বাংলাদেশ বিষয়াবলী-৭৬

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও প্রযুক্তি:

প্রশ্নঃ বাংলাদেশ প্রথম সাবমেরিন ক্যাবল বা SEA-ME-WE 4 এ যুক্ত হয় কবে?
ক. ২১ জুন ২০০৬
খ. ২১ মে ২০০৬
গ. ১০ মে ২০০৬
ঘ. ১৫ জুন ২০০৬
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ঢাকা-কোলকাতা সরাসরি যাতায়াতকারী ট্রেনটির নাম কি?
ক. সৌহার্দ্য এক্সপ্রেস
খ. মৈত্রী এক্সপ্রেস
গ. সমঝোতা এক্সপ্রেস
ঘ. সম্প্রীতি এক্সপ্রেস
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কি?
ক. বিএনএস নবযাত্রা
খ. বিএনএস শেখ হাসিনা
গ. বিএনএস ওসমানী
ঘ. বিএনএস বঙ্গবন্ধু
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের রেলওয়ে সদর দফতর কোথায় ?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. ঈশ্বরদী
ঘ. পার্বতীপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ বেসরকারীভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের বিমান চলাচল সংস্থার নাম -(Which of the following is the first private airlines of Bangladesh ?)
ক. GMG Airlines
খ. Air Parabat
গ. Aero Bengal
ঘ. South Korea
উত্তরঃ গ

প্রশ্নঃ বেসরকারীভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের বিমান চলাচল সংস্থা-
ক. এ্যারো বাংলাদেশ এয়ার লাইন্স
খ. এ্যারো বেঙ্গল এয়ার ওয়েজ
গ. এ্যারো বেঙ্গল এয়ার লাইন্স
ঘ. এ্যারো বেঙ্গল এয়ার সার্ভিস
উত্তরঃ গ

প্রশ্নঃ কত সালে উপমহাদেশে রেলগাড়ি চালু হয় ?
ক. ১৮৫৩ সালে
খ. ১৮৫০ সালে
গ. ১৮৫১ সালে
ঘ. ১৮৫২ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দৈর্ঘ্য কত?
ক. ৭০ কিলোমিটার
খ. ৭৫ কিলোমিটার
গ. ৮৫ কিলোমিটার
ঘ. ৮০ কিলোমিটার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হিলি’ স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত ?
ক. নোয়াখালী
খ. যশোর
গ. দিনাজপুর
ঘ. সাতক্ষীরা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম রেল লাইন স্থাপন করা হয় –
ক. দর্শনা-কুষ্টিয়া
খ. ঢাকা-সিলেট
গ. দর্শনা-গোয়ালন্দ
ঘ. কুস্তিয়া-গোয়ালন্দ
উত্তরঃ ক

প্রশ্নঃ দেশের তৃতীয় সমুদ্রবন্দরের যাত্রা শুরু হয় কবে?
ক. ১০ আগস্ট ২০১৬
খ. ১২ আগস্ট ২০১৬
গ. ১৪ আগস্ট ২০১৬
ঘ. ১৩ আগস্ট ২০১৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বা SEA-ME-WE-5-এ যুক্ত হয় কবে?
ক. ২১ ফেব্রেয়ারি ২০১৭
খ. ১৫ ফেব্রুয়ারি ২০১৭
গ. ১০ ফেব্রুয়ারি ২০১৭
ঘ. ২০ ফেব্রুয়ারি ২০১৭
উত্তরঃ ক

প্রশ্নঃ SEA-ME-WE 4-এর বাংলাদেশের ল্যান্ডিং স্টেশন কোথায়?
ক. কর্ণফুলী (চট্টগ্রাম)
খ. জাফলং, সিলেট
গ. ঝিলংজা, কক্সবাজার
ঘ. গুইমারা (খাগড়াছড়ি)
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন জেলা শহরে রিক্সা নাই?
ক. পঞ্চগড়
খ. চট্টগ্রাম
গ. রাঙ্গামাটি
ঘ. কক্সবাজার
উত্তরঃ গ

প্রশ্নঃ দেশের প্রথম ৮ লেনের মহাসড়ক উদ্বোধন করা হয় কবে?
ক. ১০ আগস্ট ২০১৬
খ. ১২ আগস্ট ২০১৬
গ. ১৪ আগস্ট ২০১৬
ঘ. ১৩ আগস্ট ২০১৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
ক. চট্টগ্রাম
খ. পাকশি
গ. সৈয়দপুর
ঘ. আখাউড়া
উত্তরঃ গ

প্রশ্নঃ বাল্লা স্থলবন্দর কোথায় অবস্থিত?
ক. বিয়ানীবাজার (সিলেট)
খ. আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
গ. ছাতক (সুনামগঞ্জ)
ঘ. চুনারুঘাট (হবিগঞ্জ)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দেশের প্রথম ৮ লেন মহাসড়কের দৈর্ঘ্য কত কিমি?
ক. ৯.৫ কিমি (প্রায়)
খ. ৮.৫ কিমি (প্রায়)
গ. ৭.৫ কিমি (প্রায়)
ঘ. ৬.৫ কিমি (প্রায়)
উত্তরঃ গ

প্রশ্নঃ চিলাহাটি রেলওয়ে জংশনটি কোন জেলায় অবস্থিত?
ক. রংপুর
খ. গাইবান্ধা
গ. নীলফামারী
ঘ. দিনাজপুর
উত্তরঃ গ

প্রশ্নঃ সরকারী উদ্যোগে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে?
ক. ২০ অক্টোবর ২০১৫
খ. ১৯ অক্টোবর ২০১৫
গ. ১৮ অক্টোবর ২০১৫
ঘ. ১৫ অক্টোবর ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে সারা বছর নাব্য ভ্রমণ নদী পথের দৈর্ঘ্য কত?
ক. ৮,০০ কি.মি.
খ. ৫,২০০ কি.মি.
গ. ১১,০০ কি.মি.
ঘ. ৮৫,০০ কি.মি.
উত্তরঃ খ

প্রশ্নঃ সড়কপথে ঢাকা থেকে টেকনাফের দূরত্ব কত –
ক. ৩৪৬ কি.মি.
খ. ৪৭৫ কি.মি.
গ. ৪৯৫ কি.মি.
ঘ. ৫৭৫ কি.মি.
উত্তরঃ খ

প্রশ্নঃ অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর দৈর্ঘ্য কত?
ক. ১.২৫ কি.মি.
খ. ১.৭৫ কি.মি.
গ. ১.৪৮ কি.মি.
ঘ. ১.৬৫ কি.মি.
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ বিমানের প্রতীকটি কে ডিজাইন করেন?
ক. কামরুল হাসান
খ. কাইউম চৌধুরী
গ. আমিনুল ইসলাম
ঘ. শফিউদ্দিন আহমদ
উত্তরঃ ক

প্রশ্নঃ ধানুয়া কামালপুর স্থলবন্দর কোথায় অবস্থিত?
ক. বিয়ানীবাজার (সিলেট)
খ. ছাতক (সুনামগঞ্জ)
গ. সীতাকুণ্ড (চট্টগ্রাম)
ঘ. বকশীগঞ্জ (জামালপুর)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিমি?
ক. ৫.০৩ কি.মি.
খ. ৬.১৫ কি.মি.
গ. ৪.৮ কি.মি.
ঘ. ৬.৮ কি.মি.
উত্তরঃ খ

প্রশ্নঃ SEA-ME-WE-5-এর সাথে যুক্ত দেশ কতটি?
ক. ১৮টি
খ. ২১টি
গ. ১৭টি
ঘ. ১৯টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সাবমেরিন কেবল ব্যবহৃত হয় –
ক. নৌচলাচলের বিপদ সংকেত
খ. জাহাজ চলাচলের সুবিধা
গ. ইন্টারনেট সংযোগ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি ?
ক. BTTB
খ. BTCC
গ. BTCL
ঘ. BTRC
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!