৭০০ কি.মি.
খ. ৫৭০ কি.মি.
গ. ৩০০ কি.মি.
ঘ. ১৭০ কি.মি.
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঢাকার প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুইপ্রান্ত কি হবে ?
ক. জয়দেবপুর-নারায়ণগঞ্জ
খ. জয়দেবপুর-গুলিস্থান
গ. জয়দেবপুর-যাত্রাবাড়ী
ঘ. জ্যদেবপুর-সদরঘাট
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন জেলায় রেলপথ নেই?
ক. পাবনা
খ. মাদারীপুর
গ. সুনামগঞ্জ
ঘ. মেহেরপুর
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!